বিভিন্ন রোগের ভাইরাস ও ব্যাকটেরিয়া | Viruses and Bacteria of Various Diseases in Bengali
1 . ডেঙ্গু মশার বাহক কোন মশা?
উত্তর:- এডিস মশা।
2 . ব্যাকটেরিয়া সংক্রমণে হয় কোন রোগ?
উত্তর:- যক্ষ্মা রোগ হয়।
3 . নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম নেই কার দেহে?
উত্তর:- ভাইরাস দেহে।
4 . পোলিও ভাইরাস দেহের মধ্যে প্রবেশ করে কীভাবে?
উত্তর:- দুষিত খাদ্য, জল দ্বারা।
5 . HIV সংক্রমণের শেষ পর্যায় কোনটি
উত্তর:- এইডস।
6 . এইডস রোগের ভাইরাসের নাম কী?
উত্তর:- HIV ভাইরাস।
7 . ভাইরাস মোজাইক রোগ হয় কোন গাছে?
উত্তর:- তামাক গাছে।
8 . চা গাছে রোগ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
উত্তর:- ব্যাকটেরিয়া
9 . এইডস সংক্রমণের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কারা?
উত্তর:- অল্পবয়সী ছেলেমেয়েরা।
10 . এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কাযর্করী হতে পারে কী?
উত্তর:- সচেতনতা সৃষ্টি।
11 . জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী কোনটি?
উত্তর:- ভাইরাস।
12 . যক্ষ্মা রোগের টিকার নাম কী?
উত্তর:- বিসিজি।
13 . পেনিসিলিন কে অাবিস্কার করেছেন?
উত্তর:- অালেকজান্ডার ফ্লেমিং।
14 . ব্যাকটেরিয়াজনিত রোগ নয় কোনটি?
উত্তর:- পোলিও।
15 . অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেছেন কে?
উত্তর:- লুই পাস্তুর।
16 . ভাইরাস একটি কী ধরনের জীব?
উত্তর:- কোষহীন জীব।
17 . বায়ুর মাধ্যমে সংক্রামিত এমন একটি রোগের নাম লেখো।
উত্তর:- ইনফ্লুয়েঞ্জা।
18 . AIDS – এর পুরো কথা কী?
উত্তর:- Acquired Immune Deficiency Syndrome.
19 . বার্ড ফ্লু রোগের উৎস কোন প্রাণী?
উত্তর:- মুরগী।
20 . ডিফথেরিয়া রোগে অাক্রান্ত হয় শরীরের কোন অংশ?
উত্তর:- গলা।
আরও পড়ুন:-
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
21 . যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে
অাক্রমণ করে, তাদেরকে কি বলা হয়ে থাকে?
উত্তর:- ব্যাকটেরিওফাজ।
22 . হেপাটাইটিস রোগের প্রধান কারণ উল্লেখ করো?
উত্তর:- ভাইরাস।
23 . যে সমস্ত প্রাণী এক মানবদেহ থেকে অন্য
মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাদের কী বলে?
উত্তর:- ভেক্টর।
24 . বিসিজি টিকা ব্যবহৃত হয় কোন রোগে?
উত্তর:- যক্ষা প্রতিরোধের জন্য।
25 . দুধকে জীবাণুমুক্ত করা হয় কোন প্রক্রিয়ায়?
উত্তর:- পাস্তুরাইজেশনের মাধ্যমে।
26 . “Viral Disease” বলতে কোন রোগকে বোঝায়?
উত্তর:- Influenza
27 . এইডস রোগের ক্ষতিকারক দিকটি উল্লেখ করো?
উত্তর:- এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
28 . প্রাণী দেহের মধ্যে বিভিন্ন জীবাণুজাত বিষ
নিষ্ক্রিয়কারী পদার্থের নাম কী?
উত্তর:- অ্যান্টিবডি।
29 . রক্ত অামাশয় সৃষ্টিকারী জীবাণুর নাম কী?
উত্তর:- সিগেলা।
30 . স্ট্রিট ভাইরাস জীবাণু দ্বারা সৃষ্ট রোগ কোনটি?
উত্তর:- রেবিস রোগের।
31 . ডেঙ্গুজ্বরের বাহক কোন জীব?
উত্তর:- মশা।
32 . রাইজোবিয়াম হলো একপ্রকারের কী?
উত্তর:- ব্যাকটেরিয়া।
33 . কলেরা, টাইফয়েড এবং যক্ষা প্রভৃতি রোগ সৃষ্টি করে কোনটি?
উত্তর:- ব্যাকটেরিয়া।
34 . যেসমস্ত অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কী বলা হয়?
উত্তর:- প্যাথজেনিক।
35 . প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করো।
উত্তর:- Yersina pestis
36 . জলবসন্তের রোগের জীবাণুর নাম উল্লেখ করো।
উত্তর:- Varicella.
Click Here To Download