প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WB Primary Tet Questions Answer
1. শিক্ষাদানের ক্ষেত্রে নীচের কোন মন্তব্যটি যথার্থ?
(a) শিক্ষাদান সমাধানভিত্তিক
(b) শিক্ষাদান নিরাময়ভিত্তিক
(c) শিক্ষাদান সমাধান বা নিরাময়ভিত্তিক
(d) শিক্ষাদান সমাধান ও নিরাময়ভিত্তিক
উত্তর:- (d) শিক্ষাদান সমাধান ও নিরাময়ভিত্তিক
2. “কিন্ডারগার্টেন” শব্দটির অর্থ কি?
(a) শিশু শ্রেণি
(b) শিশু উদ্যান
(c) শিশু বিজ্ঞান
(d) উপরের সবকটি ঠিক
উত্তর:- (b) শিশু উদ্যান
3. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে?
(a) বিবেকানন্দ
(b) অরবিন্দ
(c) মহাত্মা গান্ধী
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (c) মহাত্মা গান্ধী
4. There is a house ____ the river.
(a) by
(b) under
(c) on
(d) over
উত্তর:- (a) by.
5. বিজ্ঞানীদের অনুমানে ঘনঘন সাইক্লোন, টর্নেডো সিডার, সুনামি, আয়লা ইত্যাদি আসার কারন কি?
(a) অক্সিজেনের বৃদ্ধি
(b) পানীয় জলের সংকট
(c) হাইড্রোজেন গ্যাসের বৃদ্ধি
(d) গ্রীন হাউস এফেক্ট
উত্তর:- (d) গ্রীন হাউস এফেক্ট
6. তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে?
(a) মানিক বন্দ্যোপাধ্যায়
(b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(c) অদ্বৈত মল্লবর্মণ
(d) অমিতাভ দাশগুপ্ত
উত্তর:- (c) অদ্বৈত মল্লবর্মণ
7. “যতীন্দ্রনাথ” এই শব্দটিতে কয়টি দল রয়েছে?
(a) 3 টি
(b) 4 টি
(c) 2 টি
(d) 5 টি
উত্তর:- (b) 4 টি
8. একজন শিক্ষকের প্রধান ত্রুটি, যদি সে :
(a) দৈহিক প্রতিবন্ধী হয়
(b) যদি সে নিম্ন সামাজিক ও অর্থনৈতিক অবস্থা থেকে আসে
(c) দুর্বল ব্যক্তিত্বের হয়
(d) অপরিণত মানসিক অবস্থার হয়
উত্তর:- (d) অপরিণত মানসিক অবস্থার হয়
9. প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের কোন গ্যাস প্রয়োজন?
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) নাইট্রোজেন
উত্তর:- (b) অক্সিজেন
10. সংবিধানে ভারতরাষ্ট্রকে কি বলা হয়েছে?
(a) রাষ্ট্রসংঘ
(b) রাজ্যসংঘ
(c) আঞ্চলিক সংঘ
(d) উপরাজ্য সংঘ
উত্তর:- (b) রাজ্যসংঘ।