পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট মকটেস্ট | WB Primary Tet Online Mock Test in Bengali

পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট মকটেস্ট | WB Primary Tet Online Mock Test in Bengali

1. আর্ন্তজাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?

উত্তর:- আমেরিকা

2. “প্রচেষ্টা ও ভুল” এই তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- থর্নডাইক

3. একটি পশ্চিমবাহিনী নদীর নাম উল্লেখ করো?

উত্তর:- তিস্তা

4. পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত?

উত্তর:- ছোটনাগপুর

5. জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়ে থাকে?

উত্তর:- কার্বন ডাইঅক্সাইড

6. Pranab Mukherjee presided ____ the meeting.

উত্তর:-  over

7. পিকুনাসের মত অনুযায়ী মানবজীবন বিকাশের চতুর্থ স্তরের নাম কি?

উত্তর:- প্রান্তীয় শৈশব স্তর

8. কোন তরঙ্গকে তির্যক তরঙ্গ বলা হয়ে থাকে?

উত্তর:- গৌণ তরঙ্গ

9. যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম 37.40 টাকা হয় তবে দ্রব্যটির বাজার মূল্য কত হবে?

উত্তর:- 21 টাকা

10. মহর্ষি -এর সন্ধি বিচ্ছেদ করুন:

উত্তর:- মহা+ঋষি

11. কোনটি একটি আগ্নেয় শিলা নয়?

উত্তর:- কংগ্লোমারেট

12. She was not ashamed _____ her bad conduct.

উত্তর:-  of

13. My father loves me.(voice change)
I loved my father.

উত্তর:-  I am loved by my father.

14. লুঙ্গি -এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর:- বর্মী

15. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কোনটি?

উত্তর:- সিসমোগ্রাফ

16. কোন তরঙ্গ সবথেকে বেশি ক্ষতি করে?

উত্তর:- পার্শ্ব তরঙ্গ।

17. ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী মৌলটির নাম কী?

উত্তর:- আর্সেনিক

18. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে?

উত্তর:- 141

19. ভারতের একটি অর্ন্তবাহিনী নদী হল _____।

উত্তর:- লুনি

20. করমন্ডল উপকূল একটি ________ ধরেনের সমভূমি।

উত্তর:- উন্নত।