টীকা- ভারতে উপজাতীয় রাজনীতি | Tribal Politics in India

ভারতে উপজাতীয় রাজনীতি | Tribal Politics in India

উত্তর:- বর্তমানে উপজাতীয় সমস্যা ভারতীয় রাজনীতিতে এক বিরাট সংকটের সৃষ্টি করেছে। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে ভারতে স্বাধীনতার প্রায় ৭০ বছর পরেও উপজাতিরা ভারতীয় জীবনের মূলস্রোতে সামিল হয় নি। ভারতের উপজাতীয় রাজনীতি আবর্তিত হয় বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে।

এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল : বন ও বনজ সম্পদের উপর এদের চিরকালীন অধিকার কেড়ে নেওয়া, উন্নয়নের ফল এদের কাছে না পৌঁছানো, উন্নয়নের নামে এদের নিজ বাসভূমি থেকে উৎখাত হওয়া, এদের কৃষিজমি বহিরাগতদের দ্বারা অন্যায়ভাবে অধিকৃত হওয়া, রাষ্ট্র বা সরকার দ্বারা এদের ন্যায্য দাবির প্রতি চূড়ান্ত উদাসীনতা প্রদর্শন প্রভৃতি। বর্তমানে ভারতে উপজাতি আন্দোলন ও পরিবেশ আন্দোলন মিলেমিশে গেছে। বিদেশী বহুজাতিক সংস্থা ও তাদের দেশীয় সহযোগীরা খনিজ সম্পদের উপর তাদের অধিকার কায়েম করার উদ্দেশ্যে আদিবাসীদের নিজ বাসভূমি থেকে উৎখাত করার চক্রান্ত করছে।

এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ, বিপন্ন হয়ে পড়ছে জৈব প্রজাতিসমূহ। সরকার এদের ঠেকাতে কোন ব্যবস্থা তো করছেই না, অনেক সময় শিল্পায়নের নামে এদের মদত দিচ্ছে। উপজাতিরা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, অনেক সময় এদের সাহায্য করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। বর্তমানে উপজাতীয় রাজনীতি পরিচালিত হচ্ছে উপজাতিদের আরও অধিক ক্ষমতায়নের দাবীতে। তারা চাইছে আঞ্চলিক স্বায়ত্বশাসন। উপজাতিরা যতই শিক্ষিত হচ্ছে ততই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে; রাষ্ট্রীয় ক্ষমতায় ন্যায্য ভাগ পাবার দাবিতে তারা লড়াই করছে। বর্তমান ভারতে উপজাতিয় রাজনীতির এটাই প্রধান অভিমুখ। ভারতের এক বিরাট অংশে চলা মাওবাদী আন্দোলনে উপজাতিদের সক্রিয় অংশগ্রহণ এই ধারণার যথার্থতা প্রমাণ করে।