- আকবরের রাজস্বমন্ত্রীর নাম ছিল-
( a ) তোর্ভার্নিয়ে
( b ) টোডরমল
( c ) বীরবল
( d ) সংগ্রাম সিং
উত্তর:- ( b ) টোডরমল
- হলদিঘাটের যুদ্ধ হয়েছিল—
( a ) ১৫৭৬ খ্রি.
( b ) ১৫৭৭ খ্রি.
( c ) ১৫৭৫ খ্রি.
( d ) ১৫৭৮ খ্রি.
উত্তর:- ( a ) ১৫৭৬ খ্রি.
- পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন—
( a ) শেরশাহকে
( b ) মামুদ লোদিকে
( c ) ইব্রাহিম লোদিকে
( d ) জাহাঙ্গিরকে
উত্তর:- ( c ) ইব্রাহিম লোদিকে
- ‘মনসব’ কথার অর্থ-
( a ) পদমর্যাদা
( b ) কর্মচারী
( c ) জায়গিরদার
( d ) সুদ
উত্তর:- ( a ) পদমর্যাদা
- আকবর শাসনকার্যের সুবিধার জন্য সমগ্র সাম্রাজ্যকে সুবায় ভাগ করেছিলেন-
( a ) ১৮ টি
( b ) ২২ টি
( c ) ১৫ টি
( d ) ২০ টি
উত্তর:- ( c ) ১৫ টি
- ‘হুমায়ুন নামা’ গ্রন্থের রচয়িতা—
( a ) হুমায়ুন
( b ) গুলবদন বেগম
( c ) বাবর
( d ) জাহাঙ্গির
উত্তর:- ( b ) গুলবদন বেগম
- ভারতে সবার আগে এসেছিল—
( a ) ইংরেজ বণিকেরা
( b ) ফরাসি বণিকেরা
( c ) পোর্তুগিজ বণিকেরা
( d ) স্পেনীয় বণিকেরা
উত্তর:- ( c ) পোর্তুগিজ বণিকেরা
- জাহাঙ্গিরের আত্মজীবনীর নাম-
( a ) জাহাঙ্গির নামা
( b ) চাচা নামা
( c ) তুজুক-ই-জাহাঙ্গিরি
( d ) জাহাঙ্গির-ই-জাহাঙ্গিরি
উত্তর:- ( c ) তুজুক-ই-জাহাঙ্গিরি
- মুঘল সাম্রাজ্যের আয়তন সর্বাধিক বৃদ্ধি পায়—
( a ) আকবরের আমলে
( b ) শাহজাহানের আমলে
( c ) ঔরঙ্গজেবের আমলে
( d ) জাহাঙ্গিরের আমলে
উত্তর:- ( c ) ঔরঙ্গজেবের আমলে
- মর্যাদার তারতম্য অনুযায়ী মনসবদাররা বিভক্ত ছিলেন-
( a ) ১০ টি শ্রেণিতে
( b ) ২০ টি শ্রেণিতে
( c ) ৩৩ টি শ্রেণিতে
( d ) ৩৫ টি শ্রেণিতে
উত্তর:- ( c ) ৩৩ টি শ্রেণিতে
- সিরাজউদ্দৌলার মৃত্যু হয়-
( a ) মিরজাফর -এর আদেশে
( b ) মীরণ -এর আদেশে
( c ) মিরকাশিমের আদেশে
( d ) আত্মহত্যা করেন
উত্তর:- ( b ) মীরণ -এর আদেশে
- সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের আলিনগরের সন্ধি হয়-
( a ) ১৬৫৭ খ্রি.
( b ) ১৮৫৭ খ্রি.
( c ) ১৭৫৭ খ্রি.
( c ) ১৭৬৩ খ্রি.
উত্তর:- ( c ) ১৭৫৭ খ্রি.
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে-
( a ) ১৭৬৪ খ্রি.
( b ) ১৭৬৫ খ্রি.
( c ) ১৭৬৩ খ্রি.
