বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা || Various characters of Bengali literature and its creator || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Various characters of Bengali literature and its creator pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা || Various characters of Bengali literature and its creator || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা || Various characters of Bengali literature and its creator || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা || Various characters of Bengali literature and its creator || pdf

প্রশ্ন:-অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।

প্রশ্ন:-ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?   

উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।

প্রশ্ন:-রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?   

উঃ কৃষ্ণকান্তের উইল।

প্রশ্ন:-চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?

উঃ মনসামঙ্গল।

প্রশ্ন:-রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?  

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।

প্রশ্ন:-অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।

প্রশ্ন:-ললিতা চরিত্রের স্রষ্টা কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।

প্রশ্ন:-ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?   

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।

প্রশ্ন:-রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?  

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।

প্রশ্ন:-হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?   

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।

প্রশ্ন:-কুবের চরিত্রের স্রষ্টা কে?   

উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।

প্রশ্ন:-মহিম,সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?  

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।

প্রশ্ন:-দীপাঙ্কর (দীপু),সতী,লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?   

উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।

প্রশ্ন:-দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?   

উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।

প্রশ্ন:-রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?  

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।

প্রশ্ন:-ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?   

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।

প্রশ্ন:-সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে? 

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।

প্রশ্ন:-নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে?   

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকুন্ডলা)।

প্রশ্ন:-নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে?   

উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।

প্রশ্ন:-ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে? 

উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।

প্রশ্ন:-নন্দলাল চরিত্রের স্রষ্টা কে?  

উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।

প্রশ্ন:-দেবযানী চরিত্রের স্রষ্টা কে? 

উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।

প্রশ্ন:-নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।

প্রশ্ন:-রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।

প্রশ্ন:-মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।

প্রশ্ন:-সুরবালা চরিত্রের স্রষ্টা কে?   

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।

প্রশ্ন:-দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।

প্রশ্ন:-পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?  

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

Various characters of Bengali literature and its creator Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Various characters of Bengali literature and its creator pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. “সারদামঙ্গল” কোন যুগের কাব্য গ্রন্থ?

উত্তর: আধুনিক যুগের।

  1. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: দুর্গেশনন্দিনী।

  1. বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?

উত্তর: ১৪টি।

  1. বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?

উত্তর: প্যারীচাঁদ মিত্র।

  1. “নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?

উত্তর: দীনবন্ধু মিত্র।

  1. “নীল দর্পন” কোন ধরনের রচনা ?

উত্তর: নাটক।

  1. “নীল দর্পণ” ইংরেজিতে অনুবাদ করেন কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

  1. কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?

উত্তর: বেতাল পঞ্চবিংশতি।

  1. “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

  1. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি?

উত্তর: অমিত্রাক্ষর।

  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য ?



উত্তর: দুই যুগের মিলনকারী।

  1. “ঠক চাচা” চরিত্র টি কোন উপন্যাসের লেখা?

উত্তর: আলালের ঘরে দুলাল।

  1. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?



উত্তর: দিগদর্শন।

  1. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উত্তর: চন্দ্রাবতী।

  1. “শকুন্তলা” গ্রন্থটি কার লেখা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

  1. “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

  1. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?

উত্তর: সনেটের প্রবর্তন।

  1. কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ ?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

  1. “বিষাদ সিন্ধু” কার রচনা ?

উত্তর: মীর মোশাররফ হোসেন।

  1. “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা ?

উত্তর: উপন্যাস।

  1. “বিষাদ সিন্ধু” কোন যুগের গ্রন্থ?

উত্তর: আধুনিক।

  1. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?

উত্তর: ভ্রান্তিবিলাস।

  1. বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?

উত্তর: উনিশ শতকে।

  1. “বুড় শালিকের ঘাড়ে রোঁ” কোন জাতীয় শিল্পকর্ম ?

উত্তর: প্রহসন।

  1. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কেরি।

  1. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে ?

উত্তর: ১৮০১ সালে।

  1. ফোর্ট উইলিয়াম কলেজে কে বাংলা ভাষার চর্চা করতেন?

উত্তর: রামরাম বসু।

  1. “সবুজপত্র” কে সম্পাদনা করেন?

উত্তর: প্রমথ চৌধুরী।

  1. কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কত সালে?

উত্তর: ১৯৭৪ সালে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here