WBCS মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | WBCS Mock Test Series General Knowledge | পর্ব-4

WBCS মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | WBCS Mock Test Series General Knowledge

  1. আমেরিকার অধিবাসীরা ছিল—
    ( a ) পিউরিটান ধর্মাবলম্বী
    ( b ) অ্যাংলিকান ধর্মাবলম্বী
    ( c ) ক্যাথলিক ধর্মাবলম্বী
    ( d ) ইহুদি ধর্মাবলম্বী

উত্তর:- ( a ) পিউরিটান ধর্মাবলম্বী

  1. একজন জ্ঞানদীপ্ত শাসক হলেন—
    ( a ) দ্বিতীয় চার্লস
    ( b ) ষোড়শ লুই
    ( c ) দ্বিতীয় ক্যাথরিন
    ( d ) পঞ্চদশ লুই

উত্তর:- ( c ) দ্বিতীয় ক্যাথরিন

  1. নতুন পৃথিবী বলা হত-
    ( a ) এশিয়া মহাদেশকে
    ( b ) আমেরিকা মহাদেশকে
    ( c ) আফ্রিকা মহাদেশকে
    ( d ) আন্টার্কটিকা মহাদেশকে

উত্তর:- ( b ) আমেরিকা মহাদেশকে

  1. স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করে নেন-
    ( a ) নর্থব্রুক মন্ত্রীসভা
    ( b ) গ্লেনভিল মন্ত্রীসভা
    ( c ) রকিংহাম মন্ত্রীসভা
    ( d ) টাউনসেন্ড মন্ত্রীসভা

উত্তর:- ( c ) রকিংহাম মন্ত্রীসভা

  1. আমেরিকায় যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা প্রবর্তিত হয়—
    ( a ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
    ( b ) ১৭৮৮ খ্রিস্টাব্দে
    ( c ) ১৭৯০ খ্রিস্টাব্দে
    ( d ) ১৭৯২ খ্রিস্টাব্দে

উত্তর:- ( a ) ১৭৮৯ খ্রিস্টাব্দে

  1. ফ্লাইং শাটল বা উড়ও মাকু আবিষ্কার করেন—
    ( a ) জন কে
    ( b ) আর্করাইট
    ( c ) কার্টরাইট
    ( d ) আব্রাহাম ডার্বি

উত্তর:- ( a ) জন কে

  1. আলকাতরা ও পাথরকুচি দিয়ে পাকা রাস্তা তৈরি করার উপায় বের করেন—
    ( a ) কার্টরাইট
    ( b ) ব্রিন্ডলি
    ( c ) টেলফোর্ড ও ম্যাকাডাম
    ( d ) হামফ্রে ডেভি

উত্তর:- ( c ) টেলফোর্ড ও ম্যাকাডাম

  1. বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন-
    ( a ) হামফ্রে ডেভি
    ( b ) জেমস ওয়াট
    ( c ) স্টিফেনসন
    ( d ) জন কে

উত্তর:- ( c ) স্টিফেনসন

  1. সেফটি ল্যাম্প আবিষ্কার করেন—
    ( a ) হামফ্রে ডেভি
    ( b ) আব্রাহাম ডার্বি
    ( c ) আর্করাইট
    ( d ) কার্টরাইট

উত্তর:- ( a ) হামফ্রে ডেভি

  1. শিল্প বিপ্লব প্রথম শুরু হয়—
    ( a ) হল্যান্ডে
    ( b ) ফ্রান্সে
    ( c ) ইংল্যান্ডে
    ( d ) আমেরিকায়

উত্তর:- ( c ) ইংল্যান্ডে

  1. ফ্রান্সে আধুনিক শিল্প স্থাপন শুরু হয়—
    ( a ) লুই ফিলিপ এর আমলে
    ( b ) তৃতীয় নেপোলিয়ন এর আমলে
    ( c ) ষোড়শ লুই -এর আমলে
    ( d ) চতুর্দশ লুই -এর আমলে

উত্তর:- ( a ) লুই ফিলিপ এর আমলে

  1. শিল্প বিপ্লব প্রথম দেখা যায়—
    ( a ) কৃষিক্ষেত্রে
    ( b ) বয়ন শিল্পে
    ( c ) কয়লা শিল্পে
    ( d ) লৌহ শিল্পে

