৫০০+ WBCS জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBCS Preliminary Previous Years Questions Answers
১. যে যন্ত্রটির সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয় সেই যন্ত্রটিকে কি বলা হয়ে থাকে?
উঃ রেইন গেজ।
২. “এক্স রশ্মি” কে আবিষ্কার করেছেন?
উঃ উইলহেলম কনরাড রন্টজেন।
৩. লুনার কস্টিক আসলে বলতে কী বোঝায়?
উঃ সিল্ভার নাইট্রেট।
৪. গ্রানা ও স্ট্রোমা থাকে কোন স্থানে?
উঃ ক্লোরোপ্লাস্টে।
৫. ব্রঙ্কাইটিস সাধারণত কিসের রোগ?
উঃ শ্বাসনালীর রোগ।
৬. ব্যাঙের শীতঘুমকে কি বলা হয়ে থাকে?
উঃ হাইবারনেশান।
৭. কোন কোষ অঙ্গানুটিকে ক্লডের ডানা বলে?
উঃ রাইবোজোম।
৮. গতিশীল ট্রেনে বসে থাকা একজন ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কীরকম মনে হয়?
উঃ স্থির মনে হবে।
৯. কোন প্রাণীটির গমন অঙ্গের নাম হলো ফ্লিপার?
উঃ সামুদ্রিক কচ্ছপ।
১০. কোন বিখ্যাত বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেছেন?
উঃ কার্ল ল্যান্ডস্টেইনার।
১১. কোন উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে থাকে?
উঃ থ্রম্বোকাইনেজ।
১২. কোন গ্রন্থিটি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়ে থাকে?
উঃ পিটুইটারি গ্রন্থি।
১৩. জলের স্থায়ী ক্ষরতা দূর হয় কী দ্বারা?
উঃ জিওলাইট।
১৪. ‘হাইগ্রোমিটার’ যন্ত্রটির দ্বারা সাধারণত কি পরিমাপ করা হয়ে থাকে?
উঃ বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।
১৫. মুখের মধ্যে অবস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচকটি থাকে?
উঃ লাইসোজম।
১৬. কোন ভিটামিন গুলি যকৃতে সঞ্চিত হয়ে থাকে?
উঃ ভিটামিন A ও D
১৭. মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যায় এর কারন কি?
উঃ এটিপি কমে যাওয়া।
১৮. স্ত্রী দেহে অবস্থিত স্তন গ্রন্থি কোন গ্রন্থিটির প্রকৃত রুপান্তর বলা হয়?
উঃ ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।
১৯. বেশি ভিটামিন গ্রহণ করলে শরীরে কি ধরনের সমস্যা দেখা দেয়?
উঃ মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।
২০. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম লেখো?
উঃ এনামেল।
২১. নিষেক ঘটার পরে কোষের ক্রোমোজোম সংখ্যা প্রায় কত হয়ে থাকে?
উঃ ২n
২২. পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে?
উঃ ভিটামিন বি ১২
২৩. কোন স্তন্যপায়ী প্রানীটির দেহে কোনো লোম থাকে না?
উঃ তিমি।
২৪. যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কি বলা হয়ে থাকে?
উঃ কপ্রফ্যাগি।
২৫. কোন কীটনাশকটির স্পর্শে পতঙ্গদের মৃত্য ঘটতে পারে?
উঃ প্যারাথিয়ন।
২৬. মৌমাছি প্রায় কতদিন বাঁচে?
উঃ ৫০ থেকে ৬০ দিন।
২৭. মহিলাদের দেহে অস্টিওপোরোসিস সাধারণত কোন বয়সে লক্ষ্য করা দেখা যায়?
উঃ ৪০ থেকে ৪৫ বছর বয়সে।
২৮. কোন ভিটামিন বায়োটিন নামে পরিচিত?
উঃ ভিটামিন H / ভিটামিন B7
২৯. ফ্যাট কিসে দ্রবনীয় হয়?
উঃ ইথার ও ক্লোরোফর্ম।
৩০. ক্রেবস চক্রে মোট কত অনু ATP উৎপন্ন হয়?
উঃ ১২ অনু।
৩১. ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতি বিশিষ্ট অংশটিকে কি বলে?
উঃ ডিওডিনাম।
৩২. দেহকলার স্থানে স্থানে তরল পদার্থ সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলা হয়ে থাকে?
উঃ ইডেমা।
৩৩. “Heart of Heart” বলতে কী বোঝা যায়?
উঃ হিজ-এর বান্ডিল।
৩৪. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠটির প্রাচীর সবচেয়ে মোটা হয়?
উঃ বাম নিলয়।
৩৫. কোন স্তন্যপায়ী প্রানীটির RBC নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে?
উঃ উট।
৩৬. কোন গ্রন্থিটি হরমোন উৎপাদিত করে না?
উঃ প্লীহা।
৩৭. দেহের সবচেয়ে বড় স্নায়ু গ্রন্থি কোনটি?
উঃ ভেগাস।
৩৮. গ্যাস্ট্রিন দেহের কোথা থেকে ক্ষরিত হয়?
উঃ পাকস্থলী।
৩৯. কোন হরমোন শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়?
উঃ আড্রিনালিন।
৪০. বিখ্যাত বিজ্ঞানী লিনিয়াস সমগ্র উদ্ভিদ জগতকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন?
উঃ ২৪ টি ভাগে।