( d ) ১৭৬২ খ্রি.
উত্তর:- ( b ) ১৭৬৫ খ্রি.
- ইংরেজদের দেওয়ানি লাভের অর্থ হল-
( a ) শাসনের অধিকার লাভ
( b ) নবাবি লাভ
( c ) রাজস্ব আদায়ের অধিকার লাভ
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( c ) রাজস্ব আদায়ের অধিকার লাভ
- মিরজাফর পদচ্যুত হন—
( a ) ইংরেজদের অর্থের চাহিদা না মেটাতে
( b ) দেওয়ানি লাভের ফলে
( c ) মিরকাশিমের চক্রান্তে
( d ) ইংরেজদের তীব্র প্রতিবন্ধকতার ফলে
উত্তর:- ( a ) ইংরেজদের অর্থের চাহিদা না মেটাতে
- অযোধ্যার নবাবের সঙ্গে কোম্পানির সন্ধি হয়—
( a ) এলাহাবাদের
( b ) কানপুরের
( c ) বেনারসের
( d ) অমৃতসরের
উত্তর:- ( a ) এলাহাবাদের
- ফোর্ট উইলিয়ম দুর্গ নির্মিত হয়—
( a ) ১৭০৯ খ্রি.
( b ) ১৭০০ খ্রি.
( c ) ১৭০২ খ্রি.
( d ) ১৭০৫ খ্রি.
উত্তর:- ( b ) ১৭০০ খ্রি.
- ভারতের প্রথম পোর্তুগিজ গভর্নর ছিলেন—
( a ) আলবুকার্ক
( b ) লালি
( c ) ভাস্কো-দা-গামা
( d ) বালবোয়া
উত্তর:- ( a ) আলবুকার্ক
- লালি ছিলেন ভারতের-
( a ) ইংরেজ শাসনকর্তা
( b ) ফরাসি শাসনকর্তা
( c ) পোর্তুগিজ শাসনকর্তা
( d ) তুরকে শাসনকতা
উত্তর:- ( b ) ফরাসি শাসনকর্তা
- বক্সারের যুদ্ধ হয়েছিল-
( a ) ১৭৬৩ খ্রি.
( b ) ১৭৬৫ খ্রি.
( c ) ১৭৬৪ খ্রি.
( d ) ১৭৬৬ খ্রি.
উত্তর:- ( c ) ১৭৬৪ খ্রি.
- ক্লাইভের পর বাংলার গভর্নর হন—
( a ) ক্যানিং
( b ) হেস্টিংস
( c ) ভ্যান্সিটার্ট
( d ) হেলমন্ট
উত্তর:- ( c ) ভ্যান্সিটার্ট
- মিরকাশিমের পর বাংলার নবাব হন-
( a ) মিরজাফর
( b ) মীরণ
( c ) নিজামউদ্দৌলা
( d ) সিরাজউদ্দৌলা
উত্তর:- ( a ) মিরজাফর
- বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন-
( a ) মিরজাফর
( b ) মিরকাশিম
( c ) সিরাজউদ্দৌলা
( d ) নিজামউদ্দৌলা
উত্তর:- ( b ) মিরকাশিম
- ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল—
( a ) ইংরেজ ও ডাচদের মধ্যে
( b ) ইংরেজ ও পোর্তুগিজদের মধ্যে
( c ) ইংরেজ ও ফরাসিদের মধ্যে
( b ) পোর্তুগিজ ও ডাচদের মধ্যে
উত্তর:- ( c ) ইংরেজ ও ফরাসিদের মধ্যে
- ফারুকশিয়রের ফরমান জারি হয়—
( a ) ১৭১৬ খ্রি.
( b ) ১৭১৭ খ্রি.
( c ) ১৭১৮ খ্রি.
( d ) ১৭১৯ খ্রি.
উত্তর:- ( b ) ১৭১৭ খ্রি.
- তৃতীয় পানিপথের যুদ্ধ হয়—
( a ) ১৭৬০ খ্রি.
