প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ মকটেস্ট | WB Primary Online Mock Test
1. এশিয়া মাইনর মালভূমিটি কোন কোন পর্বত দ্বারা বেষ্টিত হয়েছে?
উত্তর:- পন্টিক ও টরস
2. রাজমহলের পাহাড়গুলি কোন শিলা দ্বারা গঠিত?
উত্তর:- ব্যাসাল্ট
3. ছন্দের যাদুকর কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্ত
4. কোনটি গঙ্গার ডান তীরের একটি উপনদী?
উত্তর:- শোন
5. জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে কী বৃদ্ধি পায়?
উত্তর:- অম্লত্ব
6. গোবি মরুভূমি কোন মালভূমিতে অবস্থিত?
উত্তর:- মঙ্গোলিয়া
7. বেলেপাথর একধরণের _______ শিলার উদাহরণ।
উত্তর:- পাললিক শিলা
8. ভারতীয় শিক্ষা কমিশন কী নামে পরিচিত?
উত্তর:- কোঠারী কমিশন
9. Life is not a bed_______ roses.
উত্তর:- of
10. কোন শিলায় জীবাশ্ম লক্ষ করা যায়?
উত্তর:- পাললিক শিলা
11. Voracious (synonyms)
উত্তর:- ravenous
12. নোনামাটিতে নিম্নলিখিত কোন ধাতব লবণ উপস্থিত থাকে?
উত্তর:- ম্যাগনেশিয়াম
13. প্লেগ রোগের প্রধান বাহক কোন প্রাণী?
উত্তর:- ইঁদুর
14. তিব্বত মালভূমি একটি _____ মালভূমি।
উত্তর:- পর্বতবেষ্টিত
15. প্যাভলভীয় অনুবর্তনের মূল ভিত্তি উল্লেখ করো।
উত্তর:- উদ্দীপকের সাযুজ্য
16. ঢাক -কোন প্রকারের শব্দ?
উত্তর:- দেশি শব্দ
17. ঝড়ঝঞ্ঝার কাল কোন সময়কে বলা হয়?
উত্তর:- বয়ঃসন্ধি
18. দুইটি সংখ্যার ল. সা. গু. ও গ. সা. গু. যথাক্রমে 840 ও 35, সংখ্যাদুটির গুণফল—
উত্তর:- 29,400
19. এক ব্যক্তি 4,000 টাকার 2 বছরে 400 টাকা সুদ পেলে, সরল সুদের হার কত হবে?
উত্তর:- 5%
20. ভোরঘাট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর:- নর্মদা।