তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০১৮ প্রিলিমিনারী তে আসা অংকের সমাধান ( WBP Constable 2018 Preliminary Detail Math Solution )করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও | রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
5. প্রশ্ন : 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য ? (WBP Constable Preli 2018)
[a] 99875
[b] 99855
[c] 99985
[d] 99835
Ans: (b) 99855
সমাধান :
———————————————————————-
6. প্রশ্ন : মান নির্নয় করো : (1/2 ÷ 1/2 এর 1/2)/(1/2 + 1/2 এর 1/2) = ? (WBP Constable Preli 2018)
[a] 1 2/3
[b] 1/3
[c] 2 2/3
[d] 2/3
Ans: (c) 2 2/3
সমাধান :
———————————————————————-
7. প্রশ্ন : একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ? (WBP Constable Preli 2018)
[a] 2 : 9
[b] অনির্ণেয়
[c] 1 : 12
[d] 5 : 24
Ans: (c) 1 : 12
সমাধান :
———————————————————————-
8. প্রশ্ন : কিছু পরিমান টাকা সরল সুদে ঋণ নিলে দুবছরের জন্য 720 টাকা এবং তারপরে আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল হলে, শতকরা বার্ষিক সুদের হার কত ? (WBP Constable Preli 2018)
[a] 10%
[b] 20%
[c] 15%
[d] 5%
Ans: (a) 10%
সমাধান :
———————————————————————-
9. প্রশ্ন : 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক ? (WBP Constable Preli 2018)
[a] 20
[b] 21
[c] 10
[d] 7
Ans: (d) 7
সমাধান :
———————————————————————
10. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 2 : 3 । যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3 : 4, সংখ্যা দুটি হলো ? (WBP Constable Preli 2018)
[a] 40, 56
[b] 30, 40
[c] 16, 24
[d] 15, 20
Ans: (c) 16, 24
সমাধান :
——————————————————————–
11. প্রশ্ন : 28 টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 টি জিনিসের বিক্রয়মূল্যের সমান লাভ করে। লাভের শতকরা হার কত ? (WBP Constable Preli 2018)
[a] 16 2/3%
[b] 16 1/3%
[c] অনির্ণেয়
[d] 16%
Ans: (a) 16 2/3%
সমাধান :
———————————————————————-
12. প্রশ্ন : 2 টি লোক ও 7 টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 টি লোক ও 4 টি বালক ওই কাজ 3 দিন সম্পন্ন করে । 1 টি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে ? (WBP Constable Preli 2018)
[a] 6 দিন
[b] 51 দিন
[c] 15 দিন
[d] 60 দিন
Ans: (c) 15
সমাধান :
———————————————————————-
13. প্রশ্ন : 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত ? (WBP Constable Preli 2018)
[a] 16 টাকা
[b] 18 টাকা
[c] 15 টাকা
[d] 12 টাকা
Ans: (a) 16
সমাধান :
———————————————————————-
14. প্রশ্ন : সকাল দশটার সময় R এবং S যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে ? (WBP Constable Preli 2018)
[a] 1:30 PM
[b] 12:30 PM
[c] 11:30 PM
[d] 2:30 PM
Ans: (b) 12:30 PM
সমাধান :
———————————————————————-
15. প্রশ্ন : ছাপাখানার খুলে একটি পূর্ণ সংখ্যা 150062’ক’ ছাপা হল। ‘ক’ এর মান কত ? (WBP Constable Preli 2018)
[a] 4
[b] 6
[c] 9
[d] 5
Ans: (d) 5
সমাধান :
———————————————————————-
16. প্রশ্ন : একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয় । কিন্তু চৌবাচ্চটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ? (WBP Constable Preli 2018)
[a] 30 ঘন্টা
[b] 15 ঘন্টা
[c] 5 ঘন্টা
[d] 6 ঘন্টা
Ans: (a) 30
সমাধান :
———————————————————————-
17. প্রশ্ন : একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান । স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত ? (WBP Constable Preli 2018)
[a] 100 মিটার/ঘন্টা
[b] 200 মিটার/ঘন্টা
[c] 300 মিটার/ঘন্টা
[d] 150 মিটার/ঘন্টা
Ans: (c) 300
সমাধান :
———————————————————————-
18. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের 2 টি বাহুর অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে, প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে ? (WBP Constable Preli 2018)
[a] 855 টাকা
[b] 1830 টাকা
[c] 1875 টাকা
[d] 875 টাকা
Ans: (d) 875
সমাধান :
———————————————————————-
19. প্রশ্ন : কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 হলে সমস্ত সম্পত্তির মূল্য কত ? (WBP Constable Preli 2018)
[a] অনির্ণেয়
[b] 48000 টাকা
[c] 40000 টাকা
[d] 28000 টাকা
Ans: (c) 40000
সমাধান :
———————————————————————
20. প্রশ্ন : 12 টি পেন্সিলের ক্রয়মূল্য যদি 10 টি পেন্সিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত ? (WBP Constable Preli 2018)
23. প্রশ্ন : একটি 8 জনের কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় 2 বছর বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত ? (WBP Constable Preli 2018)
[a] 48 বছর
[b] 44 বছর
[c] 56 বছর
[d] 52 বছর
Ans: (a) 48
সমাধান :
———————————————————————-
24. প্রশ্ন : পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিনগুন । 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত ? (WBP Constable Preli 2018)
[a] 35
[b] 45
[c] 40
[d] 30
Ans: (d) 30
সমাধান :
———————————————————————-
25. প্রশ্ন : 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ? (WBP Constable Preli 2018)
[a] 3438
[b] 3385
[c] 3358
[d] 3058
Ans: (c) 3358
সমাধান :
———————————————————————-
26. প্রশ্ন : সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো । মোট 63535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো । সামনের সারিতে কতজন সৈন্য ছিল ? (WBP Constable Preli 2018)
[a] 265
[b] 228
[c] 256
[d] 252
Ans: (d) 252
সমাধান :
———————————————————————-
27. প্রশ্ন : একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো । ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে ? (WBP Constable Preli 2018)
[a] 17.5%
[b] 22.5%
[c] 25%
[d] 20%
Ans: (c) 25%
সমাধান :
———————————————————————-
28. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 6 : 13 এবং তাদের লসাগু 312 হলে, সংখ্যাদুটির যোগফল কত ? (WBP Constable Preli 2018)
[a] 76
[b] 67
[c] 57
[d] 75
Ans: (a) 76
সমাধান :
———————————————————————-
29. প্রশ্ন : দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি/ঘন্টা বেগে হাঁটছিলেন । একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির বেগ কত ? (WBP Constable Preli 2018)
[a] 33 কিমি/ঘন্টা
[b] 35 কিমি/ঘন্টা
[c] 40 কিমি/ঘন্টা
[d] 22 কিমি/ঘন্টা
Ans: (a) 33
সমাধান :
———————————————————————
30. প্রশ্ন : কয়েকজন ভিখারীকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে । ভিখারির সংখ্যা কত ? (WBP Constable Preli 2018)
[a] 6
[b] 7
[c] 5
[d] 8
Ans: (a) 6
সমাধান :
——————————————————————– 31. প্রশ্ন : এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন । তারপরেও তার কাছে যদি 33 টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কত গুলি কমলালেবু ক্রয় করেছিলেন ? (WBP Constable Preli 2018)