WBCS মকটেস্ট প্রশ্ন ও উওর | WBCS Mock Test Questions Answers in Bengali
1. কোন চোলরাজা বাংলা জয় করেছিলেন?
উত্তর:- প্রথম রাজেন্দ্র
2. গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারনা দিয়েছিলেন কে?
উত্তর:- কেপলার
3. সরল দোলন গতিতে কোন রাশিটি ধ্রুবক এর সাথে থাকে?
উত্তর:- পর্যায়কাল
4. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী?
উত্তর:- সরোজিনী নাইডু
5. মৌলিক অধিকারের উপর বাঁধানিষেধ আরোপ করে কোনটি?
উত্তর:- পার্লামেন্ট
6. মহাত্মা গান্ধী 1915 সালের কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারত এসেছিলেন?
উত্তর:- 9ই জানুয়ারী
7. তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয়েছিল কোন যুদ্ধের?
উত্তর:- ভারত পাক যুদ্ধের
8. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী?
উত্তর:- মেহেরগড় সভ্যতা
9. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উত্তর:- নদিয়া
10. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়?
উত্তর:- ছত্তিশগড়
11. জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয়ে থাকে?
উত্তর:- নীল বিপ্লব
12. কোনটি চৌম্বক পদার্থ নয়?
উত্তর:- সালফার
13. শূন্যতার মতবাদ (শূন্যবাদ) কে প্রচার করেছিলেন?
উত্তর:- নাগার্জুন
14. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল?
উত্তর:- ঝিলম
15. জাতীয়তাবাদী সংগঠন “পুনা সার্বজনীক সভা” প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- 1870 খ্রীস্টাব্দে।
16. মানুষ কোন যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল?
উত্তর:- নব্য প্রস্তর যুগ।