WBCS প্রশ্ন ও উওর MCQ | WBCS Questions Answers MCQ

WBCS প্রশ্ন ও উওর MCQ | WBCS Questions Answers MCQ

1. মাকড়শা,কাঁকড়া বিছের রেচন অঙ্গটির নাম কী?
(a) কেবারের অঙ্গ
(b) অ্যামিবোসাইট কোশ
(c) বোজেনাসের অঙ্গ
(d) কক্সাল গ্রন্থি

উত্তর:- (d) কক্সাল গ্রন্থি

2. কোন এককে লেন্সের ক্ষমতা মাপা হয়?
(a) ডপলার
(b) ডায়াপ্টার
(c) অপটিক্স
(d) অ্যাপলিটিউট

উত্তর:- (b) ডায়াপ্টার

3. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
(a) থানেশ্বর
(b) দিল্লি
(c) কর্ণসুবর্ণ
(d) এগুলির কোনটাই নয়

উত্তর:- (c) কর্ণসুবর্ণ

4. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়?
(a) প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
(b) নন্দলাল বোস
(c) দাদা সাহেব ফালকে
(d) সুশ্রুত

উত্তর:- (d) সুশ্রুত

5. ´শিলাদিত্য` কার উপাধি ছিল?
(a) মিহিরকুল-এর
(b) হর্ষবর্ধনের
(c) রাজ্যবর্ধনের
(d) শশাঙ্কের

উত্তর:- (b) হর্ষবর্ধনের

6. সুপ্রজনন বিদ্যার জনক হলেন
(a) গ্রেগর জোহান মেন্ডেল
(b) চার্লস ডারউইন
(c)অ্যাডাম স্মিথ
(d) এদের কেউই নন

উত্তর:- (a) গ্রেগর জোহান মেন্ডেল

7. কাপড় ড্রাই ওয়াশ করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
(a) গ্লিসারল
(b) ন্যাপথালিন
(c) বেঞ্জিন
(d) ব্লিচিং পাউডার

উত্তর:- (d) ব্লিচিং পাউডার

8. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(a) জেমস রক
(b) কর্নেল হিক
(c) ওয়ারেন হেস্টিংস
(d) কর্নেল কিক

উত্তর:- (b) কর্নেল হিক

9. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
(a) হেমন্ত সেন
(b) বিজয় সেন
(c) বল্লাল সেন
(d) লক্ষণ সেন

উত্তর:- (b) বিজয় সেন

10. ব্যাং-এর রেচন অঙ্গটির নাম কী?
(a) বৃক্ক ও ফুসফুস
(b) ফুলকা ও বৃক্ক
(c) সোলানোসাইট
(d) কোনটিই নয়

উত্তর:- (a) বৃক্ক ও ফুসফুস।