( b ) ১৭৬১ খ্রি.
( c ) ১৭৬২ খ্রি.
( d ) ১৭৬৩ খ্রি.
উত্তর:- ( b ) ১৭৬১ খ্রি.
- মারাঠা শক্তি পুনরায় সুসংগঠিত হয়েছিল-
( a ) নারায়ণ রাওয়ের নেতৃত্বে
( b ) মাধব রাওয়ের নেতৃত্বে
( c ) রঘুনাথ রাওয়ের নেতৃত্বে
( d ) এদের কারোর নেতৃত্বে হয়নি
উত্তর:- ( b ) মাধব রাওয়ের নেতৃত্বে
- হায়দার আলির পুত্রের নাম—
( a ) মীরণ
( b ) মাধব রাও
( c ) টিপু সুলতান
( d ) নারায়ণ রাও
উত্তর:- ( c ) টিপু সুলতান
- ইংরেজ বাহিনী ওলন্দাজদের পরাজিত করে—
( a ) বিদেরার যুদ্ধে
( b ) বক্সারের যুদ্ধে
( c ) পলাশির যুদ্ধে
( d ) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে
উত্তর:- ( a ) বিদেরার যুদ্ধে
- মহীশূরের শেষ সম্রাট ছিলেন—
( a ) টিপু সুলতান
( b ) নিজাম
( c ) হায়দার আলি
( d ) মাধব রাও
উত্তর:- ( a ) টিপু সুলতান
- ফরাসিরা ইংরেজদের কাছে সম্পূর্ণভাবে হেরে যায়—
( a ) বক্সারের যুদ্ধে
( b ) বন্দিবাসের যুদ্ধে
( c ) পলাশির যুদ্ধে
( d ) বিদেরার যুদ্ধে
উত্তর:- ( b ) বন্দিবাসের যুদ্ধে
- অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম মেনে নেয়—
( a ) মহীশূর সম্রাট
( b ) মারাঠা পেশোয়া
( c ) হায়দ্রাবাদের নিজাম
( d ) হায়দার আলি
উত্তর:- ( c ) হায়দ্রাবাদের নিজাম
- প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়-
( a ) ১৭৪৫ খ্রিস্টাব্দে
( b ) ১৭৬৭ খ্রিস্টাব্দে
( c ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
( d ) ১৭৬১ খ্রিস্টাব্দে
উত্তর:- ( b ) ১৭৬৭ খ্রিস্টাব্দে
- মহীশূর রাজ্য দখল করতে ইংরেজদের যুদ্ধ করতে হয়েছিল—
( a ) তিনবার
( b ) চারবার
( c ) পাঁচবার
( d ) ছয়বার
উত্তর:- ( b ) চারবার
- সলবাই -এর সন্ধি স্বাক্ষরিত হয়—
( a ) ১৭৮১ খ্রি.
( b ) ১৭৮৩ খ্রি.
( c ) ১৭৮২ খ্রি.
( d ) ১৭৮৪ খ্রি.
উত্তর:- ( c ) ১৭৮২ খ্রি.
- প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়—
( a ) সলবাই সন্ধি দ্বারা
( b ) বেসিন সন্ধি দ্বারা
( c ) পুনা সন্ধি দ্বারা
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( a ) সলবাই সন্ধি দ্বারা
- দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে—
( a ) সলবাই সন্ধিতে
( b ) শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে
( c ) ম্যাঙ্গালোরের সন্ধিতে
( d ) পুনা সন্ধিতে
উত্তর:- ( c ) ম্যাঙ্গালোরের সন্ধিতে
- অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়—
( a ) ১৮০৮ খ্রি.
( b ) ১৮০৯ খ্রি.
( c ) ১৮১০ খ্রি.
( d ) ১৮১১ খ্রি.
উত্তর:- ( b ) ১৮০৯ খ্রি.
- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়—
( a ) ১৭৯৮ খ্রি.
( b ) ১৭৯৭ খ্রি.
