Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Various Departments of Govt Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সরকারের বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর | Various Departments of Govt Questions Answers।
সরকারের বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর | Various Departments of Govt Questions Answers
- Spirit of the laws গ্রন্থটির রচিয়িতা কে?
উঃ মন্তেষ্কু।
- Government of England এটি কার লেখা ?
উঃ লাওয়েল।
- যে শাসকের নামে তত্ত্বগতভাবে শাসনব্যবস্থা চালিত হয়, কিন্তু বাস্তবে তিনি শাসনবিভাগ পরিচালনা করেন না, তাঁকে কী বলা হয় ?
উঃ নামসর্বস্ব শাসক।
- ভারতের নামসর্বস্ব শাসনকর্তা কাকে বলা হয় ?
উঃ রাষ্ট্রপতি
- ভারতের প্রকৃত শাসক কে বা কারা?
উঃ প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা।
- ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে ছিলেন ?
উঃ মন্তেষ্কু।
- সরকারি কার্যাবলিকে মূলত ক-টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
উঃ তিন ভাগে ১। আইনসংক্রান্ত ২। শাসনসংক্রান্ত ৩। বিচার সংক্রান্ত কার্যাবলি।
- মার্কিন রাষ্ট্রপতি প্রকৃত শাসক না নামসর্বস্ব শাসক তা লেখো ?
উঃ প্রকৃত শাসক
- এককক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম বলো।
উঃ চিন।
- দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম বলো।
উঃ ভারত।
- আমলা কাদের বলা হয় ?
উঃ স্থায়ী সরকারি কর্মচারীদের।
- বর্তমানে বহু পরিচালক-বিশিষ্ট শাসনব্যবস্থা কোথায় দেখা যায় ?
উঃ সুইজারল্যাণ্ড।
- ভারতে উচ্চকক্ষের নাম লেখো ?
উঃ রাজ্যসভা।
- মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম লেখো ?
উঃ সেনেট।
- ‘পার্লামেণ্ট একটি ক্রীড়নকমাত্র’ –কে একথা বলেছেন?
উঃ মুসোলিনি।
- ‘দ্বিকক্ষ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা’ – একথা কে বলেছেন?
উঃ লর্ড অ্যাক্টন।
- ‘ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ – কে একথা বলেছেন?
উঃ লর্ড ব্রাইস।
- সরকারের তৃতীয় অঙ্গ কোনটিকে বলা হয় ?
উঃ বিচারবিভাগ।
- কোন পার্লামেণ্টকে ‘আইনসভার জননী’ বলা হয়ে থাকে ?
উঃ ব্রিটিশ পার্লামেণ্ট।
- ‘দ্য ইংলিশ কনস্টিটিউশন’ গ্রন্থটি কার রচনা ?
উঃ বেজহট
- ভারতের সংবিধানের কোন ধারায় বিচারবিভাগকে শাসনবিভাগ থেকে পৃথক করে রাখা হয়েছে?
উঃ ৫০ নং ধারা।
- ‘সরকারের সমস্ত বিভাগের মধ্যে আইন বিভাগের স্থান সবার উপরে’ – একথাটি কে বা কারা বলেছেন?
উঃ গার্নার।
- মার্কিন আইনসভার সবচেয়ে ক্ষমতাশালী কক্ষের নাম লেখো ?
উঃ সেনেট।
- গুডনাউ, জেঙ্কস প্রমুখের মতে সরকারের কটি বিভাগ ও কী কী?
উঃ দুটি । আইনবিভাগ ও শাসনবিভাগ।
- গেটেল, উইলোবি প্রমুখ সরকারের ক-টি বিভাগের কথা উল্লেখ করেছিলেন ?
উঃ পাঁচটি।
- সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের কোন বিভাগের উপর ন্যাস্ত করা থাকে ?
উঃ বিচারবিভাগ।
- কত সালে মন্তেস্কুর স্পিরিট অব লজ প্রকাশিত হয়েছিল?
উঃ ১৭৪৮ সালে।
- শাসনবিভাগীয় প্রধান কোন প্রতিষ্ঠানের কাছে পরামর্শ নিয়ে থাকেন ?
উঃ বিচারবিভাগের কাছে।
- ‘আইনসভার দ্বিকক্ষ হল স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা’ – মন্তব্যটি কে করেছেন ?
উঃ লর্ড অ্যাক্টন।
- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয়েছিল?
উঃ গ্রেট ব্রিটেন।
- কমেন্টারিজ অন দ্য ফাণ্ডামেণ্টাল রাইটস গ্রন্থটির রচয়িতার নাম লেখো ?
উঃ ব্ল্যাকস্টোন।
- শাসনবিভাগের কোন অংশ সরকারের নীতি নির্ধারণ করে থাকে ?
উঃ রাজনৈতিক অংশ।
- সরকারের নীতিকে বাস্তবে রূপায়িত করে থাকে কারা?
উঃ শাসনবিভাগের অরাজনোইতিক অংশ ও আমলারা।
- কে ব্রিটেনের পার্লামেণ্টের উচ্চকক্ষ লর্ডসভাকে ‘বিত্তশালীদের দূর্গ’ বলে অভিহিত করেছেন ?
উঃ রামসে ম্যুর।
- কোন দেশের সংবিধানে প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি গৃহীত হয়েছে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
- ‘যে দেশে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি, সে দেশে সংবিধান নেই’ – কবে এবং কে এই কথা ঘোষণা করেছিলেন ?
উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দে ফান্সের গণপরিষদ।
- ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতটির নাম লেখো ?
উঃ ব্রিটিশ পার্লামেণ্টের উচ্চকক্ষ লর্ডসভা।
- মন্ত্রীগণ শাসন বিভাগের কোন অংশের মধ্যে পড়ে ?
উঃ রাজনৈতিক অস্থায়ী অংশ।
- ‘চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো দেখে’ – কে একথা বলেছিলেন ?
উঃ রাষ্ট্রবিজ্ঞানী ব্লুণ্টসলী।
- সর্বপ্রথম ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ কার রচনায় পাওয়া গিয়েছিল ?
উঃ অ্যারিস্টটল।
- পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষমতাশালী আইনসভার দ্বিতীয়কক্ষের নাম লেখো ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট।
- পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট?
উঃ এককক্ষ বিশিষ্ট
- ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লেখো ?
উঃ লর্ডসভা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।