ডব্লিউ বি সি এস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS General knowledge | Part-13

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS General knowledge. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ডব্লিউ বি সি এস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS General knowledge ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ডব্লিউ বি সি এস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS General knowledge || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ডব্লিউ বি সি এস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBCS General knowledge

  1. প্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ? 

ক) টলেমি
খ) ডাডলি স্ট্যাম্প
গ) ইরাটসথেনিস
ঘ) কার্ল রিটার

উত্তরঃ- (গ) 

  1. নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? 

ক) মূল্যবোধ
খ) শিক্ষা
গ) মানুষ
ঘ) অর্থনীতি

উত্তরঃ- (গ) 

  1. মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হচ্ছে-
    i. মাটি, পানি ii. বায়ু iii. উদ্ভিদ ও প্রাণী
    নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (ঘ) 

  1. “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে থাকা সকল অবস্তার যোগফল বোঝায়।”-কে সজ্ঞাটি দিয়েছেন? 

ক) আর্মস
খ) পিটার হ্যাগেট
গ) পার্ক
ঘ) ম্যাকটি

উত্তরঃ- (গ) 

  1. ভুগোলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

উত্তরঃ- (ক) 

  1. অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন। এক্ষেত্রে ভূগোলের অন্তর্ভুক্ত হবে-

i. ভৌত পরিবেশ মানুষের কার্মকান্ড
ii. সামাজিক পরিবেশে মানুষের জীবনধারা
iii. ভৌত ও সামাজিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (ক) 

  1. পরিবেশ কত প্রকার? 

ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

উত্তরঃ- (ক) 

  1. মানুষ এ পৃথিবীতে-

i. বাস করে
ii. জীবনযাত্রা নির্বাহ করে
iii. বিচরণ করে

নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (ঘ) 

  1. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন? 

ক) পৃথিবীর জ্ঞান ভান্ডার
খ) পৃথিবীর জ্ঞানের আধান
গ) পৃথিবীর বর্ণনা
ঘ) পৃথিবীর বিজ্ঞান

উত্তরঃ- (ঘ) 

  1. ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে-
    i. পরিবেশের বিজ্ঞান
    ii. সমাজের বিজ্ঞান
    iii. নৃবিজ্ঞান

নিচের কোনটি সঠিক? 
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (খ) 

  1. ‘মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্কের সৃষ্টি ও বিবর্তন’ ভূগোলের কোন শাখার অন্তর্ভূক্ত? 

ক) ঐতিহাসিক ভূগোল
খ) সামাজিক ভূগোল
গ) গাণিতিক ভূগোল
ঘ) প্রাকৃতিক ভূগোল

উত্তরঃ- (গ) 

  1. নিচের কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়? 

ক) বায়ু
খ) আর্দ্রতা
গ) গাছপালা
ঘ) আলো

উত্তরঃ- (গ) 

  1. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
    i. প্রকৃতি
    ii. শক্তি
    iii. সমাজ

নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (খ) 

  1. ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে-

i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. সামাজিক মূল্যবোধের পরিবর্তন

নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (ঘ) 

  1. কোনটি জীব ভূগোলের অন্তর্ভূক্ত? 

ক) ব্যবসা-বাণিজ্য পরিচালনা
খ) উদ্ভিদ ও জীবজন্তু
গ) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ) শহরের ক্রমবিকাশ

উত্তরঃ- (খ) 

  1. পৃথিবীর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের অন্তর্ভূক্ত? 

ক) প্রাকৃতিক ভূগোল
খ) রাজনৈতিক ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল
ঘ) ঐতিহাসিক ভূগোল

উত্তরঃ- (ক) 

  1. “মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল”। -উক্তিটি কার? 

ক) অধ্যাপক ম্যাকলি
খ) ইরাটসথেনিস
গ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
ঘ) রিচার্ড হার্টশোন

উত্তরঃ- (ক) 

  1. মানুষ ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার আলোচনা ভূগোলের প্রধান কার্য-

i. কার্যকারণ উদঘাটন করা
ii. পৃথিবীর বর্ণনা দেওয়া
iii. পরিবেশের বিশ্লেষণ করা

নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ- (খ) 

  1. পূর্বে ভূগোলকে কয়ভাগে ভাগ করা হত? 

ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ

উত্তরঃ- (ক) 

  1. “ভৌত ও সামাজিক পরিবেশ মানুষের কার্মকান্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল।”-কে বলেছেন? 

ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
খ) অধ্যাপক ম্যাকনি
গ) কর্ল রিটার
ঘ) রিচার্ড হার্টশোন

উত্তরঃ- (খ) 

  1. ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে নানান প্রজাতির উদ্ভিদের সংস্থান, এদের ভৌগোলিক কারণ অণ্বেষন করে থাকে কোন ভূগোল? 

ক) অর্থনৈতিক ভূগোল
খ) রাজনৈতিক ভূগোল
গ) ঐতিহাসিক ভূগোল
ঘ) উদ্ভিদ ভূগোল

উত্তরঃ- (ঘ) 

  1. প্রথম দিকে ভূগোলকে কয় ভাগে ভাগ করা হতো? 

ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার

উত্তরঃ- (খ) 

  1. পরিবেশের উপাদান কয়টি? 

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

উত্তরঃ- (ক) 

  1. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়- 

ক) ভূগোল
খ) পরিবেশ
গ) সমাজ
ঘ) সংস্কৃতি

উত্তরঃ- (খ) 

  1. গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোল কোন শাখায় আলোচিত হয়? 

ক) আঞ্চলিক
খ) ঐতিহাসিক
গ) সামাজিক
ঘ) জনসংখ্যা

উত্তরঃ- (গ) 

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।