WBP কনস্টেবল ২০১৬ প্রিলিমিনারী তে আসা অংকের সমাধান | WBP Constable 2016 Preliminary Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০১৬ প্রিলিমিনারী তে আসা অংকের সমাধান ( WBP Constable 2016 Preliminary Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
1. প্রশ্ন : 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিনগুন ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুন হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো – (WBP Constable 2016)
[a] 7 : 3
[b] 5 : 2
[c] 9 : 2
[d] 13 : 4
———————————————————————-
2. প্রশ্ন : একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় 12 বৎসর, মা-এর বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মা এর বয়স কত ? (WBP Constable 2016)
[a] 40 বৎসর
[b] 48 বৎসর
[c] 50 বৎসর
[d] 42 বৎসর
———————————————————————-
3. প্রশ্ন : একটি লোকের কিছু মুরগী এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলি মুরগী ছিল ? (WBP Constable 2016)
[a] 22
[b] 23
[c] 26
[d] 24
———————————————————————-
4. প্রশ্ন : একটি অটোরিক্সা 40 km/hr গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে । যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে ? (WBP Constable 2016)
[a] 120 km
[b] 140 km
[c] 160 km
[d] 200 km
———————————————————————-
5. প্রশ্ন : একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 1/3 ঘন্টা সময় লাগে । জলপূর্ণ ট্যাঙ্ক টি কত সময়ে খালি হয়ে যাবে ? (WBP Constable 2016)
[a] 2 1/3 ঘন্টা
[b] 8 ঘন্টা
[c] 7 ঘন্টা
[d] 14 ঘন্টা
———————————————————————-
6. প্রশ্ন : একটি জমি 18700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে ? (WBP Constable 2016)
[a] 22500
[b] 21000
[c] 25300
[d] 25800
———————————————————————-
7. প্রশ্ন : একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে (12 টার সময়) ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় তবে সোমবার দুপুরে (অর্থাৎ পরের দিন দুপুরে) ঘড়িটি কি সময় দেখাবে ? (WBP Constable 2016)
[a] 12:00 মধ্যাহ্ন
[b] 11:58 PM
[c] 12:02 PM
[d] 11:58 AM
———————————————————————-
8. প্রশ্ন : দুটি সংখ্যার যোগফল 45 । সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। সংখ্যা দুটির লসাগু হলো – (WBP Constable 2016)
[a] 100
[b] 150
[c] 250
[d] 200
———————————————————————-
9. প্রশ্ন : একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7 : 9 : 12 । যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোটো বাহুর অন্তর 15 সেমি হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে : (WBP Constable 2016)
[a] 12 cm
[b] 24 cm
[c] 60 cm
[d] 36 cm
———————————————————————
10. প্রশ্ন : 630 টি জিনিস X, Y এবং Z এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে X, Y এর তিনগুন এবং Y, Z এর থেকে পাঁচগুণ জিনিস পেল । X কতগুলি জিনিস পেয়েছিল ? (WBP Constable 2016)
[a] 425
[b] 400
[c] 450
[d] 475
——————————————————————–
11. প্রশ্ন : যদি y =3x+12 এবং y=5 হয় তবে x এর মান হবে : (WBP Constable 2016)
[a] 3/7
[b] 7/3
[c] -7
[d] -7/3
——————————————————————–
12. প্রশ্ন : একটি নম্বরকে প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি – (WBP Constable 2016)
[a] 1% কমবে
[b] পরিবর্তিত হবে না
[c] 1% বাড়বে
[d] 9% বাড়বে
——————————————————————–
13. প্রশ্ন : মান নির্নয় করো :
((√81 ×3) – (√16 ×4))/((√16 ×4)-(√81 ×3)) (WBP Constable 2016)
[a] 1
[b] -11
[c] 11
[d] -1
——————————————————————–
14.প্রশ্ন : 6 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 cm ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে ? (WBP Constable 2016)
[a] 27
[b] 31
[c] 36
[d] 14
———————————————————————-
15.প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 cm এবং কর্ণ 13 cm হলে, ক্ষেত্রটির পরিসীমা কত হবে ? (WBP Constable 2016)
[a] 34 cm
[b] 36 cm
[c] 30 cm
[d] 38 cm