ব্রিটিশ শাসনকালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন | Vernacular Newspaper Act During British Rule

ব্রিটিশ শাসনকালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন | Vernacular Newspaper Act During British Rule

■ প্রশ্ন:- টীকা লেখো- দেশীয় ভাষা সংবাদপত্র আইন। (Vernacular Newspaper Act During British Rule)

■ উত্তর:- ❏ ভূমিকা:- উনিশ শতকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র জনমত গঠনে এক উল্লেখযোগ্য ও সক্রিয় ভূমিকা পালন করেছিল। এই সংবাদপত্রগুলিতে ইংরেজ সরকারের দোষত্রুটির সমালোচনা করা ছাড়াও ইংরেজদের বিভিন্ন অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরে জনগণের নিকট ইংরেজ শাসনের প্রকৃত রূপটি তুলে ধরা হত।

■ পটভূমি:- দেশীয় ভাষায় প্রকাশিত এই সকল সংবাদপত্রগুলি জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রসারে যত দৃঢ় ভূমিকা গ্রহণ করতে লাগল ইংরেজ সরকারের অস্বস্তি তত বাড়তে থাকল। এই অবস্থায় সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল বড়োলাট লর্ড লিটন ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করে সংবাদপত্রগুলির কন্ঠরোধ করার চেষ্টা করেন।

■ দেশীয় ভাষা সংবাদপত্র আইন:- এই আইন অনুসারে দেশীয় ভাষা প্রকাশিত সংবাদপত্রগুলিতে কোনো প্ররোচনামূলক, সরকারবিরোধী লেখা প্রকাশিত হলে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও লেখক প্রত্যেককে সরকার সরাসরি শাস্তি দিতে পারবে।

■ প্রভাব:- এই আইনের ফলে- ‘সহচর’ ও ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে পড়ে।