WBCS Main Exam General Knowledge Questions Answers Download

WBCS Main Exam General Knowledge Questions Answers Download

1. “বিলাভেড” কে রচনা করেন?

Ans : টনি মরিসন।

2. “এ হিমালয়ান লাভস্টোরি” কে রচনা করেন?

Ans : নমিতা গােখেল।

3. “এ নিউ ওয়ার্ল্ড” কে রচনা করেন?

Ans : অমিত চৌধুরী।

4. “চাইল্ডহুড” কে রচনা করেন?

Ans : ম্যাক্সিম গাের্কি।

5. “হেক্টর” চরিত্রটি কোন্ লেখক সৃষ্টি করেছেন?

Ans : হােমার।

6. বিখ্যাত কবি মির্জা গালিব কোন্ ভাষার কবি ছিলেন?

Ans : উর্দু।

7. বিখ্যাত কবি “জিম করবেট” কোন্ ভাষার লেখক ছিলেন?

Ans : ইংরেজি।

8. “দুষ্মন্ত” ও “শকুন্তলা” এই দু’টি বিখ্যাত চরিত্রের স্রষ্টা কে?

Ans : মহাকবি কালিদাস।

9. বিখ্যাত কবি হােমার কোন দেশের কবি ছিলেন?

Ans : গ্রিক।

10. রুডিয়ার্ড কিপলিং –এর তৈরি শ্রেষ্ঠ চরিত্র কোনটি?

Ans : কিম।

11. বিখ্যাত কবি বানভট্ট কোন্ ভাষার কবি ছিলেন?

Ans : সংস্কৃত।

12. হিন্দু ধর্ম কোন্ ধর্মের রূপান্তর?

Ans : ব্রাহ্মণ্য ধর্ম থেকে।

13. ইতিহাসের কোন্ যুগে ব্রাহ্মণ্য ধর্ম হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছিল?

Ans : গুপ্ত যুগে।

14. পরমাণুর ক্রমাঙ্ক বলতে কি বোঝো?

Ans : পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রােটন কণার মােট সংখ্যাকে পরমাণুর ক্রমাঙ্ক বলে।

15. ‘আয়ন’ বলতে কি বোঝো?

Ans : চার্জ যুক্ত ক্ষুদ্রতম কণাকে বলা হয় আয়ন।

16. একটি নিউট্রন কণার ভর কত হয়?

Ans : ১.৬৭৫ x ১০ গ্রাম।

17. চালর্স ডিকেন্সের সৃষ্টি বিখ্যাত চরিত্রটির নাম লেখো?

Ans : ডেভিড কপারফিল্ড।

18. ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাসটির নাম লেখো?

Ans : চৈত্র।

19. বিশ্বের উচ্চতম রেলপথের নাম উল্লেখ করো?

Ans : কিনঘাই টিবেট রেলওয়ে।

20. বিশ্বের উচ্চতম রেলপথটির উচ্চতা কত?

Ans : ৪০০০ মিটার।

21. বিশ্বের উচ্চতম রেলপথটি কত কিমি দীর্ঘ?

Ans : ১৯৫৬ কিমি।

22. বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেলপথটি কোথায় অবস্থিত?

Ans : পেরুর আন্দিজ পর্বতে।

23. প্রায় কত সাল থেকে চীনে ক্যুনিস্ট পার্টি ক্ষমতাধীন রয়েছে?

Ans : ১৯৪৯ সাল।

24. বিখ্যাত হিন্দি চলচ্চিত্র “নিঃশব্দ” ছবিটির পরিচালক কে ছিলেন?

Ans : রামগােপাল ভার্মা। অমিতাভ ও জিয়া খান অভিনীত।

25. পিটার সিভার কোন্ খেলার সাথে যুক্ত?

Ans : দাবা।

Click Here To Download