পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন | Various Environmental Conferences

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Various Environmental Conferences. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন | Various Environmental Conferences ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন | Various Environmental Conferences || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন | Various Environmental Conferences

পরিবেশকে সুরক্ষিত করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ গুলি একত্রিত হয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে সেই সম্মেলনের বিষয়বস্তু নিচে আলোচনা করা হলো-

রামসার সম্মেলন

▪️ রামসার সম্মেলন সংঘটিত হয়- ১৯৭১ সালে

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- পরিবেশে জলাভূমির সংরক্ষণ করা। ভারতও এই সম্মেলনে অংশ নিয়েছিল। ভারতে বর্তমানে মোট ৪২ টি রামসার সাইট রয়েছে।

স্টকহোম সম্মেলন

▪️ স্টকহোম সম্মেলন সংঘটিত হয়- ১৯৭২ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – স্টকহোম, সুইডেন -এ

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা। এই সম্মেলনে UNEP গঠন করা হয়। এই সম্মেলনেই ৫ ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়।

নাইরোবি সম্মেলন

▪️ নাইরোবি সম্মেলন সংঘটিত হয়- ১৯৮৫ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- কেনিয়ায়

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- পরিবেশের সুস্থায়ী উন্নয়ন।

ভিয়েনা সম্মেলন

▪️ ভিয়েনা সম্মেলন সংঘটিত হয়- ১৯৮৫ সালে

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- অস্ট্রিয়ায়

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- ওজোন স্তরের সুরক্ষা

মন্ট্রিল প্রোটোকল

▪️ মন্ট্রিল প্রোটোকল সংঘটিত হয়- ১৯৮৭ (কার্যকর হয় ১৯৮৯ সালে)

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- মন্ট্রিল, কানাডায়

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- ওজোন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণ। এই প্রোটোকলটি এখনও পর্যন্ত ৪ বার সংশোধিত হয়েছে।

বসুন্ধরা সম্মেলন -বসুন্ধরা সম্মেলন চারটি পর্বে সম্পন্ন হয়।

🔷 প্রথম বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়- ১৯৯২ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- রিওডি জেনিরো, ব্রাজিলে।

▪️ প্রথম বসুন্ধরা সম্মেলন আয়োজন করে ছিল UNCEP। মোট ১৭৮ টি দেশ সদস্য হিসাবে অংশ গ্রহণ করে।

🔷 দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়- ১৯৯৭ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন Rio + 5 নামে পরিচিত।

🔷 তৃতীয় বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়- ২০০২ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকায়।

▪️ তৃতীয় বসুন্ধরা সম্মেলন Rio + 10 নামে পরিচিত।

🔷 চতুর্থ বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয়- ২০১২ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- রিওডি জেনিরো, ব্রাজিলে।

▪️ চতুর্থ বসুন্ধরা সম্মেলনে গ্রীন ইকনোমি গঠন করা হয়। চতুর্থ বসুন্ধরা সম্মেলন Rio + 20 নামে পরিচিত।

এজেন্ডা ২১

▪️ এজেন্ডা ২১ সম্মেলন সংঘটিত হয়- ১৯৯২
প্রথম বসুন্ধরা সম্মেলনে এটির কথা বলা হয়েছে

কিয়োটো প্রোটোকল (COP 3)

▪️ কিয়োটো প্রোটোকল সংঘটিত হয়- ১৯৯৭ সালে।

▪️ এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই।

কোপেনহাগেন সম্মেলন

▪️ কোপেনহাগেন সম্মেলন সংঘটিত হয়- ২০০৯ সালে।
▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- ডেনমার্ক শহরে।

▪️ কোপেনহাগেন সম্মেলনের উদ্দেশ্য ছিল- গ্রীন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয় । দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত দেশ গুলিকে ১০০ বিলিয়ন ডলার প্রদান করার প্রস্তাব করা হয়। এটিকে বাস্তবায়নের জন্য মেক্সিকোতে কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্যারিস সম্মেলন (COP 21)

▪️ প্যারিস সম্মেলন সম্মেলন সংঘটিত হয়- ২০১৫ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- প্যারিস, ফ্রান্স

▪️ প্যারিস সম্মেলনের উদ্দেশ্য ছিল- গ্রীন হাউসগ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ। এই সম্মেলনে জলবায়ু তহবিল গঠনের জন্য ১০০ বিলিয়ন ডলার প্রদান অনুমোদন করা হয়।

COP 25

▪️ COP 25 সংঘটিত হয়- ২০১৯ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- মাদ্রিদ, স্পেন

▪️ COP 25 সম্মেলনের উদ্দেশ্য ছিল- ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ০ % -এ নামিয়ে আনবে।

নাগোয়া প্রোটোকল

▪️ নাগোয়া প্রোটোকল সংঘটিত হয়- ২০১০ সালে।

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- জাপানে।

▪️ নাগোয়া প্রোটোকল -এর উদ্দেশ্য ছিল- বন্যপ্রাণী সংরক্ষণ।

কার্টাগোনা প্রোটোকল

▪️ কার্টাগোনা প্রোটোকল সংঘটিত হয়- ২০০০ সালে (কার্যকর হয় ২০০৩ সালে)

▪️ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- কানাডায়।

▪️ কার্টাগোনা প্রোটোকল -এর উদ্দেশ্য ছিল- জৈব সুরক্ষা।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।