Violation of salt law by Gandhiji || গান্ধিজি কর্তৃক লবণ আইন ভঙ্গ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি গান্ধিজি কর্তৃক লবণ আইন ভঙ্গ || Violation of salt law by Gandhiji. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গান্ধিজি কর্তৃক লবণ আইন ভঙ্গ || Violation of salt law by Gandhiji ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই গান্ধিজি কর্তৃক লবণ আইন ভঙ্গ || Violation of salt law by Gandhiji || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

গান্ধিজি কর্তৃক লবণ আইন ভঙ্গ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Violation of salt law by Gandhiji

গান্ধিজি কর্তৃক ‘লবণ আইন’ ভঙ্গ করার কর্মসূচি গ্রহণের কারণঃ-

গান্ধিজি আইন অমান্য আন্দোলনের সূচনা করতে প্রথমেই লবণ আইন ভঙ্গ করার সিদ্ধান্ত নেন। সেসময় ভারতীয়দের লবণ তৈরি করা ছিল আইনত দণ্ডনীয়। অথচ ভারতের তিনদিকই সমুদ্রবেষ্টিত। আবার লবণ প্রত্যেক ভারতবাসীরই একান্ত প্রয়োজন। তাই আপামর জনসাধারণ এই আন্দোলনে অংশ নিতে উৎসাহিত হবে এই ভেবেই গান্ধিজি ‘লবণ আইন’ ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন।

আইন অমান্য আন্দোলনের গুরুত্বঃ- আইন অমান্য আন্দোলনের যে লক্ষ্য ছিল অর্থাৎ, পূর্ণ স্বরাজ – অর্জন করা তা পূরণে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, In spite of its failure to achieve the goal, the Civil Disobedience Movement, which came to a seemingly ingnoble end, had a great value and importance in India’s struggle for Swaraj.

(১) এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অকুতোভয়ে ইংরেজদের বিরুদ্ধে সত্যাগ্রহী সংগ্রামে অংশ নিয়েছিল।

(২) এই আন্দোলনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ধনী-দরিদ্র, শহুরে, গ্রাম্য, কৃষক, শ্রমিক সকল শ্রেণির ভারতীয় নারী এই আন্দোলনে ঝাপিয়ে পুলিশের অকথ্য অত্যাচার অগ্রাহ্য করে সত্যাগ্রহ করেন।

(৩) কৃষক শ্রেণিও প্রবল উৎসাহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে কংগ্রেসের আন্দোলন একটা জাতীয় রূপ গ্রহণ করে।

(৪) স্বদেশি বস্ত্র শিল্পের প্রসার ঘটে।

(৫) এই আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্পের রূপ পরিলক্ষিত হয়।

(৬) শুধু তাই নয়, ভারতের জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন চেহারা বিশ্বের সামনে পরিস্ফুটিত হয়েছিল। রজনীপাম দত্তের মতে, এর ফলে ব্রিটিশ সরকারের নৈতিক সম্মান নষ্ট হয়েছিল।



🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল ?

উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ ই নভেম্বর শেষ হয়েছিল।

  1. প্যারিসের শান্তি সম্মেলন কবে আহূত হয় ?

উত্তরঃ- প্যারিসের শাস্তি সম্মেলন ১৯১৯ খ্রিস্টাব্দে আহুত হয়।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি দেশ অংশ নিয়েছিল ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে ৩২ টি দেশ অংশ নিয়েছিল।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেসোঁ।

  1. প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয় ?

উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে পাঁচটি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

  1. ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ভার্সাই সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ শে জুন স্বাক্ষরিত হয়।

  1. ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ভার্সাই সন্ধি মিত্রপক্ষের সঙ্গে জার্মানির স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়।

  1. সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি মিত্রপক্ষ ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. নিউলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- নিউলির সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্বাক্ষরিত হয়েছিল।

  1. ট্রিয়াননের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ট্রিয়াননের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেভরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- সেভরের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের ১০ ই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল।

  1. সেভরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- সেভরের সন্ধি তুরস্ক ও মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. লুসানের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- লুসানের সন্ধি ১৯২৩ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

  1. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল ?

উত্তরঃ- জাতিসংঘের প্রথম অধিবেশনে ৪২ টি রাষ্ট্র যোগ দিয়েছিল।

  1. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ- জাতিসংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়।

  1. কামাল পাশা কে ছিলেন ?

উত্তরঃ- কামাল পাশা ছিলেন তুরস্কের প্রখ্যাত জননেতা।

  1. কবে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয়।

  1. ‘লখনউ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ ১৯১৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

  1. ‘লখনউ চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন।

  1. ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ কে স্থাপন করেন ?

উত্তরঃ- ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ অ্যানি বেসান্ত স্থাপন করেন।

  1. ‘লোকমান্য’ উপাধিতে কে ভূষিত হয়েছিলেন ?

উত্তরঃ- ‘লোকমান্য’ উপাধিতে বালগঙ্গাধর তিলক ভূষিত হয়েছিলেন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।