উত্তর:- ( b ) বয়ন শিল্পে

  1. ইংল্যান্ডের পর শিল্প বিপ্লব দেখা যায়—
    ( a ) ফ্রান্সে
    ( b ) জার্মানিতে
    ( c ) রাশিয়ায়
    ( d ) হল্যান্ডে

উত্তর:- ( a ) ফ্রান্সে

  1. শিল্প বিপ্লব কথার অর্থ হল শিল্প উৎপাদন ব্যবস্থায়—
    ( a ) শ্রমিকের মালিকানা স্থাপন
    ( b ) আমূল পরিবর্তন
    ( c ) স্থিতিশীলতা
    ( d ) পরিবর্তন সাধন

উত্তর:- ( b ) আমূল পরিবর্তন

  1. স্পিনিং মিউল আবিষ্কার করেন-
    ( a ) আর্করাইট
    ( b ) কার্টরাইট
    ( c ) স্যামুয়েল ক্রম্পটন
    ( d ) জেমস ওয়াট

উত্তর:- ( c ) স্যামুয়েল ক্রম্পটন

  1. ফরাসি বিপ্লব শুরু হয়-
    ( a ) চতুর্দশ লুই -এর আমলে
    ( b ) পঞ্চদশ লুই -এর আমলে
    ( c ) ষোড়শ লুই -এর আমলে
    ( d ) সপ্তদশ লুই -এর আমলে

উত্তর:- ( c ) ষোড়শ লুই -এর আমলে

  1. ফরাসি জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে-
    ( a ) ১৬৮৯ খ্রি.
    ( b ) ১৭৮৯ খ্রি.
    ( c ) ১৫৮০ খ্রি.
    ( d ) ১৬৮০ খ্রি.

উত্তর:- ( b ) ১৭৮৯ খ্রি.

  1. ‘জন্মগতভাবে স্বাধীন হলেও মানুষ সর্বত্র শৃঙ্খলাবদ্ধ’ — এই কথাটি বলেছিলেন-
    ( a ) রুশো
    ( b ) ভলতেয়ার
    ( c ) সস্তেস্কু
    ( d ) রোবসপিয়র

উত্তর:- ( a ) রুশো

  1. ‘এই জগন্য জিনিসটাকে ধ্বংস করে দাও’ — একথা লিখেছেন—
    ( a ) ভলতেয়ার
    ( b ) রুশো
    ( c ) মন্তেস্কু
    ( d ) ষোড়শ লুই

উত্তর:- ( a ) ভলতেয়ার

  1. সামাজিক চুক্তি নামে বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন—
    ( a ) মন্তেস্কু
    ( b ) ডিডেরো
    ( c ) রুশো
    ( b ) নেপোলিয়ন

উত্তর:- ( c ) রুশো

  1. ‘পার্সিয়ান লেটার্স’ গ্রন্থের রচয়িতা হলেন—
    ( a ) মন্তেস্কু
    ( b ) রুশো
    ( c ) ভলতেয়ার
    ( d ) ডিডেরো

উত্তর:- ( a ) মন্তেস্কু

  1. ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থের রচয়িতা হলেন—
    ( a ) মন্তেস্কু
    ( b ) রুশো
    ( c ) ভলতেয়ার
    ( d ) ডিডেরো

উত্তর:- ( b ) রুশো

  1. ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন—
    ( a ) ১০০ বছর পর
    ( b ) ১৫০ বছর পর
    ( c ) ১৭৫ বছর পর
    ( d ) ২০০ বছর পর

উত্তর:- ( c ) ১৭৫ বছর পর

  1. ‘স্পিরিট অব দ্য লজ’ গ্রন্থের রচয়িতা-
    ( a ) মন্তেস্কু
    ( b ) ভলতেয়ার
    ( c ) রুশো
    ( d ) নেপোলিয়ন

উত্তর:- ( a ) মন্তেস্কু

  1. বিপ্লবের সন্তান বলা হয়-
    ( a ) নেপোলিয়নকে
    ( b ) রোবসপিয়রকে
    ( c ) মিরাব্যুকে
    ( d ) মস্তেস্কুকে

