WBCS Exam Environmental Studies in Bengali | Part-35

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBCS Exam Environmental Studies in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS Exam Environmental Studies in Bengali ||. এই WBCS Exam Environmental Studies in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBCS Exam Environmental Studies in Bengali

  1. বাতাসে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?

উত্তর: নাইট্রোজেন।

  1. বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত ?

উত্তর: 78.08 % 

  1. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমান কত ?

উত্তর: 20.60 %

  1. বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান কত ?

উত্তর: 0.003 % 

  1. বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী ?

উত্তর: সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ।

  1. প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি ?

উত্তর: কার্বন–ডাই অক্সাইড।



  1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

উত্তর: 5 ই জুন।

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?

উত্তর: 7 ই এপ্রিল।

  1. বিশ্ব AIDS দিবস কবে ?

উত্তর: 1st  December.

  1. বিশ্ব- ক্যানসার দিবস কবে পালন করা হয় ?  

উত্তর:  4th   February

  1. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয় ?

উত্তর:  জলাভুমিকে।

  1. বায়ু মন্ডলের কোন স্তরে  ওজোন স্তর  দেখতে পাওয়া যায় ?

উত্তর: স্টাটোস্ফিয়ার।

  1. ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষন করে ?

উত্তর: অতিবেগুনী রশ্মি।

  1. কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?

উত্তর: ওজোন স্তর।

  1. ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটি ?

উত্তর:  CFC (ক্লোরোফ্লুরো কার্বন)

  1. ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা ?

উত্তর: ডবসন একক।

  1. CFC এর ব্যবসায়ীক নাম কী ?

উত্তর: ফ্রেয়ন।

  1. ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে ?

উত্তর: স্টাটোস্ফিয়ার।

  1. ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিলো ?

উত্তর: 1984 সালে।

  1. ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিলো ?

উত্তর: MIC  (মিথাইল আইসোসায়ানেট)

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।