Various industries in India pdf || ভারতের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি various industries in India pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর Pdf. নিচে  various industries in India set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর || Questions and answers regarding various industries in India || pdf

1. কার্পাস শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?

উত্তর – 1818 সালে (ঘুষুড়ি, কলকাতা)

2. পাট শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?

উত্তর – 1855 সালে (রিষড়া)

3. চিনি শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?

উত্তর – 1900 সালে (বিহার)

4. সিমেন্ট শিল্প প্রথম গড়ে ওঠে কবে ?

উত্তর – 1904 সালে (চেন্নাই)

5. লৌহ – ইস্পাত শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে ?

উত্তর –  1907 সালে (জামসেদপুর)

6. কাগজ শিল্প প্রথম গড়ে ওঠে কবে ?

উত্তর –  1812 সালে (শ্রীরামপুর)

7. বাই সাইকেল শিল্প কবে গড়ে ওঠে ?

উত্তর –  1938 সালে (কলকাতা)

8. ভারতে প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে ?

উত্তর – 1837 সালে

9. প্রথম ডাক টিকিট চালু হয় কবে ?

উত্তর – 1852 সালে

10. ভারতে প্রথম ডাকবিভাগ স্থাপিত হয় ?

উত্তর – 1854 সালে

11. প্রথম সর্বভারতীয় ডাকটিকিট চালু হয় কত সালে ?

উত্তর – 1854 সালে

12. ডাক পরিষেবা প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় ?

উত্তর – 1880 সালে

13. প্রথম ডাকসঞ্চয় ব্যাঙ্ক প্রকল্প চালু হয় কবে ?

উত্তর – 1882 সালে

14. এয়ারসেল পরিসেবা চালু হয় কত সালে ?

উত্তর – 1911 সালে



  1. ভারতীয় চায়ের দুটি প্রধান ক্রেতা দেশের নাম করো।

উত্তরঃ- ভারতীয় চায়ের দুটি প্রধান ক্রেতা দেশ হল রাশিয়া ও ব্রিটিশ যুক্তরাজ্য।

  1. হেক্টর প্রতি চা উৎপাদনে বিশ্বে কোন্ দেশ শ্রেষ্ঠ স্থান অধিকার করে ?

উত্তরঃ- হেক্টর প্রতি চা উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করে।

  1. ভারতে প্রথম কাপড়ের কল কবে এবং কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ- ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ১৮১৮ সালে হাওড়ার ঘুসুড়িতে।

  1. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোন্‌টি ?

উত্তরঃ- উত্তর দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র। (একে দক্ষিণ ভারতের ম্যাস্টোর বলে)

  1. ‘চিনের ম্যাঞ্চেস্টার’ কাকে বলে ?

উত্তরঃ- সাংহাইকে ‘চিনের ম্যাঞ্চেস্টার’ বলে।

  1. কার্পার্স বস্ত্র রপ্তানিতে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- কার্পাস বস্ত্র রপ্তানিতে বিশ্বে জাপান প্রথম স্থান অধিকার করে।

  1. ‘রাশিয়ার ম্যাঞ্চেস্টার’ কাকে বলে ?

উত্তরঃ- আইভোনোভাকে ‘রাশিয়ার ম্যাস্টোর’ বলে।

  1. লৌহসংকর ধাতু ও ইস্পাতপিণ্ড উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- লৌহসংকর ধাতু ও ইস্পাতপিন্ড উৎপাদনে চিন বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

  1. লোহা ও ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল কী কী ?

উত্তরঃ- লোহা ও ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল হল আকরিক লোহা ও কয়লা।

  1. জাপানের দুটি গুরুত্বপূর্ণ লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম লেখো।

উত্তরঃ- জাপানের দুটি গুরুত্বপূর্ণ লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম হল ইয়োকোহামা ও ইয়াওয়াটা। (দেশের বৃহত্তম)

  1. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ইস্পাত আমদানিকারক দেশের নাম লেখো।

উত্তরঃ- বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ইস্পাত আমদানিকারক দেশ হল ইটালি ও ফ্রান্স।

  1. পেট্রো-রাসায়নিক শিল্প কাকে বলে ?

উত্তরঃ- যে শিল্পে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদিত হয়, সেই শিল্পকে পেট্রো-রাসায়নিক শিল্প বলে।

  1. উদীয়মান শিল্প কাকে বলে ?

উত্তরঃ- পেট্রো-রাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলে।

  1. পেট্রো-রসায়ন শিল্পে বর্তমানে বিশ্বে কোন্ দেশ শ্রেষ্ঠ স্থানের অধিকারী ?

উত্তরঃ- পেট্রো-রসায়ন শিল্পে বর্তমানে বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ স্থানের অধিকারী।

  1. ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে ?

