WBJEE ANM GNM Online Mock test Quiz Part-1 | নার্সিং এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর অনলাইন মকটেস্ট

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ এসেছি WBJEE ANM GNM Online Mock test Quiz Part-1 | নার্সিং এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর অনলাইন মকটেস্ট . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBJEE ANM GNM Online Mock test Quiz Part-1 | নার্সিং এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর অনলাইন মকটেস্ট

WBJEE ANM GNM Online Mock test Quiz Part-1 | নার্সিং এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর অনলাইন মকটেস্ট

  1. স্নায়ুতন্ত্রের প্রথম উদ্ভব হয়েছে নিম্নের কার দেহ থেকে?
    (a) হাইড্রা
    (b) কেঁচো
    (c) অ্যামিবা
    (d) প্যানেরিয়া

উত্তর:- (a) হাইড্রা

  1. ক্রোধ এবং লজ্জা নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্কের কোন অংশটি?
    (a) থ্যালামাস
    (b) লঘুমস্তিষ্ক
    (c) মধ্যমস্তিষ্ক
    (d) অগ্রমস্তিষ্ক

উত্তর:- (d) অগ্রমস্তিষ্ক

  1. ‘Terminalization’ ঘটে কোন অংশে?
    (a) প্যাকাইটিন
    (b) জাইগোটিন
    (c) লেপ্টোটিন
    (d) ডিপ্লোটিন

উত্তর:- (d) ডিপ্লোটিন

  1. কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেছেন হীরক হল একটি বিশুদ্ধতম কার্বন?
    (a) নিউটন
    (b) টেন্যান্ট
    (c) রবার্ট বয়েল
    (d) পাউলিং

উত্তর:- (b) টেন্যান্ট

  1. মস্তিষ্কের গহ্বরকে কী বলা হয়ে থাকে?
    (a) কোলন
    (b) নিলয় বা ভেন্ট্রিকল
    (c) অলিন্দ
    (d) প্লুরা

উত্তর:- (b) নিলয় বা ভেন্ট্রিকল

  1. কোশে জল ছাড়া সর্বাধিক পরিমানে কী থাকে?
    (a) কার্বোহাইড্রেট
    (b) স্নেহপদার্থ
    (c) প্রোটিন
    (d) ক্ষার

উত্তর:- (c) প্রোটিন

  1. RNA-এর একটি বেস উল্লেখ করো।
    (a) সাইটোসিন
    (b) ইউরাসিল
    (c) অ্যাডেনাইন
    (d) গুয়ানিন

উত্তর:- (b) ইউরাসিল

  1. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রটি কে প্রকাশ করেছেন?
    (a) নিউটন
    (b) বোর
    (c) মেন্ডেলিফ
    (d) প্ল্যাঙ্ক

উত্তর:- (b) বোর

  1. রক্ত একপ্রকার কী ধরনের মিশ্রণ?
    (a) কলয়েড দ্রবণ
    (b) প্রকৃত দ্রবণ
    (c) সাসপেনশন
    (d) কোনোটিই নয়

উত্তর:- (a) কলয়েড দ্রবণ

  1. ‘Origin of Species’ বইটি কোন্ রাশিয়ান বিজ্ঞানী লিখেছিলেন?
    (a) গ্যাগারিন
    (b) তাকতাজান
    (c) ডারউইন
    (d) নিধাম

উত্তর:- (c) ডারউইন

  1. জীবকোশে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি উল্লেখ করো।
    (a) NADP
    (b) ADP
    (c) ATP
    (d) RuBP

উত্তর:- (c) ATP

  1. কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র হয়?
    (a) লঘু অ্যাসিড
    (b) কঠিন অ্যাসিড
    (c) তরল অ্যাসিড
    (d) গাঢ় অ্যাসিড

উত্তর:- (a) লঘু অ্যাসিড

  1. E.M.P. পথ কাকে বলা হয়ে থাকে?
    (a) গ্লাইকোলিসিস
    (b) ক্রেবসচক্র
    (c) অবাতশ্বসন
    (d) সতশ্বসন

উত্তর:- (a) গ্লাইকোলিসিস

  1. সাইট্রিক অ্যাসিড নিম্নের কী থেকে প্রস্তুত হয়ে থাকে?
    (a) আখের রস
    (b) ছানার জল
    (c) গ্লুকোজ
    (d) গুড়

