WBCS জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBCS General Knowledge Question Answer
1. নীচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট?
(a) লোহা
(b) সোডিয়াম
(c) ক্যালসিয়াম
(d) অ্যালুমিনিয়াম
উত্তর:- (a) লোহা
2. চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
(a) 1830
(b) 1831
(c) 1832
(d) 1833
উত্তর:- (a) 1830
3. ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম?
(a) মেহেরগড় সভ্যতা
(b) সিন্ধু সভ্যতা
(c) কোনোটিই নয়
(d) মেসোপটেমিয়া সভ্যতা
উত্তর:- (a) মেহেরগড় সভ্যতা
4. নীচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল?
(a) কোনোটিই নয়
(b) লোহা
(c) সোনা
(d) রুপো
উত্তর:- (b) লোহা
5. কাকে “ভারতের নেপোলিয়ান” আখ্যা দেওয়া হয়েছে?
(a) কনিষ্ক
(b) সমুদ্রগুপ্ত
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) শশাঙ্ক
উত্তর:- (b) সমুদ্রগুপ্ত
6. তাঁতিয়া টোপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত?
(a) সন্ন্যাসী বিদ্রহ
(b) সিপাহী বিদ্রোহ
(c) কোনোটিই নয়
(d) মোপলা বিদ্রোহ
উত্তর:- (b) সিপাহী বিদ্রোহ
7. কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল?
(a) লর্ড মাউন্টবাটেন
(b) আরউইন
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড কর্নওয়ালিস
উত্তর:- (a) লর্ড মাউন্টবাটেন
8. মহাবলীপুরম কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত?
(a) গুপ্ত বংশ
(b) সাতবাহন বংশ
(c) মৌর্য বংশ
(d) পল্লব
উত্তর:- (d) পল্লব
9. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
(a) অথর্ববে
(b) যদুবেদ
(c) ঋগবেদ
(d) সামবেদ
উত্তর:- (c) ঋগবেদ
10. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – উক্তিটি কার?
(a) আম্বেদকর
(b) জহরলাল নেহুরু
(c) মহাত্মা গান্ধী
(d) বাল গঙ্গাধর তিলক
উত্তর:- (d) বাল গঙ্গাধর তিলক।