Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS History Question And Answer || ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS History Question And Answer || ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS History Question And Answer || ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
WBCS History Question And Answer || ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
০১. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে?
উত্তর: ঔরঙ্গজেবের আমলে
০২. রঙ্গিলা খান কে কি বলা হয়?
উত্তর: দ্বিতীয় আকবর
০৩. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: থানেশ্বর
০৪. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন?
উত্তর: ধর্মপাল ও দেবপাল দুজনেই
০৫. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: অপরাজিত বর্মন
০৬. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
উত্তর: ৭১২ সালে
০৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উত্তর: তুর্কি
০৮. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১১৯১ সালে
০৯. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
উত্তর: বিজ্ঞানেশ্বর
১০. অদ্ভুত সাগর কে রচনা করেন?
উত্তর: বল্লাল সেন
১১. ধীমান কে?
উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী
১২. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল
১৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১১৯২ সালে
১৪. মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে?
উত্তর: ১৯০১ সালে
১৫. নাগানন্দ কে রচনা করেন?
উত্তর: হর্ষবর্ধন
১৬. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
উত্তর: কালিদাস
১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: তৃতীয় গোবিন্দ
১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উত্তর: জাহাঙ্গীর
২০. মিলিন্দপঞ্হ কে লেখেন?
উত্তর: নাগসেন
২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে?
উত্তর: কুষাণরা
২২. বজ্রসূচী কে রচনা করেন?
উত্তর: অশ্বঘোষ
২৩. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: প্রথম কুমার গুপ্ত
২৪. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উত্তর: ১৫ বছর
২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উত্তর: কালিদাস
২৬. কুমারসম্ভব কে লেখেন?
উত্তর: কালিদাস
২৭. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়?
উত্তর: গুপ্ত যুগে
২৮. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি?
উত্তর: রাষ্ট্রকূট
২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন?
উত্তর: রাজরাজ
৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?
উত্তর: অনন্ত বর্মন
৩১. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন
৩২. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট?
উত্তর: রাষ্ট্রকূট
৩৩. অদ্বৈতবাদের প্রবক্তা কে?
উত্তর: শংকরাচার্য
- ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ- ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খান।
- ট্রানস্লেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- থিওডোর বেক ছিলেন আলিগড় কলেজের অধ্যক্ষ।
- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী।
- নববিধান সমাজের প্রবর্তক কে ছিলেন ? অথবা, নববিধান ব্রক্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- নববিধান সমাজের প্রবর্তক ছিলেন কেশবচন্দ্র সেন।
- “নীলদর্পণ” কার রচনা ?
উত্তরঃ- ‘নীলদর্পণ ‘ নাটকটি দীনবন্ধু মিত্রের রচনা।
- ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
উত্তরঃ- ভারতের প্রথম সংবাদপত্র হল হিকির বেঙ্গল গেজেট।
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?
উত্তরঃ-বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন ( মাসিক ) ।
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?
উত্তরঃ- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ।
- ‘আনন্দমঠ ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ- ‘আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়৷
- বন্দেমাতরম্ সংগীতটি কোন্ পুস্তকের অন্তর্গত ?
উত্তরঃ- বন্দেমাতরম্ সংগীতটি ‘আনন্দমঠ’ গ্রন্থের অন্তর্গত।
- ‘পথের দাবী’ কার রচনা ?
উত্তরঃ- ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
- হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?
উত্তরঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক।
- দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয় ?
উত্তরঃ- দেশীয় ভাষার সংবাদপত্র আইন ১৮৭৮ খ্রিস্টাব্দে পাশ হয়।
- ‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ- ‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- লর্ড লিটন কি কি প্রতিক্রিয়াশীল আইন জারি করেন।
উত্তরঃ- লর্ড লিটন দেশীয় ভাষার সংবাদপত্র আইন ও অস্ত্র আইন জারি করেন।
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাশ করেন ?
উত্তরঃ- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থব্রুক পাশ করেন।
- হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উত্তরঃ- হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (পূর্বতন প্রেসিডেন্সি কলেজ)
- ভারতসভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করে।
- আইন করে কে বিধবাবিবাহ প্রচলন করেছিলেন ?
উত্তরঃ- আইন করে বিধবাবিবাহ প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং।
- কলকাতা মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- কলকাতা মেডিক্যাল কলেজ উইলিয়াম বেন্টিঙ্ক প্রতিষ্ঠা করেন।
- বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ- বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।