ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর | WBCS Previous Year Question Answer

ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর | WBCS Previous Year Question Answer

1. টেলিস্কোপ কে আবিস্কার করেন?
(a) কার্টরাইট
(b) ডানলপ
(c) থমাস আলভা এডিসন
(d) গ্যালিলিও

উত্তর:- (d) গ্যালিলিও

2. তারমাসিরিন কার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন?
(a) মহম্মদ বিন তুঘলক
(b) ইব্রাহিম লোদী
(c) বহুলুল লোদী
(d) ইলতুৎমিস

উত্তর:- (a) মহম্মদ বিন তুঘলক

3. বিশ্বে সর্বপ্রথম পরিবার পরিকল্পনা কোন দেশে চালু হয়?
(a) আমেরিকা
(b) ইংল্যান্ড
(c) ভারত
(d) চীন

উত্তর:- (c) ভারত

4. কোনটি পরজীবী দ্বারা সংঘটিত রোগ?
(a) কলেরা
(b) ADIS
(c) চিকেন পক্স
(d) ম্যালেরিয়া

উত্তর:- (d) ম্যালেরিয়া

5. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি?
(a) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(b) প্রতিফলন
(c) প্রতিবিম্ব
(d) প্রতিসরণ

উত্তর:- (a) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

6. মানুষের হাত কোন শ্রেণীর লিভার?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) কোনোটিই নয়

উত্তর:- (c) তৃতীয়

7. গুপ্তাব্দ কবে থেকে শুরু হয়?
(a) 264 খ্রিস্টাব্দ
(b) 64 খ্রিস্টাব্দ
(c) 324 খ্রিষ্টাব্দ
(d) 320 খ্রিষ্টাব্দ

উত্তর:- (d) 320 খ্রিষ্টাব্দ

8. ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথম কে বলেছিলেন?
(a) চার্লস গ্রান্ট
(b) মেকলে
(c) লর্ড উইলিয়াম বেন্টিং
(d) লং সাহেব

উত্তর:- (a) চার্লস গ্রান্ট

9. অমৃতসর শহরটি কোন মোঘল সম্রাটের আমলে নির্মিত হয়?
(a) আকবর
(b) শাহজাহান
(c) জাহাঙ্গীর
(d) ঔরঙ্গজেব

উত্তর:- (a) আকবর

10. ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়?
(a) তাসখন্দ
(b) লেনিনগ্রার্ড
(c) কানপুর
(d) কলকাতা

উত্তর:- (a) তাসখন্দ।