WBCS Exams General knowledge in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS Exams General knowledge in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS Exams General knowledge in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS Exams General knowledge in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBCS Exams General knowledge in Bengali

  1. দেশপ্রিয় নামে পরিচিত কোন স্বনামধন্য ব্যক্তি ?

উ: যতীন্দ্রমোহন সেনগুপ্ত

  1. ভারতবর্ষের কোন রাজ্যে বৈগা উপজাতি লক্ষ্য করা যায় ?

উ: মধ্যপ্রদেশ

  1. সম্প্রতি কিছুদিন আগে ঘটে যাওয়া ইয়াস ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ?

উ: ওমান

  1. চিনুক উষ্ণ বায়ু প্রবাহটি কোথায় প্রবাহিত হয় ?

উ: আমেরিকা ও কানাডার রকি পর্বতমালা

  1. বঙ্গভঙ্গ রদ করেছিলেন কোন বড়লাট ?

উ: লর্ড হার্ডিঞ্জ

  1. ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত 

হয়েছে ?

উ: তিনটি স্তরে

  1. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত করা 

হয়েছিল ?

উ: পাটলিপুত্র

  1. জিজিয়া কর কোন সম্রাট আবার পুনরায় চালু করেছিলেন ?

উ: ঔরঙ্গজেব

  1. হিমালয় একটি কোন ধরনের পর্বত শ্রেণীর 

উদাহরণ ?

উ: ভঙ্গিল পর্বত

  1. বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে কবে পালিত হয় ?

উ: 23 শে মার্চ

  1. ভারতের আবহাওয়া বিভাগ এর অবস্থান কোথায় ?

উ: নতুন দিল্লি

  1. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক কোন ব্যক্তি ?

উ: চার্লস ডারউইন

  1. কেউ ভয়াগ্রস্থ হলে কোন হরমোন খরিত হয় ?

উ: অ্যাড্রিনালিন

  1. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উ: ক্ষণপদ

  1. টেলিযোগের জন্য সাধারণত কোন তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে ?

উ: মাইক্রো তরঙ্গ

  1. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে পরিলক্ষিত হয় ?

উ: ভিটামিন A

  1. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থান করেছে ?

উ: ছত্রিশগড়ের ভিলাই

  1. লজ্জাবতী গাছের পাতায় কি ধরনের চলন পরিলক্ষিত হয় ?

উ: সিসমোন্যাস্টিক

  1. ভারতের দক্ষিণতম স্থল বিন্দুর নাম কি ?

উ: ইন্দিরা পয়েন্ট

  1. অন্ধ্র প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে ?

উ: Y S জগমোহন রেড্ডি

  1. পান্নালাল ভট্টাচার্য তিনি কোন  ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

উ: শ্যামা সংগীত

  1. ভারতের কোন রাজ্যে পেরিয়ার অভয়ারণ্য অবস্থান করেছে ?

উ: কেরালা

  1. ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত ?

উ: শক্তিস্থল

  1. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উপস্থিতি দেখা 

যায় ?

উ: অরুণাচল প্রদেশ

  1. ইনসুলিন হরমোন টি কোন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় ?

উ: ডায়াবেটিস

  1. কোন ব্যক্তি ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন ?

উ: উইলিয়াম বেন্টিঙ্ক

  1. প্রথম কাগজের আবির্ভাব কোন দেশে ঘটে ?

উ: চীন

  1. কোন ব্যক্তি ভারতের প্রথম মহিলা গভর্নর নিযুক্ত হয়েছিলেন ?

উ সরোজিনী নাইডু

  1. ভারতের কোন শহরে হাওয়া মহল অবস্থিত

উ: জয়পুর

  1. ভারতবর্ষের লৌহ মানব নামে পরিচিত কোন মহান ব্যক্তি ?

উ: সর্দার বল্লভ ভাই প্যাটেল

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।