250+ WBCS General Knowledge in Bengali || WBCS জেনারেল নলেজ

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS General Knowledge in Bengali || WBCS জেনারেল নলেজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS General Knowledge in Bengali || WBCS জেনারেল নলেজ ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS General Knowledge in Bengali || WBCS জেনারেল নলেজ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBCS General Knowledge in Bengali || WBCS জেনারেল নলেজ

  1. ভারতীয় সংবিধানের জনক কে? 

উত্তর: বি.আর.আম্বেদকর

  1. ভারতীয় আইনের জনক কে? 

উত্তর: বি.আর.আম্বেদকর

  1. ভারতীয় গনতন্ত্রের জনক কে? 

উত্তর: বি.আর.আম্বেদকর

  1. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? 

উত্তর: জহরলাল নেহরু

  1. ভারতে বিদেশ নীতির জনক কে? 

উত্তর: জহরলাল নেহরু

6.জোটনিরপেক্ষতা নীতির জনক কে? 



উত্তর: জহরলাল নেহরু

  1. আধুনিক ভারতের/জাতির জনক কে? 

উত্তর: মহাত্মা গান্ধী

  1. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে? 

উত্তর: মহাত্মা গান্ধীজী

  1. ভারতীয় শিক্ষার জনক কে? 

উত্তর: লর্ড মেকলে

  1. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে? 

উত্তর: লর্ড মেকলে

  1. ভারতীয় রেলওয়ের জনক কে? 

উত্তর: লর্ড ডালহৌসি

  1. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে? 

উত্তর: লর্ড রিপন

  1. ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে? 

উত্তর: লর্ড কর্ণওয়ালি

  1. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে? 

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে? 

উত্তর: অ্যালেন অক্টোভিয়ান হিউম

  1. ভারতীয় ভূগোলের জনক কে? 

উত্তর: জেমস রেনেল

  1. ভারতীয় সেনা বাহিনীর জনক কে? 

উত্তর: স্ট্রিংগার লরেন্স

  1. ভারতীয় সাংবাদিকতার জনক কে? 

উত্তর: জেমস অগাস্টাস হিক

  1. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে? 

উত্তর: ফেডেরিক নিকলসন

  1. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে? 

উত্তর: বাল গঙ্গাধর তিলক

  1. ভারতীয় নবজাগরনের জনক কে? 

উত্তর: রামমোহন রায়

  1. ভারতীয় উদারনীতিবাদের জনক কে? 

উত্তর: রামমোহন রায়

  1. ভারতীয় ইতিহাসের জনক কে? 

উত্তর: মেঘাস্থিনিস

  1. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? 

উত্তর: কৌটিল্য/চানক্য

  1. ভারতীয় গনিতের জনক কে? 

উত্তর: রামানুজন/আর্যভট্ট (সর্বসম্মত নয়)

  1. ভারতে দশমিক/শূন্যের জনক কে? 

উত্তর: আর্যভট্ট

  1. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে? 

উত্তর: বিবেকানন্দ

  1. ভারতীয় জাতীয় পতাকার জনক কে? 

উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া

  1. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে? 

উত্তর: বিক্রম সারাভাই

  1. ভারতীয় বাজেটের জনক কে? 

উত্তর: প্রশান্ত চন্দ্র মহালনাবিশ।

  1. ভারতীয় পরিসংখ্যানের জনক কে? 

উত্তর: প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

  1. ভারতীয় পন্টিং এর জনক কে? 

উত্তর: নন্দলাল বোস

  1. ভারতীয় সিনেমার জনক কে? 

উত্তর: দাদা সাহেব ফালকে

  1. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে? 

উত্তর: সুশ্রুত

  1. ভারতীয় উদার অর্থনীতির জনক কে? 

উত্তর: পি.ভি.নরসিমা রাও

  1. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে? 

উত্তর: পি.ভি.নরসিমা রাও

  1. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে? 

উত্তর: অটল বিহারী বাজপয়ী

  1. ভারতীয় হকির জনক কে? 

উত্তর: ধ্যানচাঁদ

  1. ভারতীয় মেডিসিনের জনক কে? 

উত্তর: চড়ক

  1. ভারতীয় মিসাইলের জনক কে? 

উত্তর: A.P.J.আব্দুল কালাম

  1. ভারতীয় টেলিভিসনের জনক কে? 

উত্তর: ডঃ সুভাষচন্দ্র

  1. ভারতীয় আয়ুরবেদের জনক কে? 

উত্তর: চড়ক

  1. ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে? 



উত্তর: ভার্গিস কুরিয়েন

  1. সন্ত কবির-এর গুরু কে ছিলেন?

উওরঃ- রামানন্দ

  1. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয়েছিলো?

উওরঃ- অশোক

  1. কে বল্লবভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন?

উওরঃ- মহাত্মা গাঁন্ধি

  1. ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে সংবিধানের কোথায়?