( c ) ১৭৯৯ খ্রি.
( d ) ১৭৯৩ খ্রি.
উত্তর:- ( c ) ১৭৯৯ খ্রি.
- পানিপথের তৃতীয় যুদ্ধ হয়— ( c ) ১৭৯৯ খ্রি. ( a ) ১৭৬০ খ্রি.
( b ) ১৭৬১ খ্রি.
( c ) ১৭৬৩ খ্রি.
( d ) ১৭৬৫ খ্রি.
উত্তর:- ( b ) ১৭৬১ খ্রি.
- অষ্টাদশ শতকের তিনটি ঐতিহাসিক বিপ্লবের মধ্যে প্রথমে সংঘটিত হয়েছিল-
( a ) ফরাসি বিপ্লব
( b ) আমেরিকার বিপ্লব
( c ) শিল্প বিপ্লব
( d ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর:- ( b ) আমেরিকার বিপ্লব
- আমেরিকার স্বাধীনতার যুদ্ধ বা বিপ্লব শুরু হয়-
( a ) ১৫৭৫ খ্রি.
( b ) ১৬৭৫ খ্রি.
( c ) ১৬৭৬ খ্রি.
( d ) ১৬৬১ খ্রি.
উত্তর:- ( c ) ১৬৭৬ খ্রি.
- আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়—
( a ) ভার্সাই সন্ধির দ্বারা
( b ) প্যারিস সন্ধির দ্বারা
( c ) লন্ডন সন্ধির দ্বারা
( d ) পুনা সন্ধির দ্বারা
উত্তর:- ( a ) ভার্সাই সন্ধির দ্বারা
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন—
( a ) আব্রাহাম লিঙ্কন
( b ) জর্জ ওয়াশিংটন
( c ) উইলিয়ম হো
( d ) জর্জ বুশ
উত্তর:- ( b ) জর্জ ওয়াশিংটন
- স্ট্যাম্প অ্যাক্ট চালু করে—
( a ) গ্রেনভিল মন্ত্রীসভা
( b ) টাউনসেন্ড মন্ত্রীসভা
( c ) রকিংহাম মন্ত্রীসভা
( d ) নর্থব্রুক মন্ত্রীসভা
উত্তর:- ( a ) গ্রেনভিল মন্ত্রীসভা
- সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও— ( a ) রাশিয়ার মধ্যে
( b ) ফ্রান্সের মধ্যে
( c ) জার্মানির মধ্যে
( d ) আমেরিকার মধ্যে
উত্তর:- ( b ) ফ্রান্সের মধ্যে
- ‘বোস্টন টি পার্টি’ –
( a ) একটি সামাজিক আসর
( b ) একটি বাণিজ্যিক ব্যাপার
( c ) একটি বৈপ্লবিক তৎপরতা
( d ) একটি গণতান্ত্রিক পার্টি
উত্তর:- ( c ) একটি বৈপ্লবিক তৎপরতা
- আমেরিকার ঔপনিবেশিকরা স্বাধীনতার ঘোষণা প্রস্তাব গ্রহণ করে—
( a ) বোস্টন শহরে
( b ) ফিলাডেলফিয়া শহরে
( c ) শিকাগো শহরে
( d ) পুনা শহরে
উত্তর:- ( b ) ফিলাডেলফিয়া শহরে
- আমেরিকা স্বাধীনতার যুদ্ধে যোগ দিয়েছিলেন ফরাসি সম্রাট—
( a ) পঞ্চদশ লুই
( b ) চতুৰ্দশ লুই
( c ) ষোড়শ লুই
( d ) সপ্তদশ লুই
উত্তর:- ( c ) ষোড়শ লুই
- আমেরিকানরা সরাসরি বৈদেশিক বাণিজ্য করতে পারত না-
( a ) স্ট্যাম্প আইনের জন্য
( b ) নেভিগেশান আইনের জন্য
( c ) সুগার আইনের জন্য
( d ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর:- ( b ) নেভিগেশান আইনের জন্য