গাছের পাতার প্রকারভেদ | Types of Tree Leaf

গাছের পাতার প্রকারভেদ | Types of Tree Leaf

■ ফলকের কর্তন বা খণ্ডীভবনের প্রকৃতি অনুসারে পাতা প্রধানত দু-প্রকারের হয়, যথা — একক পত্র ও যৌগিক পত্র।

● (ক) একক পত্র (Simple leaf): পত্রবৃত্তের অগ্রভাগে যখন একটি মাত্র ফলক থাকে, তখন তাকে একক পত্র বা সরল পত্র বলে। যেমন— আম, জাম, জবা, বট, কলা, মুলো, সরিষা প্রভৃতি পাতা।

● (খ) যৌগিক পত্র (Compound leaf):- পত্রফলকের কিনারা যখন গভীরভাবে কর্তিত হয়ে বা খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃত্ত পর্যন্ত পৌঁছোয়, ফলে ফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশে বা অণুফলকে বা পত্রকে বিভক্ত হয়, তখন সেই প্রকার পাতাকে যৌগিক পত্র বা যৌগ পত্র বলে। যথা— তেঁতুল, গোলাপ, নিম, বেল প্রভৃতি পাতা।

❏ যৌগিক পত্রের প্রকারভেদ: যৌগিক পত্র প্রধানত দু-প্রকারের হয়, যথা — পক্ষল যৌগিক পত্র এবং করতলাকার যৌগিক পত্র।

■ 1. পক্ষল যৌগিক পত্র (Pinnate compound leaf):

পত্রকগুলি যখন পত্র অক্ষের দুপাশে পাখির পালকের মত সাজান থাকে, তখন সেই রকম যৌগিক পত্রকে পক্ষল যৌগিক পত্র বলে। যেমন— তেঁতুল, গোলাপ, নিম প্রভৃতি পাতা। পক্ষল যৌগপত্র চার রকমের হয়, যথা—

● [i] একপক্ষল — ফলকটি যখন একবার মাত্র কর্তিত হয়, ফলে একটি মাত্র পত্র-অক্ষের সৃষ্টি হয় এবং অণুফলকগুলি পত্র অক্ষের দুপাশে সজ্জিত থাকে। এক-পক্ষল দু-রকমের হয়, যথা—

(ক) অচূড় পক্ষল, অর্থাৎ পত্র-অক্ষের আগায় পত্রক জোড় সংখ্যায় থাকে, যেমন — তেঁতুল পাতা।

(খ) সচূড় পক্ষল, অর্থাৎ পত্র-অক্ষের আগায় বিজোড় সংখ্যায় বা একটিমাত্র পত্রক থাকে, যেমন — নিম পাতা, গোলাপ পাতা।

● [ii] দ্বিপক্ষল — ফলকটি দুবার কর্তিত হয়, অর্থাৎ একপক্ষলের পত্রকগুলি পুনরায় কর্তিত হয়। ফলে পত্রক-অক্ষ থেকে শাখা পত্রক-অক্ষের সৃষ্টি হয়। পত্রকগুলি শাখা পত্রক-অক্ষের দুপাশে সাজানো থাকে। যেমন — বাবলা, লজ্জাবতী।

● [iii] ত্রিপক্ষল — এক্ষেত্রে ফলকটির কর্তন তিনবার হয়, ফলে পত্রক-অক্ষ থেকে প্রশাখা পত্রক-অক্ষ উৎপন্ন হয়। এই প্রশাখা পত্রক-অক্ষের দুপাশে অণুফলকগুলি সাজানো থাকে , যেমন — সজিনা।

● [iv] অতি যৌগিক — এক্ষেত্রে ক্লকটি তিনবারের বেশি কর্তিত হয়, ফলে প্রশাখা পত্রক-অক্ষটি বহু শাখা অংশে বিভক্ত হয়। ধনে, মৌরি এরকমের পাতা।

■ 2. করতলাকার যৌগিক পত্র (Palmate compound leaf): এক্ষেত্রে বহুশিরাল ককপত্রের ফলকটির এমনভাবে কর্তিত হয় যাতে পত্রকগুলি বৃত্তের অগ্রভাগে একটি বিন্দুতে যুক্ত থাকে এবং দেখতে হাতের তালুর মত হয়, তখন সেই রকম যৌগিক পত্রকে করতলাকার যৌগিক পত্র বলে। পত্রকের সংখ্যা অনুসারে করতলাকার যৌগিক পত্র বিভিন্ন প্রকারের হয়, যেমন — একফলক — লেবু পাতা, দ্বিফলক — হিঙ্গন পাতা, ত্রিফলক — বেলপাতা, চতুর্ফলক — সুসুনি পাতা এবং অঙ্গুলাকার — শিমুল পাতা।