WBCS রিজনিং মকটেস্ট MCQ | WBCS Reasoning Mock Test MCQ

WBCS রিজনিং মকটেস্ট MCQ | WBCS Reasoning Mock Test MCQ

1. CAR = 22, এবং BUS = 42, তাহলে TRAM =?
(a) 52
(b) 62
(c) 72
(d) 42

উত্তর:- (a) 52

2. X হচ্ছে Y -এর ভাই। Z হচ্ছে Y -এর স্বামী। F হচ্ছে X -এর পিতা। E হচ্ছে Z এর পুত্র। তাহলে E ও F এর সম্পর্ক কী?
(a) পুত্র
(b) ভাগ্নে
(c) নাতি
(d) ভাই

উত্তর:- (b) ভাগ্নে

3. Electricity : Wire : : Water : ?
(a) RIVER
(b) PIPE
(c) BOTTLE
(d) CANAL

উত্তর:- (b) PIPE

4. Fire: Burn : : Water: ?
(a) DAM
(b) RIVER
(c) H2O
(d) FLOOD

উত্তর:- (d) FLOOD

5. KOLKATA’ -এর কোড 71 হলে, ‘NADIA’ -এর কোড কত হবে?
(a) 27
(b) 28
(c) 30
(d) 29

উত্তর:- (c) 30

6. Flower: Bud : : Plant: ?
(a) SEED
(b) LEAF
(c) ROOT
(d) STEM

উত্তর:- (a) SEED

7. কুমারেশ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর সে ডানদিকে ঘুরে ২৫ মিটার যায় এবং তারপর বাঁদিকে ঘুরে ৩০ মিটার যায়।এরপর সে আবার ডানদিকে ঘুরে ২৫ মিটার যায়। আবার সে ডানদিকে ঘুরে ৫৫ মিটার যায়। সবশেষে সে ৪০ মিটার ডানদিকে যায়। এখন সে শুরুর জায়গা থেকে কোন দিকে আছে?
(a) দক্ষিন
(b) দক্ষিন-পশ্চিম
(c) দক্ষিন পূর্ব
(d) উত্তর-পশ্চিম

উত্তর:- (c) দক্ষিন পূর্ব

8. AB, CE, FI, ?, OT
(a) JN
(b) HO
(c) GK
(d) JM

উত্তর:- (a) JN

9. Eye : Vision : : Tongue: ?
(a) MOUTH
(b) SPEECH
(c) SMELL
(d) THROAT

উত্তর:- (b) SPEECH

10. চামড়া যেমন ‘স্পর্শ’র সাথে সম্পর্কিত, তেমনি ‘নাক’ সম্পর্কিত _____সাথে।
(a) গন্ধ
(b) সুগন্ধী
(c) নিশ্বাস
(d) মুখ

উত্তর:- (a) গন্ধ।