Universalization of Primary Education | প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Universalization of Primary Education | প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Universalization of Primary Education | প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই Universalization of Primary Education | প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



Universalization of Primary Education | প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে 

(A) ৪৬ নং ধারায়
(B) ৪৫ নং ধারায় 
(C) ৭৬ নং ধারায়
(D) উপরের কোনোটিই নয় । 

Ans: (B) ৪৫ নং ধারায়

  1. ‘সকলের শিক্ষার অধিকার’ যে আইনে প্রথম স্বীকৃতি পায় পায়— 

(A) শিক্ষার অধিকার আইন
(B) শিশুর অধিকার আইন
(C) মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন
(D) ভারতীয় সংবিধানের ৫৪ নং ধারায় । 

Ans: (C) মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন / 



  1. আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণায় শিক্ষার অধিকারের বিষয়টি আছে— 

(A) 15 নং অনুচ্ছেদে / 
(B) 22 নং অনুচ্ছেদে 
(C) 26 নং অনুচ্ছেদে / 
(D) 30 নং অনুচ্ছেদে । 

Ans: (C) 26 নং অনুচ্ছেদে /

  1. সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা— 

(A) অভিভাবকদের নিরক্ষরতা
(B) সম্পদের অভাব
(C) জনবিস্ফোরণ
(D) বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগের অভাব। 
Ans: (C) জনবিস্ফোরণ

  1. প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্য হলো— 

(A) সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা / 
(B) জাতীয় উৎপাদন বৃদ্ধি করা / 
(C) জাতীয় সংহতি সুনিশ্চিত করা / 
(D) উপরের সবক’টি ।

Ans: (D) উপরের সবক’টি ।

  1. যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড ( National Board of Adult Education ) পরিকল্পনা গড়ে ওঠে– 

(A) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা / 
(B) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা / 
(C) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা / 
(D) সপ্তম পঞ্জুবার্ষিকী পরিকল্পনা । 

Ans: (C) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা




  1. ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়ণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার উপর পড়েছে— 

(A) AICTE- এর উপর / 
(B) SABE- এর উপর / 
(C) জেলা বোর্ড অব এডুকেশনের ওপর / 
(D) প্রাথমিক শিক্ষা বোর্ডের উপর । 

Ans: (C) জেলা বোর্ড অব এডুকেশনের ওপর /

  1. সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যপুরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি— 

(A) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি | 
(B) জাতীয় সাক্ষরতা মিশন / 
(C) সৰ্বশিক্ষা অভিযান / 
(D) প্রবহমাণ শিক্ষা কর্মসূচি । 

Ans: (C) সৰ্বশিক্ষা অভিযান / 

  1. ‘Each one teach one‘ যে আন্দোলনের স্লোগান- 

(A) অসহযোগ আন্দোলন / 
(B) ভাষা আন্দোলন / 
(C) শিক্ষা আন্দোলন / 
(D) উপরের কোনোটিই নয় । 

Ans: (C) শিক্ষা আন্দোলন

  1. NSS- এর পুরো নাম কী ? 




Ans: NSS- এর পুরো নাম হলো National Social Service . 

  1. TLC- এর পুরো নাম কী ? 

Ans: TLC- এর পুরো নাম হলো Total Literacy Campaign . 

  1. NEP- এর পুরো নাম কী ? 

Ans: NEP- এর পুরো নাম হলো National Education Policy . 

  1. CEP- এর পুরো নাম কী ? 

Ans: CEP- এর পুরো নাম হলো Continuing Education Programmes .

  1. UPE- এর পুরো নাম কী ? 

Ans: UPE- এর পুরো নাম হলো Universalization of Primary Education . 

  1. SSA- এর পুরো নাম কী ? 

Ans: SSA- এর পুরো নাম হলো Sarba Shiksha Abhijan . 

  1. NCF- এর পুরো নাম কী ? 

Ans: NCF- এর পুরো নাম হলো National Curriculum Framework . 

  1. কবে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের পক্ষে সওয়াল করে ?

Ans: 1994 সালে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয় । 

  1. জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1988 সালের 5 মে জাতীয় সাক্ষরতা মিশন গড়ে ওঠে । 

  1. 1948 সালে UNO- র মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃতি পায় ? 

Ans: ২৬ নং অনুচ্ছেদে । 

  1. সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ কবে শুরু হয় ? 

Ans: সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ 2001 সালে শুরু হয়। 

  1. RFPL- এর সম্পূর্ণ নাম লেখো। 

Ans: Rural Fundamental Literacy Programme . 

  1. SRC- এর পুরো কথাটি কী ? 

Ans: State Resource Centre. 

  1. DRC- এর পুরো কথাটি লেখো। 

Ans: District Resource Centre. 

  1. MDG- এর সম্পূর্ণ নাম লেখো। 

Ans: Millennium Development Goal বা শতাব্দীর বিকাশমুখী লক্ষ্য। 

  1. মিড – ডে মিল কোন সাক্ষরতা কর্মসূচির অঙ্গ ? 

Ans: মিড – ডে মিল সর্বশিক্ষা অভিযান সাক্ষরতা কর্মসূচির অঙ্গ। 

  1. PLC- এর সম্পূর্ণ নাম লেখো। 

Ans: Post Literacy Campaign. 

  1. 3 RS বলতে কী বোঝো ? 

Ans: পঠন (Reading), লিখন (Writing) এবং গণিত (Arithmeti)

  1. VEC- এর সম্পূর্ণ নাম লেখো। 

Ans: Village Education Committee. 

  1. শিক্ষায় Stagnation কাকে বলে ?

Ans: শিক্ষায় Stagnation বা অনুন্নয়ন হলো পরীক্ষায় অসফল হওয়ার কারণে বছরের পর বছর একই শ্রেণিতে শিক্ষার্থীদের থেকে যাওয়া। 

  1. NAER- এর পুরো নাম কী ? 

Ans: National Adult Education Programme. 

  1. সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ চারটি পদক্ষেপ সংক্ষেপে লেখো।




Ans: সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌছানোর জন্য পদক্ষেপ নিম্নরূপ – 

অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করা : পাঁচ থেকে চোদ্দো বছর বয়েসি প্রতিটি ছেলে – মেয়েকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে সময়ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

বিকল্প শিক্ষার সুযোগ : ভারত সরকার সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনে সর্বশিক্ষা অভিযান শুরু করেছে। এটি নিয়মতান্ত্রিক শিক্ষার পাশাপাশি একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা। 

সকলের অংশগ্রহণ সুনিশ্চিতকরণ : সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রকল্পের কাজে পঞ্চায়েত, পুরসভা, ওয়ার্ড শিক্ষা কমিটি, বিদ্যালয় পরিচালন কমিটি ও অন্যান্যদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। 

ন্যায়বিচার ও রাজনৈতিক সদিচ্ছা : বুনিয়াদি শিক্ষার সুযোগ সুনিশ্চিত করে সামাজিক ন্যায়বিচার ও প্রাথমিক শিক্ষার সপক্ষে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ জরুরি হয়ে পড়েছে। 
 

  1. ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো ? শিক্ষার সর্বজনীকরণের সমস্যাগুলি আলোচনা করো। 

Ans: সংবিধানের ৪৫ নং ধারায় উল্লেখ করা হয়েছে, ৬-১৪ বছর বয়সি সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনতে হবে। অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকেই বলে সর্বজনীন প্রাথমিক শিক্ষা। বর্তমানে যদিও প্রাথমিক শিক্ষার বদলে প্রারম্ভিক শিক্ষা কথাটি ব্যবহার করা হয়। 

  শিক্ষা সর্বজনীকরণের সমস্যাসমূহ :  সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের সমস্যাগুলি এইরূপ— 

আর্থিক সীমাবদ্ধতা : সর্বজনীন শিক্ষা প্রচলনের একটি অন্যতম অসুবিধা সরকারি অর্থাভাব। এই যুক্তি ব্রিটিশ যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত একইভাবে তুলে ধরা হচ্ছে। 

জনসংখ্যার লাগামছাড়া বৃদ্ধি : জনসংখ্যার বিস্ফোরণ সর্বজনীন শিক্ষার পথে আরেকটি বাধা। দ্রুত জনসংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সমান তালে নিরক্ষর মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে। 

অভিভাবকদের অক্ষমতা : সর্বজনীন প্রাথমিক শিক্ষার পথে আর একটি বাধা অভিভাবকদের দারিদ্র্য। দরিদ্র পিতা – মাতা শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে অনাগ্রহী। 

শিশুশ্রম প্রথা : শিল্প ও কৃষিব্যবস্থায় এখনও এখানে ব্যাপক হারে শিশুশ্রম প্রথা চলে আসছে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার পথে এটিও অন্যতম বাধা। দারিদ্র্যের কারণে অভিভাবকরা শিশুকে স্কুলে না পাঠিয়ে চাষের খেতে বা কারখানায় পাঠিয়ে দেয়। অপরদিকে, শিশুশ্রম প্রথা বিরোধী আইনের যথাযথ প্রয়োগের অভাব। 

স্কুলে না যাওয়া : অপচয় ও অনুন্নয়ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার পথে অন্যতম বাধা। শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনার পর স্কুলে আসা বন্ধ করে দেয়। এর ফলে তারা আবারও শিক্ষার মূলস্রোত থেকে হারিয়ে যায়। 

বিদ্যালয়ের দূরত্ব : ১৯৯৮ সালে এক সর্বভারতীয় শিক্ষা সমীক্ষায় প্রকাশ, প্রায় ২০ % শিশুর ক্ষেত্রে যাতায়াতের সুবিধাজনক স্থানে উচ্চ প্রাথমিক বিদ্যালয় নেই, ৯ % ক্ষেত্রে শিশুদের কাছাকাছি স্থানে প্রাথমিক বিদ্যালয় নেই। 
 

  1. বয়স্কদের শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

Ans: শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাই দেশের সব নাগরিককে আর্থিক উন্নয়নে সামিল করতে হলে শিক্ষার প্রসার অবশ্যম্ভাবী। এর জন্য প্রয়োজন বয়স্কদের শিক্ষা। বয়স্কদের শিক্ষার প্রয়োজনীয়তা ২ টি ভাগে বিভক্ত— 

ব্যক্তিগত উন্নতি : বয়স্ক শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে কিছু উদাহরণ এইরূপ— 

( ক ) শারীরিক বিকাশ : বয়স্ক নিরক্ষর ব্যক্তিরা ততখানি স্বাস্থ্য সচেতন নয়। তাই তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদানের মাধ্যমে সুস্থ থাকার শিক্ষা দেওয়া হয়। 

( খ ) মনস্তাত্ত্বিক বিকাশ : দৈহিক উন্নতির সঙ্গে তার মানসিক উন্নতিও ঘটানো হয়। বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের কারণে ব্যক্তির ধারণা, চিন্তন, বিচারকরণ, সমস্যা সমাধানের ক্ষমতা ইত্যাদির বিকাশ ঘটে। 

( গ ) সামাজিক বোধের বিকাশ : বয়স্ক শিক্ষা বা সামাজিক শিক্ষার দ্বারা ব্যক্তির মধ্যে সামাজিক বোধ জাগিয়ে তোলা যায়। অর্থাৎ সামাজিকীকরণ, সামাজিক ক্রিয়া – প্রতিক্রিয়া, সামাজিক রীতিনীতি, আইন – কানুন সম্পর্কে তারা জ্ঞান লাভ করেন। 

সামাজিক উন্নতি : সমাজের উন্নয়নের জন্য বয়স্ক শিক্ষায় যে সব বিষয়ের উপর গুরুত্ব আরোপিত হয়েছে — 

(A) সামাজিক সম্পর্কের উন্নয়ন : মানুষ সমাজবদ্ধ জীব। সে সমাজে বসবাস করে। সমাজে সুন্দরভাবে জীবন কাটাতে হলে পারস্পরিক সুসম্পর্ক থাকা প্রয়োজন। 

(B) সমবায় সংস্থা গঠন : সমবায় হলো সব মানুষের সহযোগিতায় একটি সংগঠন। যে সহযোগিতায় প্রতিটি মানুষ আর্থিক সুযোগসুবিধা পেতে পারে এবং এর ফলে তার আর্থিক উন্নয়ন ঘটে। 

(C) জাতীয় ঐতিহ্যের সংরক্ষণ : শিক্ষা জাতির ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়নে আগ্রহী করে। বয়স্ক মানুষদের মধ্যে জাতীয় ঐতিহ্যের সংরক্ষণ যেমন প্রয়োজন তেমন তার উন্নয়নও একান্ত প্রয়োজন।
 
(D) সামাজিক মূল্যবোধের প্রসার : বয়স্ক শিক্ষার প্রসার সমাজে যত বেশি সম্ভব হবে ততই সমাজবদ্ধ মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধের প্রসার ঘটবে যা সমাজ তথা জাতীয় উন্নয়নে সহায়ক হবে।  

(E) গণতান্ত্রিক উন্নয়ন : বয়স্ক শিক্ষা যত উন্নত তত মানুষের মধ্যে গণতান্ত্রিক চিন্তাধারার উন্মেষ ঘটবে যা রাজনৈতিক চিন্তাধারাকে আরও পরিশোধিত করবে। 

