WBCS Exams Important Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS Exams Important Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS Exams Important Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS Exams Important Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBCS Exams Important Questions Answers in Bengali

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?

উত্তরঃ- রাষ্ট্রসংঘ।বা সম্মিলিত জাতিপুঞ্জ।

  1. জেনারেল ডায়ের কে হত্যা করেছিলেন কে?

উত্তরঃ- উধম সিং।

  1. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?

উত্তরঃ- জেমু ।

  1. কোন বছর ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছে ?

উত্তরঃ- 1947

  1. কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায় ?

উত্তরঃ- ক্রিকেট।

  1. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর পূর্ব নাম কি ছিল ?

উত্তরঃ- সড়ক ই আজম

  1. হিন্দুপদ পাদশাহী নীতি কে প্রচার করেন?

উত্তরঃ- প্রথম বাজিরাও।

  1. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ? —

উত্তরঃ- নিউ দিল্লি

  1. ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- ব্যারাকপুর।

  1. ভারতের জাতীয় পুষ্টি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- হায়দ্রাবাদ।

  1. বেনথসের উদাহরণ দাও।

উত্তরঃ- শামুক ও প্রবাল।

  1. কার অধ্যক্ষতায় গঠিত হয় আর্থিক কার্যক্রম ?

উত্তরঃ- পন্ডিত জহরলাল নেহেরু

  1. পূর্ব ভারতের কোন রাজ্যকে মনির দেশ বলা হয় ?

উত্তরঃ- মনিপুর

  1. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে ?

উত্তরঃ- রাজঘাট।

  1. ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম লেখ।

উত্তরঃ- গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।

  1. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?

উত্তরঃ- অন্ত্র

  1. ভারতের কেন্দ্রীয় ওষুধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- দিল্লি।

  1. বরাকর কোন নদীর অন্যতম শাখানদী?

উত্তরঃ- দামোদর।

  1. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান?

উত্তরঃ- ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ।

  1. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উত্তরঃ- রাঁচি

  1. জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- ব্যাঙ্গালোর।

  1. টোপোগ্রাফিক ম্যাপ নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর কোথায়?

উত্তরঃ- দেরাদুন।

  1. ভারতের কৃষি গবেষণাগার টি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- নিউ দিল্লি।

  1. কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?

উত্তরঃ- মুসোলিনি।

  1. মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- দার্জিলিংয়ের ডাউহিল পাহাড় থেকে

  1. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- দেরাদুন।

  1. ভারতের লাক্ষা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- রাঁচী, ঝাড়খন্ড।

  1. উগান্ডার রাজধানীর নাম কি ?

উত্তরঃ- কাম্পালা

  1. ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি ?

উত্তরঃ- পালামৌর খনি অঞ্চল ।

  1. ভারতবর্ষের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- কর্ণাটক, উড়িষ্যা।

  1. ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত?

উত্তরঃ- কুস্তি।

  1. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

উত্তরঃ- ৫ জন।

  1. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তরঃ- গোরক্ষনাথ।

  1. ভারতের জাতীয় উদ্ভিদ গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- লখনউ।

  1. কবে মৌলিক কর্তব্যকে সংবিধানের আওতায় আনা হয় ?

উত্তরঃ- 1976

  1. নল সরোবর কীসের অভয়ারণ্য ?

উত্তরঃ- পক্ষী অভয়ারণ্য।

  1. SAARC এর সদর দপ্তর কোথায় ?

উত্তরঃ- কাঠমান্ডু

  1. শ্রীলংকার সংসদে কতগুলি সদস্য আছে ?

উত্তরঃ- ২২৫জন

  1. ইউরিয়া কোথায় তৈরি হয় ?

উত্তরঃ- লিভার

  1. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত ?

উত্তরঃ- রুপনারায়ন

  1. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?

উত্তরঃ- বৈকাল

  1. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো?

উত্তরঃ- প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম।

  1. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

উত্তরঃ- সুপিরিয়র হ্রদ

  1. লিঙ্গায়েত আন্দোলের নেতা কে ছিলেন?

উত্তরঃ- বাসভ ও চান্নাবাসভ

  1. ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি ?

উত্তরঃ- দার্জিলিং পার্বত্য অঞ্চলে ঘুম

  1. ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস?

উত্তরঃ- ক্লোরোফ্লোরো কার্বন।

  1. ইউরোপের বৃহত্তম নদী কোনটি?

উত্তরঃ- ভলগা

  1. ভারতের ডাল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- কানপুর।

  1. পারসেক’ এককটি দিয়ে কী মাপা হয়?

উত্তর :- মহাকাশীয় দূরত্ব

  1. কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ হয়েছে ?

উত্তরঃ- সিন্ধু

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।