WBCS মকটেস্ট সিরিজ | WBCS Prelims Mock Test in Bengali
1. কোন সংবিধান সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
উত্তর:- 61 তম সংশোধনী
2. “Saa₹thi” নামে মোবাইল অ্যাপ চালু করেছে কোন ভারতীয় সংস্থা?
উত্তর:- SEBI
3. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে কী বলা হয়?
উত্তর:- রেনজিনা
4. ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন একটি নদী?
উত্তর:- শতদ্রু
5. কোন কাঁচ দণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটিতে কোন আধানে আহিত হয়?
উত্তর:- ধনাত্মক
6. খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার গড়ে উঠেছিল?
উত্তর:- খ্রিস্টপূর্ব 3000
7. “ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন” —এই কথাটি কে বলেছিলেন?
উত্তর:- মহম্মদ আলি জিন্না
8. লোকসভায় উপস্থিত বিরোধী দলনেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী
9. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল কত সালে?
উত্তর:- 1952 সালে
10. জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে যে ভাষায় লেখা হয়েছিল সেটি কী?
উত্তর:- প্রাকৃত
11. কত সালে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন হয়েছিল?
উত্তর:- 1986 সালে
12. ভারতের কোন সভ্যতাটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা?
উত্তর:- মেহেরগড় সভ্যতা
13. একটি অসদ ও সোজা প্রতিবিম্বের জন্য, দর্পনের বিবর্ধন হবে কীরকম?
উত্তর:- ধনাত্মক
14. ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক কাকে বলা হয়?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায়
15. থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- ম্যাডাম ব্লাভাটস্কি
16. নারীদের দেহকোষের ক্রোমোজোম এর প্রতিকৃতি কী হয়?
উত্তর:- 44+XX
17. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়ে থাকে?
উত্তর:- কোচবিহার
18. ভারত ও শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রনালী?
উত্তর:- পক্ প্রনালী
19. প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরুপণের চেষ্টা করেছিলেন কারা?
উত্তর:- গ্রিকরা
20. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে কী বলা হয়?
উত্তর:- মেয়র।