WBCS পরীক্ষার প্রশ্ন-উত্তর | WBCS Preliminary Exam GK in Bengali | Part-31

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS Preliminary Exam GK in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS পরীক্ষার প্রশ্ন-উত্তর | WBCS Preliminary Exam GK in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS পরীক্ষার প্রশ্ন-উত্তর | WBCS Preliminary Exam GK in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBCS পরীক্ষার প্রশ্ন-উত্তর | WBCS Preliminary Exam GK in Bengali

  1. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে বসেন ?

উত্তরঃ- ধননন্দ

  1. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেছিলেন ?

উত্তরঃ- বিন্দুসার

  1. চন্দ্রগুপ্তের মতার নাম কী ছিল ?

উত্তরঃ- মুরা

  1. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?

উত্তরঃ- ১৭৭০ খ্রিস্টাব্দে

  1. ‘ছত্রপতি’ এবং ‘গো – ব্রাহ্মণ – প্রজাপালক’ উপাধি কে গ্রহণ করেন ?

উত্তরঃ- শিবাজী

  1. জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গী এক ছিল ?

উত্তরঃ- চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু

  1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ- লর্ড ডাফরিন

  1. জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- জর্জ ইউ

  1. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তরঃ- রাজনারায়ণ বসু

  1. জাতীয় গ্রন্থগার কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৮৩৫ সালে

  1. জাফর খাঁ কার সেনাপতি ছিলেন ?

উত্তরঃ- আলাউদ্দিন খলজীর

12 জাফরনামা, নল দময়ন্তী, কালীদমন এই চিত্রগুলি কোন মুঘল সম্রাটের আমলের ?

উত্তরঃ- আকবর

  1. ‘জামি মসজিদ’, ‘দেওয়ানী আম’ ও ‘দেওয়ানী খাস’ – এর নির্মাতা কে ?

উত্তরঃ- শাহজাহান

  1. জালাল খাঁ ও শের খাঁ মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত ?

উত্তরঃ- সুরজগড়ের যুদ্ধ

  1. জালালউদ্দিন ফিরোজ খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ?

উত্তরঃ- কাইকোবাদ

  1. জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল ?

উত্তরঃ- ১৯১৯ সালে

  1. জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন ?

উত্তরঃ- ও ডায়ার

  1. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ?

উত্তরঃ- রাওলাট আইন চালু

  1. জন লরেন্স, আউটরাম, হ্যাভলক নাম গুলি কোন বিদ্রোহ দমনের সঙ্গে জড়িত ?

উত্তরঃ- সিপাহী বিদ্রোহ

  1. জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ?

উত্তরঃ- মহাক্ষত্রণ রুদ্রসমন সম্বন্ধে।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।