WBCS ইতিহাস মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | WBCS History Questions Answers
1. এদের মধ্যে কে কখনই স্বরাজ দলের নেতা ছিলেন না?
(a) চিত্তরঞ্জন দাস
(b) মতিলাল নেহেরু
(c) লালা লাজপত রায়
(d) রাজা গোপালাচারী
উত্তর:- (c) লালা লাজপত রায়
2. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল?
ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য
(a) শাসন সংস্কারের জন্য
(b) শিক্ষা সংস্কারের জন্য
(c) জেলা কোড সংস্কারের জন্য
উত্তর:- (a) শাসন সংস্কারের জন্য
3. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়- কে লিখেছিলেন?
(a) দ্বিজেন্দ্রলাল রায়
(b) হেমচন্দ্র বন্ধ্যপাধ্যায়
(c) নবীনচন্দ্র সেন
(d) রঙ্গলাল বন্ধ্যপাধ্যায়
উত্তর:- (d) রঙ্গলাল বন্ধ্যপাধ্যায়
4. বাংলার ঘরে যত ভাই -বোন এক হউক, হে ভগবান – কে লিখেছিলেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মুকুন্দ দাস
(c) রজনীকান্ত সেন
(d) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর:- (a) রবীন্দ্রনাথ ঠাকুর
5. খুদা -ই -খিদমদগারের নেতা কে ছিলেন?
(a) জিন্নাহ
(b) খান আবদুল গফফর খান
(c) মহম্মদ আলি
(d) কোনটাই নয়
উত্তর:- (b) খান আবদুল গফফর খান
6. রওলাট আইন প্রবর্তিত হয়?
(a) 1918
(b) 1919
(c) 1920
(d) 1921
উত্তর:- (b) 1919
7. কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে?
(a) আবুল কালাম আজাদ
(b) নেহেরু
(c) গোপালকৃষ্ণ গোখলে
(d) কোনটাই নয়
উত্তর:- (c) গোপালকৃষ্ণ গোখলে
8. ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন?
(a) গুরুসদয় দত্ত
(b) দাদাভাই নরৌজি
(c) ফিরোজ সাহ মেহতা
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর:- (a) গুরুসদয় দত্ত
9. ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?
(a) সর্দার বল্লভভাই প্যাটেল
(b) বিদ্যাসাগর
(c) সুভাষচন্দ্র বোস
(d) সিতারামাইয়া
উত্তর:- (a) সর্দার বল্লভভাই প্যাটেল
10. ভারতীয় বিপ্লবীদের জননিরুপে খ্যাত ছিলেন?
(a) ভগিনী নিবেদিত
(b) বেসান্ত
(c) মাদাম কামা
(d) মাতাঙ্গিনি হাজরা
উত্তর:- (c) মাদাম কামা।