উত্তর:- ( a ) নেপোলিয়নকে

  1. আমিই রাষ্ট্র একথা বলেছিলেন—
    ( a ) চতুৰ্দশ লুই
    ( b ) পঞ্চদশ লুই
    ( c ) ষোড়শ লুই
    ( d ) লুই ফিলিপ

উত্তর:- ( c ) ষোড়শ লুই

  1. নেপোলিয়ন কনস্যুলেট শাসন ব্যবস্থা চালু করেন—
    ( a ) ১৬৯৯ খ্রি.
    ( b ) ১৭৯৯ খ্রি.
    ( c ) ১৭৯০ খ্রি.
    ( d ) ১৭৫৭ খ্রি.

উত্তর:- ( b ) ১৭৯৯ খ্রি.

  1. রুশো ছিলেন একজন বিখ্যাত-
    ( a ) ফরাসি দার্শনিক
    ( b ) জার্মান দার্শনিক
    ( c ) ইংরেজ দার্শনিক
    ( d ) রাশিয়ান দার্শনিক

উত্তর:- ( a ) ফরাসি দার্শনিক

  1. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেন-
    ( a ) ষোড়শ লুই
    ( b ) রোবসপিয়র
    ( c ) নেপোলিয়ন
    ( d ) রুশো

উত্তর:- ( b ) রোবসপিয়র

  1. নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন-
    ( a ) উপদ্বীপের যুদ্ধে
    ( b ) রাশিয়ার যুদ্ধে
    ( c ) ওয়ার্টালুর যুদ্ধে
    ( d ) উপরের কোনো যুদ্ধেই নয়

উত্তর:- ( c ) ওয়ার্টালুর যুদ্ধে

  1. বার্লিন ডিক্রি জারি করেন-
    ( a ) ষোড়শ লুই
    ( b ) নেপোলিয়ন
    ( c ) লুই ফিলিপ
    ( d ) মস্তেস্কু

উত্তর:- ( b ) নেপোলিয়ন

  1. টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়—
    ( a ) ১৮০৫ খ্রি.
    ( b ) ১৮০৬ খ্রি.
    ( c ) ১৮০৭ খ্রি.
    ( d ) ১৮০৯ খ্রি.

উত্তর:- ( c ) ১৮০৭ খ্রি.

  1. কনফেডারেশন অব রাইন গঠন করা হয়-
    ( a ) জার্মানিতে
    ( b ) ফ্রান্সে
    ( c ) ইতালিতে
    ( d ) রাশিয়ায়

উত্তর:- ( a ) জার্মানিতে

  1. নেপোলিয়ন দ্বিতীয় দফায় রাজত্ব করেন—
    ( a ) ১ বছর
    ( b ) ১০০ দিন
    ( c ) ১ মাস
    ( d ) ১১০ দিন

উত্তর:- ( b ) ১০০ দিন

  1. মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তন করেন- ( a ) নেপোলিয়ন
    ( b ) রোবসপিয়র
    ( c ) লুই ফিলিপ
    ( d ) ভলতেয়ার

উত্তর:- ( a ) নেপোলিয়ন

  1. ভিয়েনা সম্মেলন বসে—
    ( a ) ১৮১২ খ্রি.
    ( b ) ১৮১৫ খ্রি.
    ( c ) ১৮১৬ খ্রি.
    ( d ) ১৮১৮ খ্রি.

উত্তর:- ( b ) ১৮১৫ খ্রি.