উত্তরঃ- যে শিল্পে মূলত লোহা-ইস্পাত ব্যবহার করে অন্যান্য শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি করা হয়, তাকেই ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।

  1. ভারতের দুটি দু-চাকার মোটরগাড়ি নির্মাণ কারখানার নাম লেখো।

উত্তরঃ- ভারতের দুটি দু-চাকার মোটর গাড়িনির্মাণ কারখানার নাম হল – (১) পুনের বাজাজ অটো লিমিটেড এবং (২) তামিলনাড়ুর এনফিল্ড ইন্ডিয়া লিমিটেড।

  1. ভারতে কোথায় টাকা ছাপানোর কাগজ উৎপন্ন হয় ?

উত্তরঃ- মধ্যপ্রদেশের ভূপালের কাছে হোসেঙ্গাবাদে এদেশের টাকা ছাপানোর কাগজ উৎপন্ন হয়।

  1. নিউজপ্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- কানাডা নিউজপ্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে প্রথম স্থানের অধিকারী।

  1. ভারতে চা চাষ শুরু হয় কোন্ সালে ?

উত্তরঃ- ১৮৩৪ সালে ভারতে চা চাষ শুরু হয়।

  1. জাপানের ম্যাঙ্কেস্টার ‘ কাকে বলে ?

উত্তরঃ- ওসাকাকে ‘জাপানের ম্যাদেস্টার’ বলে।

  1. কোন্ শিল্পকে সব শিল্পের মূল শিল্প বলা হয় ?

উত্তরঃ- লোহা-ইস্পাত শিল্পকে সব শিল্পের মূল শিল্প বলা হয়।

  1. চিনের ইস্পাতনগরী কাকে বলে ?

উত্তরঃ- আনশান শহরকে চিনের ইস্পাতনগরী বলে।

  1. ভারতের প্রথম বৃহদায়তন ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ- তামিলনাড়ুর দক্ষিণ আর্কট জেলার পোর্টোনোভাতে।

  1. রূঢ় অঞ্চলের প্রধান ইস্পাত কেন্দ্র কোনটি ?

উত্তরঃ- রূঢ় অঞ্চলের প্রধান ইস্পাত কেন্দ্রটি হল এসেন।

  1. ভারতের ইস্পাতনগরী কাকে বলে ?

উত্তরঃ- ঝাড়খণ্ডের জামশেদপুরকে ভারতের ইস্পাতনগরী বলে।

  1. ভারতের প্রথম স্পঞ্জ লোহার কারখানাটি কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ- অন্ধ্রপ্রদেশের কোটাগুডেমে (স্পঞ্জ আয়রন ইন্ডিয়া লিমিটেড) ভারতের প্রথম স্পঞ্জ লোহার কারখানা গড়ে ওঠে।

  1. ভারতের গ্যাসচালিত স্পঞ্জ লোহার কারখানাটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- গুজরাতের হাজিরাতে ভারতের গ্যাসচালিত লোহার কারখানাটি অবস্থিত।

  1. ভারতের প্রথম পেট্রো-রাসায়নিক কারখানা কোথায় ও কবে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৯৬৬ সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রো-রাসায়নিক কারখানা স্থাপিত হয়।

  1. পৃথিবীর ‘রাসায়নিক রাজধানী’ কোন্‌টি ?

উত্তরঃ- উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনকে পৃথিবীর ‘রাসায়নিক রাজধানী’ বলে।

  1. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থাটির নাম কী ?

উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থাটি হল জেনারেল মোটরস্ কর্পোরেশন।

  1. ভারতের বৃহত্তম মোটরাগাড়ি নির্মাণ সংস্থাটির নাম কী ?

উত্তরঃ- ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থাটির নাম মারুতি উদ্যোগ লিমিটেড।

  1. ভারতের বৃহত্তম পেট্রো-রাসায়নিক কারখানা কবে ও কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ- ভারতের বৃহত্তম পেট্রো-রাসায়নিক কারখানা ১৯৭৭ সালে গুজরাতের জামনগরে গড়ে ওঠে।

  1. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলে ?

উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের অ্যাক্রন পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী হিসাবে পরিচিত।

  1. পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র কোন্‌টি ?

উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্রটি হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ইরি হ্রদের তীরে অবস্থিত ডেট্রয়েট।

  1. “জাপানের ডেট্রয়েট” কাকে বলে ?

উত্তরঃ- নাগোয়াকে ‘জাপানের ডেট্রয়েট’ বলে।

  1. মোটরগাড়ি নির্মাণে ইউরোপের শ্রেষ্ঠ দেশ কোনটি ?

উত্তরঃ- মোটরগাড়ি নির্মাণে ইউরোপের শ্রেষ্ঠ দেশটি হল জার্মানি।

various industries in India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- various industries in India pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here