Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS GK Question Answer Set in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS GK Question Answer Set in Bengali ||. এই WBCS GK Question Answer Set in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
WBCS GK Question Answer Set in Bengali
- গঙ্গার নদী অববাহিকার আয়তন কত?
উঃ ৮.৩৮ লক্ষ বর্গ কিমি।
- ভারতের দুটি হ্রদের নাম লেখ।
উঃ রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল।
- গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নদীর নাম লেখ যাদের মোহনায় ব-দ্বীপ আছে?
উঃ মহানদী, গদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর মোহনায় ব-দ্বীপ আছে।
- ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপো নামে পরিচিত?
উঃ তিব্বতে।
- ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।
উঃ লুনি।
- দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উঃ গোদাবরী।
- ভারতের বৃহত্তম নদী কোনটি?
উঃ গঙ্গা।
- ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী? এটি অন্য কী নামে পরিচিত?
উঃ গেরসোপ্পা। একে মহাত্মা গান্ধী প্রপাত বা যোগপ্রপাতও বলে।
- নর্মদা নদীর উৎস কোথায়?
উঃ মধ্যপ্রদেশের মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে।
- অন্তর্বাহিনী নদী কাকে বলে?
উঃ যেসব নদী কোন দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে ঐ দেশ বা মহাদেশরই কোন হ্রদ, সাগর বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায় সেগুলিকে বলে অন্তর্বাহিনী নদী।
- তিনটি চিরসবুজ গাছের নাম লেখ।
উঃ শিশু, গর্জন ও তুন।
- পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে?
উঃ চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।
- কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ।
উঃ শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।
- কী থেকে গালা উৎপন্ন হয়?
উঃ লাক্ষা থেকে।
- ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী?
উঃ মৌসুমী অরণ্য।
- পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়?
উঃ পর্ণমোচী বৃক্ষ।
- পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে?
উঃ ভারতের পশ্চিম হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।
- ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে?
উঃ ২৪.১৬ শতাংশ।(২০১৫)
- ভারতের জ্বালানীর প্রধান উৎস কী?
উঃ কাঠ।
- বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?
উঃ যথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।