WBCS মকটেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS Preliminary Full Mock Test in Bengali
1. সিফটিং চাষবাস ভারতের কোন রাজ্যে প্রচলিত নেই?
উত্তর:- পশ্চিমবঙ্গ
2. ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল?
উত্তর:- মার্চ ১৯৫০
3. পশ্চিমবঙ্গের বৃহতম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উত্তর:- আসানসোলে
4. জাতীয় কংগ্রেস 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল?
উত্তর:- পূর্ণ স্বরাজ
5. শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে না?
উত্তর:- চাপ
6. কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের সবচেয়ে বেশি ক্ষতি করছে?
উত্তর:- সালফার ডাই অক্সাইড
7. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
8. বয়কট আন্দোলনের একজন মুসলীম নেতার নাম উল্লেখ করো?
উত্তর:- মৌলভি আবদুল রসুল
9. “জনগনের পরিকল্পনা” বলা হয় কোন পরিকল্পনাটিকে?
উত্তর:- পঞ্চম
10. “ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান-তার কিছুমাত্র বেশি বা কম নয়।” — এই উক্তিটি কে করেছেন?
উত্তর:- বিউরির
11. স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর:- জে. বি. কৃপালিনী
12. এমোনিয়া তে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত?
উত্তর:- 3
13. ভারতের সবচেয়ে বড় জেলার নাম কী?
উত্তর:- গুজরাটের কচ্ছ
14. ভারতে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম আন্দোলন ছিল কোনটি?
উত্তর:- স্বদেশী আন্দোলন
15. ভারতের রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- 1905 খ্রীস্টাব্দে
16. সিন্ধুসভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী ছিল?
উত্তর:- বন্যা ও পরিবেশের পরিবর্তন
17. ভারতের কোন রাজ্যকে “The abode of clouds” বলা হয়?
উত্তর:- মেঘালয়
18. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল?
উত্তর:- হাওড়া থেকে হুগলি
19. মেঘালয় সরকার সম্প্রতি চাকরী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা কত বছর বৃদ্ধি করেছে?
উত্তর:- ৫ বছর
20. কলকাতা থেকে অগ্রা হয়ে মুম্বাই যাবার জাতীয় সড়কটির নাম কী?
উত্তর:- NH -3