সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর | WBCS Preliminary Exam Mock Test in Bengali

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর | WBCS Preliminary Exam Mock Test in Bengali

  1. মহাকাশচারী কল্পনা চাওলা যে মহাকাশযানে মৃত্যুবরণ করেছিলেন সেটির নাম কি ছিল?

Ans : কলম্বিয়া।

  1. ভারতীয় বিমান বাহিনীর পুরানাে যুদ্ধ বিমানটির নাম কী?

Ans : ক্যানবেরা।

  1. গোয়েন্দা চরিত্র শার্লক হােমসের জনক বা স্রষ্টা কে ছিলেন?

Ans : স্যার আর্থার কোনান ডয়েল।

  1. রাজা হর্ষবর্ধন কোন্ বংশের রাজা?

Ans : পুষ্যভূতি।

  1. কামরূপ ভারতের কোন রাজ্যের পুরােনাে নাম?

Ans : আসাম।

  1. ক্রোনােমিটারের সাহায্যে সাধারণত কি পরিমাপ করা হয়?

Ans : সময়।

  1. কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

Ans : ১৮৫৭ সালে।

  1. হীরাকুঁদ বাঁধ কোন্ নদীর ওপর অবস্থিত?

Ans : মহানদী।

  1. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

Ans : দোদাবেতা

  1. কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত করা হয়েছিল?

Ans : লর্ড হার্ডিঞ্জ।

  1. স্পর্শ পদ্ধতি দ্বারা কোন্ অ্যাসিড প্রস্তুত করা হয়ে থাকে?

Ans : H2, SO4

  1. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

Ans : নেপালের কাঠমান্ডুতে।

  1. ইতালির মুদ্রার নাম লেখো?

Ans : লিরা।

  1. পােঙ্গল উৎসব কোন্ রাজ্যে পালিত হয়?

Ans : তামিলনাড়ু।

আরও পড়ুন:-

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

  1. সূর্যের আলাে পৃথিবীতে পৌঁছাতে মােট কত সময় নেয়?

Ans : ৮ মিনিট ৩০ সেকেণ্ড।

  1. চাপড়ামারি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?

Ans : পশ্চিমবঙ্গে।

  1. বিজ্ঞানের, যে শাখায় অস্থি সম্বন্ধে চর্চা হয় তাকে কী বলা হয়?

Ans : অস্টিওলজি।

  1. ‘বিহু’ উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়?

Ans : অসম।

  1. বরাকর নদীটি কোন রাজ্যে অবস্থিত?

Ans : পশ্চিমবঙ্গ।

  1. ‘ডিভাইন কমেডি’ – বইটির রচয়িতা কে?

Ans : এডমণ্ড দান্তে।

  1. আপেলে কোন অ্যাসিড থাকে?

Ans : ম্যালিক অ্যাসিড।

  1. ‘ভারতকে নৃ-তত্ত্বের জাদুঘর’ অ্যাখ্যা কে দিয়েছিলেন?

Ans : ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

আরও পড়ুন:-

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

  1. সুনীতা উইলিয়ামস্ যে মহাকাশ যানে করে মহাকাশে যাত্রা করেছিলেন তার নাম কি ছিল?

Ans : আটলান্টিস

  1. ’The Wings of Fire’ গ্রন্থটি কে রচনা করেন?

Ans : এ.পি.জে.আব্দুল কালাম।

  1. পেয়ারা তে কোন্ ভিটামিন বেশি থাকে?

Ans : ভিটামিন ‘C‘ ।

  1. কফি হাউসের পূর্বতন নাম লেখো?

Ans : অ্যালবার্ট হল।

Click Here To Download