সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS Mock Test in Bengali | Part-12

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি WBCS Mock Test in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS Mock Test in Bengali

সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS Mock Test in Bengali

1. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কি?

উত্তর:- হাতি

2. ভারতের জাতীয় ফলের নাম কি?

উত্তর:- আম (Mangifera indica)

3. ভারতের জাতীয় খেলা কোনটি?

উত্তর:- হকি

4. ভারতের জাতির পিতা কে?

উত্তর:- মহাত্মা গান্ধী

5. খো-খোতে খেলাতে কয়টি ক্রস লেন্স থাকে?

উত্তর:- 8

6. হকির জাদুকর বলা হয় কাকে?

উত্তর:- মেজর ধ্যানচাঁদ

7. ভারতের জাতীয় খেলা কি?

উত্তর:- হকি

8. কাবাডি খেলার জনক বলা হয় কোন দেশকে?

উত্তর:- ভারত

9. কোন দেশকে দাবা খেলার জনক বলা হয়?

উত্তর:- ভারত

10. ক্রিকেট খেলার জনক বলা হয় কোন দেশকে?

উত্তর:- ইংল্যান্ড

11. ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উত্তর:- মুম্বাই

12. প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছে?

উত্তর:- ভারত

13. ভারতের ফ্লাইং শিখ নামে পরিচিত কে?

উত্তর:- মিলখা সিং

13. বেসবলে এক দলে কতজন খেলোয়াড় থাকে?

উত্তর:-  নয়

14. পেন্টাগনের কয়টি পক্ষ আছে?

উত্তর:- পাঁচ

15. ক্যামেরা কবে আবিষ্কৃত হয়?

উত্তর:- 1816 সালে

16. তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথা থেকে?

উত্তর:- সাতপুরা রেঞ্জ

17. কোন পাবলিক সেক্টর ব্যাঙ্ক ভারতে বৃহত্তম?

উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

18. সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর:- জম্মু ও কাশ্মীর

19. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত?

উত্তর:- জেনেভা, সুইজারল্যান্ড

20. কুয়ালালামপুর কোন দেশের রাজধানী?

উত্তর:- মালয়েশিয়া

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।