রাজ্য স্বাস্থ্য দফতরে শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | WB Health Recruitment 2023
■ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য স্বাস্থ্য দফতর (WB Health Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ পদের নাম:- চিকিৎসক, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ব্লক এপিডোমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, কাউন্সেলর, অপথ্যালমোলজিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদ আছে।
■ অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.dakshindinajpurhealth.org/
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
■ আবেদন শেষের তারিখ:- ১ ফেব্রুয়ারি, ২০২৩
■ আবেদন প্রক্রিয়া:- অনলাইনে আবেদন করতে হবে।
■ কর্মস্থল:- দক্ষিণ দিনাজপুর জেলা।
■ শূন্যপদের সংখ্যা:- শূন্যপদের সংখ্যা ৬৫
■ আরো চাকরির খবর:-
ব্যাঙ্ক অফ বরোদা একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
প্রতিরক্ষামন্ত্রকে ৫০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ শিক্ষাগত যোগ্যতা:-
এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তাই আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
■ বিজ্ঞপ্তি পড়ার জন্য ক্লিক করুন:-
https://cdn.s3waas.gov.in/s3a5bfc9e07964f8dddeb95fc584cd965d/uploads/2023/01/20230109100.pdf
■ বয়সসীমা:- এই পদগুলির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে।
■ আবেদন মূল্য:-
Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য – Rs. 100/-
SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য- Rs. 50/-
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Computer test.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট http://www.dakshindinajpurhealth.org/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি