ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (UP Postal Circle Recruitment)

চাকরি প্রার্থীদের জন্যে দারুণ সুখবর। ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

সব মিলিয়ে মোট ১২৫ টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সেই সংক্রান্ত (UP Postal Circle Recruitment 2021) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মোট শূন্য পদঃ- ১২৫ টি

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

আবেদন শুরুঃ- চলতি মাসের ৯ অক্টোবর থেকে এই পদের জন্যে আবেদন করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ- আগামী ৫ নভেম্বর

আবেদন পদ্ধতিঃ- এই পদের জন্যে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ- ন্যাশনাল ফার্টিলাইজার্সে ১৮৩ নন এগজিকিউটিভ পদে নিয়োগ



শিক্ষাগত যোগ্যতাঃ- একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকমের। নিয়োগ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। কোন পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তা সবটাই বলা রয়েছে। তবে কিছু পদের ক্ষেত্রে ক্লাস ১০ কিংবা ১২ পাশ করলেই আবেদন করা যাবে।

আবেদনের বয়সসীমাঃ- এই পদের জন্যে আবেদনের নুন্যতম বয়সসীমা হতে হবে ১৮। তবে সর্বোচ্চ ২৭ বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদেরর জন্যে আবেদন করা যাবে। MTS, Postal Assistant এবং Shortening Assistant এবং Postman পদের জন্যে এই নিয়োগ করা হবে।