পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল SI প্রশ্নোত্তর | WB Police Online Mock Test Series GK Preparation
1. কোন শহরকে ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয়?
Ans. মুম্বাই।
2. ভারতের “মূলধনের রাজধানী” কোন শহরকে বলা হয়?
Ans. মুম্বাইকে।
3. ভারতের প্রায় অধিকাংশ হিন্দী চলচ্চিত্র কোথায় নির্মিত হয়?
Ans. মুম্বাইয়ে।
4. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর করা হয় কত সালে?
Ans. ১৯১১ সালে।
5. ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় গড়ে উঠেছে?
Ans. ব্যাঙ্গালোরে।
6. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগরটির নাম কী?
Ans. ব্যাঙ্গালোর।
7. সালারজঙ্গ জাদুঘর কোথায় স্থাপিত হয়েছে?
Ans. হায়দ্রাবাদে।
8. হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কাকে?
Ans. সেকেন্দ্রাবাদ।
9. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে?
Ans. মুসী নদীর তীরে।
10. কোন শহরটি “ভারতের বিজ্ঞান নগরী” নামে পরিচিত?
Ans. ব্যাঙ্গালোরকে।
11. “ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী” কোথায় গড়ে উঠেছে?
Ans. ব্যাঙ্গালোরে।
12. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে?
Ans. সবরমতী নদীর তীরে।
13. উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
Ans. কানপুর।
14. লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে?
Ans. গোমতী নদীর তীরে।
15. কোন শহরটি ‘গোপালী শহর’ নামে পরিচিত?
Ans. জয়পুরকে।
16. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে?
Ans. কোচিনে।
17. কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে গড়ে উঠেছে?
Ans. কোচিনে।
18. বরোদা শহরটির নতুন নাম কী রাখা হয়েছে?
Ans. ভাদোদরা।
19. দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোন স্থানে অবস্থিত?
Ans. মাদুরাইতে।
20. ভারতের কোন শহরটিকে “দাক্ষিণাত্যের কাশী” বলা হয়?
Ans. মাদুরাই।
21. কাশী বিশ্বনাথ মন্দির কোন স্থানে অবস্থিত?
Ans. বারাণসীতে।
22. হিন্দুস্থান শিপইয়ার্ড কোন স্থানে অবস্থিত?
Ans. বিশাখাপত্তনমে।
23. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দরটি কী ধরণের বন্দরের উদাহরণ?
Ans. নদী বন্দর।
24. বোম্বাই বন্দরটি কী ধরণের বন্দরের উদাহরণ?
Ans. সমুদ্র বন্দর।
25. কোনটি ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর?
Ans. মুম্বাই।
26. যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতের কোন বন্দরটি প্রথম স্থান অধিকার করেছে?
Ans. মাদ্রাজ।
27. পণ্য পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির ভারতে প্রথম?
Ans. মুম্বাই।
28. আমদানী বাণিজ্যে ভারতে কোন বন্দরের স্থান প্রথম?
Ans. মুম্বাই।
29. রপ্তানী বাণিজ্যে ভারতের কোন বন্দরের স্থান প্রথম?
Ans. মার্মাগাঁও।
30. অধিকাংশ লৌহ-আকরিক ভারতের কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয়?
Ans. মার্মাগাঁও।
Click Here To Download