  1. প্রিন্স মেটারনিক ছিলেন—
    ( a ) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
    ( b ) ফ্রান্সের প্রধানমন্ত্রী
    ( c ) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
    ( a ) প্রাশিয়ার প্রধানমন্ত্রী

উত্তর:- ( a ) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী

  1. ‘নব্য ইতালি’ বা ‘ইয়ং ইতালি’ দলের প্রতিষ্ঠাতা ছিলেন—
    ( a ) কাভুর
    ( b ) মাৎসিনি
    ( c ) গ্যারিবন্ডি
    ( d ) মেটারনিক

উত্তর:- ( b ) মাৎসিনি

  1. বিসমার্ক ছিলেন-
    ( a ) প্রাশিয়ার প্রধানমন্ত্রী
    ( b ) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
    ( c ) রাশিয়ার প্রধানমন্ত্রী
    ( d ) জার্মানির প্রধানমন্ত্রী

উত্তর:- ( a ) প্রাশিয়ার প্রধানমন্ত্রী

  1. জুলাই বিপ্লব ঘটে—
    ( a ) জার্মানিতে
    ( b ) ফ্রান্সে
    ( c ) ইতালিতে
    ( d ) অস্ট্রিয়ায়

উত্তর:- ( b ) ফ্রান্সে

  1. ইতালির ঐক্য সম্পূর্ণ হয়—
    ( a ) ১৮১৫ খ্রি.
    ( b ) ১৮৬৬ খ্রি.
    ( c ) ১৮৭০ খ্রি.
    ( d ) ১৮৭৬ খ্রি.

উত্তর:- ( c ) ১৮৭০ খ্রি.

  1. কার্লসবার্ড ডিক্রি জারি করেন—
    ( a ) মাৎসিনি
    ( b ) মেটারনিক
    ( c ) বিসমার্ক
    ( d ) গ্যারিবল্ডি

উত্তর:- ( b ) মেটারনিক

  1. গ্যারিবল্ডি ছিলেন—
    ( a ) মাৎসিনি -এর শিষ্য
    ( b ) রুশো -এর শিষ্য
    ( c ) কাভুর -এর শিষ্য
    ( d ) মেটারনিক -এর শিষ্য

উত্তর:- ( a ) মাৎসিনি -এর শিষ্য

  1. জার্মানির ঐক্য আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন—
    ( a ) কাভুর
    ( b ) উইলিয়াম
    ( c ) বিসমার্ক
    ( d ) মাৎসিনি

উত্তর:- ( c ) বিসমার্ক

  1. জোলভারিন স্থাপিত হয়—
    ( a ) ১৮৩২ খ্রি.
    ( b ) ১৮৩৪ খ্রি.
    ( c ) ১৮৩৬ খ্রি.
    ( c ) ১৮৩৮ খ্রি.

উত্তর:- ( b ) ১৮৩৪ খ্রি.

  1. ইতালি একটি ঐক্যবদ্ধ দেশে পরিণত হয়েছিল—
    ( a ) পিডমন্টের রাজার অধীনে
    ( b ) পোপের অধীনে
    ( c ) ফরাসি সম্রাটের অধীনে
    ( d ) বিসমার্কের অধীনে

উত্তর:- ( a ) পিডমন্টের রাজার অধীনে

  1. ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন—
    ( a ) প্রথম উইলিয়ম
    ( b ) বিসমার্ক
    ( c ) লুই ফিলিপ
    ( d ) কাভুর

উত্তর:- ( a ) প্রথম উইলিয়ম

  1. কার্বোনারি দলের সঙ্গে যুক্ত ছিলেন—
    ( a ) কাভুর
    ( b ) গ্যারিবল্ডি
    ( c ) মাৎসিনি
    ( d ) উইলিয়াম

উত্তর:- ( c ) মাৎসিনি

  1. চতুঃশন্তি চুক্তি প্রবর্তন করেন—
    ( a ) অষ্টাদশ লুই
    ( b ) তৃতীয় নেপোলিয়ন
    ( c ) মেটারনিক
    ( d ) মাৎসিনি

উত্তর:- ( c ) মেটারনিক

  1. জার্মানিকে ঐক্যবদ্ধ করতে ‘রক্ত ও লৌহ’ নীতি গ্রহণ করেন—
    ( a ) উইলিয়াম
    ( b ) বিসমার্ক
    ( c ) মেটারনিক
    ( d ) মাৎসিনি

উত্তর:- ( b ) বিসমার্ক

  1. স্যাডোয়ার যুদ্ধ হয়-
    ( a ) ১৮৬৫ খ্রি.
    ( b ) ১৮৬৪ খ্রি.
    ( c ) ১৮৬৬ খ্রি.
    ( d ) ১৮৬৮ খ্রি.

