WBCS সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | WBCS Questions Answer in Bengali

WBCS সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | WBCS Questions Answer in Bengali

1. রক্তকরবী কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) টলস্টয়
(c) উৎপল দত্ত
(d) কোনটাই নয়

উত্তর:- (a) রবীন্দ্রনাথ ঠাকুর

2. কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে?
(a) রবার্ট ক্লাইভ
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) কোনটাই নয়

উত্তর:- (a) রবার্ট ক্লাইভ

3. মহাবিদ্রহ কত সালে হয়েছিল?
(a) 1857
(b) 1957
(c) 1757
(d) 1657

উত্তর:- (a) 1857

4. দামোদর, তিস্তা ও মহানন্দা — এদের সম্পর্ক কোথায়?
(a) এরা সবাই পশ্চিম বাহিনী নদী
(b) এরা সবাই পূর্ব বাহিনী নদী
(c) এরা সবাই উত্তর বাহিনী নদী
(d) কোনটাই নয়

উত্তর:- (b) এরা সবাই পূর্ব বাহিনী নদী

5. ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম?
(a) ঝাড়খন্ড
(b) বিহার
(c) ওড়িশা
(d) অসম

উত্তর:- (a) ঝাড়খন্ড

6. নিচের কোনটি মাত্রাহীন রাশি?
(a) দ্রুতি
(b) ক্ষমতা
(c) কোণ
(d) কোনটাই নয়

উত্তর:- (c) কোণ

7. পৃথিবীর উপরিভাগের ভূত্বকের তিনটি স্তরের মধ্যে দ্বিতীয় স্তর কোনটি?
(a) SIAL
(b) SIMA
(c) NIFE
(d) কোনটাই নয়

উত্তর:- (b) SIMA

8. বেশি উচ্চতায় শ্বসন হার —
(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) থেমে যায়
(d) একই থাকে

উত্তর:- (b) বেড়ে যায়

9. গোবর গ্যাস এ প্রধানত কোন উপাদানটি থাকে?
(a) মিথেন
(b) CFC
(c) ইথেন
(d) কোনটাই নয়

উত্তর:- (a) মিথেন

10. 0 ডিগ্রী সেলসিয়াস এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?
(a) 332 মিটার/সেকেন্ড
(b) 232মিটার/সেকেন্ড
(c) 432মিটার/সেকেন্ড
(d) কোনটাই নয়

উত্তর:- (a) 332 মিটার/সেকেন্ড।