  1. বয়স্ক শিক্ষার কী কী সমস্যা আছে ? সমাধানের পথগুলি উল্লেখ করো। 

Ans: স্বাধীনতা অর্জনের এতদিন পরও দেশে বয়স্ক শিক্ষা বা সামাজিক শিক্ষা প্রকল্প সফল হয়নি। এর কারণগুলি হলো – 




আগ্রহের অভাব : এই কর্মসূচির সফল রূপদানে সর্বস্তরের মানুষের আগ্রহের অভাব পরিলক্ষিত হয়। বয়স্ক শিক্ষা পরিকল্পনা বৈচিত্র্যপূর্ণ না হওয়ায় বয়স্ক মানুষরা শিক্ষাগ্রহণে বিশেষ আগ্রহী হয় না। 

পরিকাঠামোর অভাব : আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, ফলে বয়স্কদের সংখ্যাও বাড়ছে। এত বিরাট সংখ্যক বয়স্ক পড়ুয়াকে শিক্ষাদানের মতো পরিকাঠামো এদেশে নেই। 

অর্থাভাব : বয়স্ক শিক্ষা প্রসারে অন্যতম বাধা অর্থাভাব। আর্থিক সমস্যার কারণে বয়স্ক শিক্ষার কর্মসূচি ঠিকমতো পরিচালিত হয় না। 

নেতৃত্বের অভাব : বয়স্ক শিক্ষার কর্মসূচি রূপায়ণে যথাযোগ্য সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের অভাবও অন্যতম কারণ। 

সঠিক পদ্ধতির অভাব : সঠিক পদ্ধতিতে বয়স্কদের শিক্ষাদানের ব্যবস্থা এখনও আমাদের দেশে হয়নি। 
বয়স্ক শিক্ষার সমস্যা সমাধান : বয়স্ক শিক্ষার সমস্যা সমাধান করতে যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলি হলো –

অর্থ বরাদ্দ বৃদ্ধি : বয়স্ক শিক্ষার কর্মসূচিকে সফল করতে হলে সরকারি অর্থ বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। 

সঠিক নেতৃত্ব প্রদান : কর্মসূচিকে ঠিক পথে চালিত করতে হলে যথাযোগ্য সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। 

বাস্তবমুখী শিক্ষা পরিকল্পনা : বয়স্ক শিক্ষা পরিকল্পনা যদি বাস্তবমুখী ও বৈচিত্র্যপূর্ণ হয় তবে বয়স্ক মানুষ শিক্ষা গ্রহণে আগ্রহী হবে এবং কর্মসূচি সফলতার পথে এগোবে। 
 

  1. সর্বশিক্ষা অভিযান – এর কর্মসূচি উল্লেখ করো।

Ans: সর্বশিক্ষা অভিযান – এর কর্মসূচিকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। 

যথা – 1. সাধারণ কর্মসূচি ও 2. বিশেষ কর্মসূচি। 
সাধারণ কর্মসূচি— 

(ক) প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন। (খ) পরিপূরক শিক্ষাব্যবস্থা। 
(গ) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ। 
(ঘ) বালিকাদের শিক্ষায় গুরুত্ব। 
(ঙ) জনগণের অংশগ্রহণ। 
(চ) ক্ষমতা বিকেন্দ্রীকরণ। 
(ছ) শিক্ষক প্রশিক্ষণ। 
(জ) গুচ্ছ সম্পদ কেন্দ্র গঠন। 
(ঝ) অর্থ সংগ্রহ। 
(ঞ) তথ্যভাণ্ডার গড়া। 

বিশেষ কর্মসূচি : বিশেষ কর্মসূচিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা— 

[A] চোদ্দো বছর পর্যন্ত সব ছেলে – মেয়েকে শিক্ষাঙ্গনে নিয়ে আসা। 
[B] শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা। 
[C] শিক্ষার গুণমান সুনিশ্চিত করা। 

(ক) শিক্ষা প্রতিষ্ঠান নথিভুক্তকরণ, (খ) পর্ষদ অনুমোদিত বিদ্যালয়, মুক্ত বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয় স্থাপন, (গ) শিক্ষা নিশ্চিতকরণ এবং (ঘ) সেতু পাঠক্রম।

(ক) শিক্ষার্থীদের বসার যথাযথ ব্যবস্থা, (খ) গুণমান, (গ) শিক্ষক – অভিভাবক সভা, (ঘ) পানীয় জল ও শৌচাগার এবং (ঙ) সুস্থ সামাজিক পরিবেশ। 

(ক) বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতির ব্যবহার, (খ) শিক্ষেণপকরণ ব্যবহার, (গ) অনুকূল পরিবেশ গঠন এবং (ঘ) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি।



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।