উওরঃ- নির্দেশমূলক নীতিসমূহে

  1. পারসেক’ এককটি দিয়ে কী মাপা হয়?

উওরঃ- মহাকাশীয় দূরত্ব

  1. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?

উওরঃ- আইরিস

  1. স্থির অবস্থায় একটি বস্তুর কী থাকে?

উওরঃ- স্থিতি শক্তি

  1. একটি নির্দষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হল। যাত্রার অর্ধপথে বস্তুটির কী থাকবে?

উওরঃ- গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই

  1. নীচের কোনটি উৎসেচক?

উওরঃ- ট্রিপসিন

  1. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়?

উওরঃ- ভিটামিন সি

  1. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উওরঃ- রাঁচি

  1. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?

উওরঃ- ট্রিগভি লি

  1. কোন স্থান্যপায়ী প্রানী ডিম পাড়ে?

উওরঃ- ডাকবিল-প্লাটিপাস

  1. PAN-এর সম্পূর্ন রূপ হলো?

উওরঃ- পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার

  1. কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেন?

উওরঃ- অশোক মেহতা কমিটি

  1. কোন্ রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয়?

উওরঃ- মধ্যপ্রদেশ

  1. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ?

উওরঃ- মস্তিষ্ক

  1. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?

উওরঃ- অন্ত্র

  1. প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্নপদক পেয়েছিলেন?

উওরঃ- অভিনব বিন্দ্রা

  1. ‘অ্যাসেজ’ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?

উওরঃ- ক্রিকেট

  1. কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?

উওরঃ- নিউ দিল্লি

  1. রাষ্ট্রসংঘের সাধারন সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

উওরঃ- শ্রীমতি বিজয়লক্ষ্মী পন্ডিত

  1. আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা?

উওরঃ- লালা লাজপত রায়।

  1. ভূপাল গ্যাস দূর্ঘটনা কত সালে হয়েছিল?

উওরঃ- ১৯৮৪ সাল।

  1. কিসের মিশ্রনে অম্লরাজ তৈরি করা হয়?

উওরঃ- ৩ ভাগ হাইড্রোক্লরিক অ্যাসিড ও ১ ভাগ নাইট্রিক অ্যাসিড।

  1. ওস্তাদ আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

উওরঃ- সারোদ।

  1. মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায় বদ্ধ থাকে?

উওরঃ- লোকসভা।

  1. ইন্দিরা ঠাকরুন কোন উপন্যাসের চরিত্র?

উওরঃ- পথের পাঁচালী।

  1. হিন্দুপদ পাদশাহী নীতি কে প্রচার করেন?

উওরঃ- প্রথম বাজিরাও।

  1. লুজুং কোন রাজ্যের উৎসব?

উওরঃ- অরুণাচল প্রদেশ।

  1. জিপসামের রাসায়নিক নাম কি?

উওরঃ- ক্যালসিয়াম সালফেট।

  1. ভিটামিন বি ১২ এ কোন ধাতু থাকে?

উওরঃ- কোবাল্ট।

  1. রাইনোপ্লাস্টি বলতে মানব শরীরের কোন অঙ্গের সার্জারিকে বোঝায়?

উওরঃ- নাক।

  1. “পঞ্চশীল” কথাটি কোন ধর্মের সাথে যুক্ত?

উওরঃ- বৌদ্ধ ধর্ম।

  1. শচীন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরষ্কার পান?

উওরঃ- ২০১৩ সাল।

  1. ডিপ্লোমেটিক এনকাউন্টার বইটির লেখক কে?

উওরঃ- অরূন্ধতী রায়।

  1. ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত?

উওরঃ- কুস্তি।

  1. চৌধুরী চরন সিং এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত?

উওরঃ- লখনৌ।

  1. লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উওরঃ- চেন্নাই।

  1. জেনারেল ডায়ের কে হত্যা করেছিলেন কে?

উওরঃ- উধম সিং।

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উওরঃ- যোগ জলপ্রপাত।

  1. “ভূমধ্যসাগরের চাবি” কাকে বলে?

উওরঃ- জিব্রাল্টার প্রনালী।

  1. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?

উওরঃ- ফার্মি।

  1. এফ্রিডিন কোন রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়?

উওরঃ- হাঁপানি।

  1. সাইমন কমিশনে কত জন ভারতীয় সদস্য ছিল?

উওরঃ- একজন ও না।

  1. কার আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করা হয়?

উওরঃ- লর্ড কর্নওয়ালিস।

  1. জাঠ বিদ্রোহ এর নেতা কে ছিলেন?

উওরঃ- রাজারাম।

  1. রক্ত বিহীন কোমল ভারবাহী কলা কোনটি?

উওরঃ- তরুনাস্তি।

  1. উকাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

উওরঃ- গুজরাট।

  1. কবিকূল তিলকস্য কার ছদ্মনাম?

উওরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।