উত্তর:- ( c ) ১৮৬৬ খ্রি.

  1. কার্বোনারি কথার অর্থ-
    ( a ) জ্বলন্ত অঙ্গার
    ( b ) বিপ্লব
    ( c ) সংগ্রাম
    ( d ) কোনোটিই নয়

উত্তর:- ( a ) জ্বলন্ত অঙ্গার

  1. ফ্রাঙ্কফুটের সন্ধি হয়—
    ( a ) ১৮৭০ খ্রি.
    ( b ) ১৮৭১ খ্রি.
    ( c ) ১৮৭২ খ্রি.
    ( d ) ১৮৭৪ খ্রি.

উত্তর:- ( b ) ১৮৭১ খ্রি.

  1. কূটনীতির যাদুকর বলা হয়—
    ( a ) মেটারনিককে
    ( b ) কাভুরকে
    ( c ) বিসমার্ককে
    ( d ) প্রথম উইলিয়মকে

উত্তর:- ( c ) বিসমার্ককে

  1. প্লমবিয়ার্সের সন্ধি স্বাক্ষরিত হয়-
    ( a ) ১৮৫৮ খ্রি.
    ( b ) ১৮৫৯ খ্রি.
    ( c ) ১৮৫৭ খ্রি.
    ( d ) ১৮৬০ খ্রি.

উত্তর:- ( a ) ১৮৫৮ খ্রি.

  1. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা-
    ( a ) মার্কস
    ( b ) এঙ্গেলস
    ( c ) লেনিন
    ( d ) মাও সে তুং

উত্তর:- ( a ) মার্কস

  1. ‘সাম্যবাদের ইস্তাহার’ নামক পুস্তিকার রচয়িতা হলেন—
    ( a ) সেন্ট সাইমন
    ( b ) রবার্ট আওয়েন
    ( c ) মার্কস ও এঙ্গেলস
    ( d ) লেনিন

উত্তর:- ( c ) মার্কস ও এঙ্গেলস

  1. প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংঘ প্রতিষ্ঠা করেন—
    ( a ) আওয়েন
    ( b ) মার্কস ও এঙ্গেলস
    ( c ) লেনিন
    ( d ) এঙ্গেলস

উত্তর:- ( b ) মার্কস ও এঙ্গেলস

  1. দুনিয়ার মজদুর এক হও — এই আহ্বান ঘোষিত হয়েছে—
    ( a ) দাস ক্যাপিটাল গ্রন্থে
    ( b ) কমিউনিস্ট ম্যানিফেস্টো
    ( c ) আইডিওলজি
    ( d ) কোনোটাই নয়

উত্তর:- ( b ) কমিউনিস্ট ম্যানিফেস্টো

  1. প্রথম সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়-
    ( a ) রাশিয়ায়
    ( b ) জার্মানিতে
    ( c ) চিনে
    ( d ) ভারতে

উত্তর:- ( a ) রাশিয়ায়

  1. আধুনিক সমাজতন্ত্রবাদের জনক ছিলেন-
    ( a ) মার্কস
    ( b ) লেনিন
    ( c ) মাও সে তুং
    ( d ) এঙ্গেলস

উত্তর:- ( a ) মার্কস

  1. জার্মানিতে শিল্পবিপ্লব শুরু হয়—
    ( a ) ১৮৭১ খ্রি.
    ( b ) ১৮৬৯ খ্রি.
    ( c ) ১৮৭০ খ্রি.
    ( d ) ১৮৭৬ খ্রি.

উত্তর:- ( c ) ১৮৭০ খ্রি.

  1. কার্লমার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস উভয়েই ছিলেন জাতিতে-
    ( a ) জার্মান
    ( b ) ফরাসি
    ( c ) ইতালীয়
    ( d ) চিনা

উত্তর:- ( a ) জার্মান

  1. রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান ( a ) প্রথম নিকোলাস
    ( b ) দ্বিতীয় আলেকজান্ডার
    ( c ) তৃতীয় আলেকজান্ডার
    ( d ) আলেকজান্ডার

উত্তর:- ( b ) দ্বিতীয় আলেকজান্ডার

Leave a comment