উত্তর:- (b) ছানার জল

  1. নিম্নলিখিত কোন্ আয়নটি সমুদ্রজলে সবচেয়ে কম পরিমাণে আছে?
    (a) পটাশিয়াম
    (b) ম্যাগনেশিয়াম
    (c) ক্যালশিয়াম
    (d) ব্রোমাইড

উত্তর:- (d) ব্রোমাইড

  1. নিম্নলিখিত কোনটি কোশের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয়?
    (a) রাইবোজোম
    (b) ক্লোরোপ্লাস্ট
    (c) নিউক্লিয়াস
    (d) ক্লোরোফিল

উত্তর:- (d) ক্লোরোফিল

  1. ফিতাকৃমির রেচন অঙ্গের নাম লেখো?
    (a) দেহতল
    (b) সংকোচী গহর
    (c) ফ্রেমকোশ
    (d) সবুজছি

উত্তর:- (c) ফ্রেমকোশ

  1. দ্রাব ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
    (a) 5
    (b) 4
    (c) 3
    (d) 6

উত্তর:- (c) 3

  1. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্কের কোন অংশটি?
    (a) মধ্যমস্তিষ্ক
    (b) অগ্রমস্তিষ্ক
    (c) লঘুমস্তিষ্ক
    (d) থ্যালামাস

উত্তর:- (b) অগ্রমস্তিষ্ক

  1. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন কে ছিলেন?
    (a) ব্ল্যাকমেন
    (b) এমারসন
    (c) বার্নেস
    (d) কেলভিন

উত্তর:- (c) বার্নেস

  1. একটি কোশের একবার মাইটোসিসের পর মোট কতগুলো অপত্য কোশের সৃষ্টি হয়?
    (a) 8টি
    (b) 4টি
    (c) 2টি
    (d) 16টি

উত্তর:- (c) 2টি

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে যায়?
    (a) চিনি
    (b) খাদ্যলবণ
    (c) কলিচুন
    (d) সোডা

উত্তর:- (c) কলিচুন

  1. DNA-এর পিউরিন বেসটি উল্লেখ করো?
    (a) অ্যাডেনিন
    (b) সাইটোসিন
    (c) থাইমিন
    (d) ইউরাসিল

উত্তর:- (a) অ্যাডেনিন

  1. কোশের মস্তিষ্ক বলা হয় কাকে?
    (a) নিউক্লিয়াস
    (b) রাইবোজোম
    (c) মাইটোকনড্রিয়া
    (d) প্লাস্টিড

উত্তর:- (a) নিউক্লিয়াস

  1. বিরল মৃত্তিকা মৌল পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থান করে?
    (a) II
    (b) V
    (c) VI
    (d) VII

উত্তর:- (c) VI

  1. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা উল্লেখ করো?
    (a) 105
    (b) 108
    (c) 110
    (d) 109

উত্তর:- (d) 109

  1. ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের হয়ে থাকে?
    (a) সংজ্ঞাবহ
    (b) চেষ্টীয়
    (c) মিশ্র স্নায়ু
    (d) কোনোটাই নয়

উত্তর:- (c) মিশ্র স্নায়ু

  1. স্নায়ুকোশের মৃত্যুর পর এই স্থানে কে থাকে?
    (a) ডেনড্রন
    (b) নিউরোমিটার
    (c) নিউরোগ্লিয়া
    (d) নিউরোমোটর

উত্তর:- (c) নিউরোগ্লিয়া

  1. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব আবিষ্কার করেন?
    (a) 1942
    (b) 1941
    (c) 1940
    (d) 1928

উত্তর:- (d) 1928

  1. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়?
    (a) কমলা
    (b) লাল
    (c) হলুদ
    (d) বর্ণহীন

উত্তর:- (a) কমলা

  1. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম লেখো।
    (a) ফার্ন
    (b) মিউকর
    (c) ভুল ভঙ্গ
    (d) মস

উত্তর:- (b) মিউকর

  1. C2 চক্র আর অন্য কী নামে পরিচিত?
    (a) ক্রেবস চক্র
    (b) গ্লাইকোলিসিস চক্র
    (c) গ্লাইকোলেট চক্র
    (d) E.M.P.চক্র

উত্তর:- (c) গ্লাইকোলেট চক্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।