বৈদিক সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Vedic Civilization Questions Answers
1. বেদের অপর নাম কী?
উত্তর:- শ্রুতি
2. বৈদিকযুগের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর:- ঋকবেদ
3. বেদের শেষ ভাগের নাম কী?
উত্তর:- অথর্ববেদ
4. বৈদিক সাহিত্যের কোন অংশটি বেদান্ত নামে পরিচিত?
উত্তর:- উপনিষদ
5. কোন বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে?
উত্তর:- ঋক বেদে
6. ঋক বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্র উল্লিখিত হয়েছে?
উত্তর:- তৃতীয় মণ্ডলে
7. ঋকবেদে কতগুলি শ্লোক রয়েছে?
উত্তর:- ১০২৮ টি
8. আর্য কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তর:- সুসভ্য বা শ্রেষ্ঠ
9. ঋকবেদ কত সালে রচিত হয়?
উত্তর:- 1500 – 1000 খ্রিস্টপূর্বাব্দ
10. কোন বেদের স্ত্রোতগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?
উত্তর:- সামবেদ
11. আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল?
উত্তর:- সিন্ধু ও পাঞ্জাব
12. ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কোনটি?
উত্তর:- সামবেদ
13. যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয়েছে কোন বেদে?
উত্তর:- যজুরর্বেদ
14. অথর্ববেদের মূল বিষয় কী?
উত্তর:- জাদুবিদ্যা ও সাধারন সমস্যা
15. সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটি?
উত্তর:- শতপথ ব্রাহ্মণ।