150+ ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Various Tribal Tebellions in India Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. ব্রিটিশ শাসনাধীনে ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাশ হয়েছিল?

উত্তর:- তিনটি -1865, 1878, 1927 খ্রিস্টাব্দে।

  1. ভারতে কত সালে প্রথম অরণ্য আইন পাশ হয়?

উত্তর:- 1865 খ্রিস্টাব্দে।

  1. 1865 খ্রিস্টাব্দে পাশ হওয়া অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

উত্তর:- তিন ভাগে ভাগ করা হয়েছিল। (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।

  1. 1878 খ্রিস্টাব্দের পাশ হওয়া অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

উত্তর:- তিন ভাগে ভাগ করা হয়েছিল। (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।

  1. কত খ্রিস্টাব্দে এবং কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উত্তর:- 1768-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল

  1. 1798-99 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছে?

উত্তর:- দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ।

  1. মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে যারা রক্ষী বাহিনী হিসেবে কাজ করতো জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো?

উত্তর:- পাইক।

  1. জঙ্গলমহল জেলা কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল?

উত্তর:- 1800 খ্রিস্টাব্দে।

  1. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল?

উত্তর:- মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম বীরভূম প্রভৃতি অঞ্চল নিয়ে।

  1. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল?

উত্তর:- চুয়াড় বিদ্রোহের।

  1. চুয়ার শব্দের অর্থ লেখো?

উত্তর:- দুর্বৃত্ত ও নীচজাতি।

  1. মেদিনীপুরের লক্ষীবাঈ কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- রানী শিরোমণি।

  1. ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কত খ্রীস্টাব্দে স্থাপিত হয়েছিল?

উত্তর:- 1864 খ্রিস্টাব্দে।

  1. ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তার নাম লেখো।

উত্তর:- ডায়াট্রিক ব্রান্ডিস

  1. ডায়াট্রিক ব্রান্ডিস একজন কে ছিলেন?

উত্তর:- জার্মান বন বিশেষজ্ঞ।

  1. কোন শব্দটি থেকে “চুয়ার” শব্দের উৎপত্তি হয়েছিল?

উত্তর:- চার।

  1. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কত খ্রীস্টাব্দে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।

  1. পাইক বা সৈনিক হিসেবে কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত, তাকে কি বলা হতো?

উত্তর:- পাইকান।

  1. ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে নিযুক্ত হয়েছিলেন?

উত্তর:- ডায়াট্রিক ব্রান্ডিস।

  1. রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কত খ্রীস্টাব্দে পাস হয়েছিল?

উত্তর:- 1878 খ্রিস্টাব্দে।

  1. কত খ্রীস্টাব্দে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহের সূচনা হয়েছিল?

উত্তর:- 1783 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি, নুরুলুদ্দিন।

  1. কোন গ্রামে রংপুর বিদ্রোহের সূচনা হয়েছিল?

উত্তর:- তেপা গ্রামে।

  1. রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম উল্লেখ করো?

উত্তর:- নুরুলুদ্দিন, নন্দরাম, সুফদিল, ধীরাজরঞ্জন প্রমূখ।

  1. কাদের মধ্যে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উত্তর:- দিনাজপুর ও রংপুরের ইজারাদার দেবী সিং এর মধ্যে।

  1. রংপুর বিদ্রোহীরা কাকে তাদের নবাব হিসেবে ঘোষণা করেছিলেন?

উত্তর:- দর্জি নারায়ন।

  1. রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর হিসেবে কে নিযুক্ত ছিলেন?

উত্তর:- গুডল্যান্ড।

  1. অরন্যের সন্তান কাদের বলা হতো?

উত্তর:- কোল ও তাদের সমগোত্রীয় মুন্ডা ওঁরাও প্রভৃতি উপজাতিদের অরন্যের সন্তান নামে অভিহিত করা হতো।

  1. কোলরা কোন অঞ্চলে বসবাস করত?

উত্তর:- ছোটনাগপুর, রাঁচি ও সিংভূম অঞ্চলে।

  1. কোল বিদ্রোহ কত খ্রীস্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর:- 1831-32 খ্রিস্টাব্দে।

  1. ইংরেজরা কত খ্রীস্টাব্দে ছোটনাগপুর ও সিংভূম দখল করে?

উত্তর:- 1830 খ্রিস্টাব্দে।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Various Tribal Tebellions in India Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।