WBCS রিজনিং প্রশ্নোত্তর MCQ | WBCS Reasoning Questions Answer
1. সিরিজ টি সম্পূর্ণ করো : 88, 22, 25, 5, 9, 3/2, ?
(a) 10/2
(b) 13/2
(c) 6
(d) 12
উত্তর:- (b) 13/2
2. যদি SUN = 27 হয় তবে MOON = ?
(a) 57
(b) 49
(c) 62
(d) 51
উত্তর:- (d) 51
3. নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন?
(a) 567
(b) 1890
(c) 6129
(d) 7890
উত্তর:- (d) 7890
4. যদি সবুজ কে সাদা বলে, সাদা কে কমলা বলে, কমলা কে হলুদ বলে এবং হলুদ কে লাল বলে তবে গাছের রং কি?
(a) সবুজ
(b) সাদা
(c) লাল
(d) কমলা
উত্তর:- (b) সাদা
5. নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন?
(a) 45
(b) 51
(c) 39
(d) 85
উত্তর:- (d) 85
6. নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা?
(a) হিন্দি
(b) উর্দু
(c) সিন্ধি
(d) গুজরাটি
উত্তর:- (b) উর্দু
7. নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা?
(a) BDFIJ
(b) DGJLM
(c) BDHPF
(d) ACFHJ
উত্তর:- (c) BDHPF
8. সিরিজ সম্পূর্ণ করো : GMV, JOY, MQB, PSE, SUH, ?
(a) PMO
(b) DWS
(c) HYT
(d) VWK
উত্তর:- (d) VWK
9. (94,44,82) এই সংখ্যাটির সাথে নিম্নের কোন জোড়টির মিল রয়েছে?
(a) (64,58,42)
(b) (98,68,86)
(c) (78,40,88)
(d) (48,31,76)
উত্তর:- (d) (48,31,76)
10. সিরিজ সম্পূর্ণ করো : ব্রাজিল, রাশিয়া, ? , চীন, দক্ষিণ আফ্রিকা
(a) ভারত
(b) ইন্দোনেশিয়া
(c) ইরান
(d) জাপান
উত্তর:- (a) ভারত।