Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Transportation System Questions Answers || পরিবহন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Transportation System Questions Answers || পরিবহন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Transportation System Questions Answers || পরিবহন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Transportation System Questions Answers || পরিবহন ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- পরিবহণ ব্যবস্থা কাকে বলে ?
উত্তরঃ- যে ব্যবস্থায় যাত্রী ও পণ্যদ্রব্যসমূহকে এক স্থান থেকে অন্য স্থানে পৌছে দেওয়া সম্ভব হয়, সেই ব্যবস্থাকে পরিবহণ ব্যবস্থা বলে।
- শিল্পোন্নতিতে পরিবহন ব্যবস্থা কী ভূমিকা পালন করে ?
উত্তরঃ- শিল্পের কাঁচামাল ও শক্তি সম্পদ শিল্পকেন্দ্রে পৌঁছোনো এবং উৎপন্ন শিল্পদ্রব্য বাজারে বা বন্দরে পৌঁছোনোর ওপর শিল্পোন্নতি, যার জন্য একান্তভাবে পরিবহণের ওপর নির্ভর করতে হয়।
- প্রাকৃতিক দুর্যোগে পরিবহণের ভূমিকা কী ?
উত্তরঃ- প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলে দ্রুত ত্রাণ পৌঁছোনো এবং পীড়িত মানুষের চিকিৎসার স্বার্থে উন্নত পরিবহণের প্রয়োজন হয়৷
- বিশ্বে কে প্রথম পিচ ঢালা সড়কপথ নির্মাণের প্রযুক্তি আবিষ্কার করেন ?
উত্তরঃ- ম্যাক অ্যাডাম বিশ্বে সর্বপ্রথম পিচ ঢালা সড়কপথ নির্মাণের প্রযুক্তি আবিষ্কার করেন।
- আমেরিকা যুক্তরাষ্ট্রে জাতীয় রাজপথগুলি কী নামে পরিচিত ?
উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রে জাতীয় রাজপথগুলি হাইওয়ে বা একুপ্রেসওয়েজ (Expressways) নামে পরিচিত।
- জার্মানিতে জাতীয় রাজপথ কী নামে পরিচিত ?
উত্তরঃ- জার্মানিতে জাতীয় রাজপথ অটোবাল্স্ (Autobahns) নামে পরিচিত।
- ইংল্যান্ডে জাতীয় রাজপথ কী নামে পরিচিত ?
উত্তরঃ- ইংল্যান্ডে জাতীয় রাজপথ মোটরওয়েজ (Motorways) নামে পরিচিত।
- ভারতে মোট কত কিমি জাতীয় সড়কপথ গড়ে উঠেছে ?
উত্তরঃ- ভারতে জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য প্রায় ৬৫,৫৭০ কিমি।
- সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral) কী ?
উত্তরঃ- দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা শহরকে দ্রুতগামী জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সোনালি চতুর্ভুজ বলে।
- ভারতে বর্তমানে কয়টি জাতীয় সড়কপথ আছে ?
উত্তরঃ- ভারতে বর্তমানে ৫৫ টি জাতীয় সড়কপথ রয়েছে।
- রেলপথের সর্বাপেক্ষা প্রধান সুবিধা কী ?
উত্তরঃ- রেলপথের সর্বাপেক্ষা প্রধান সুবিধা হল অনেক কম খরচে দ্রুত এক স্থান থেকে অন্যত্র পণ্য ও যাত্রী পরিবহণ করা যায়।
- সড়কপথের দৈর্ঘ্যে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থানের অধিকারী ?
উত্তরঃ- সড়কপথের দৈর্ঘ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম স্থানের অধিকারী।
- পৃথিবীতে প্রথম রেলপথ কোথায় এবং কবে স্থাপিত হয় ?
উত্তরঃ- ইংল্যান্ডে ১৮২৫ সালে বিশ্বের প্রথম রেলপথ স্থাপিত হয়।
- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের প্রান্তিক স্টেশন দুটির নাম কী ?
উত্তরঃ- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের প্রান্তিক স্টেশন দুটি হল উত্তর-পশ্চিমে সেন্ট পিটার্সবার্গ এবং দক্ষিণ-পূর্বে ভলাদিভোস্তক।
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেলপথ কোন্টি ?
উত্তরঃ- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেলপথ হল ট্রান্স-কাস্পিয়ান রেলপথ।
- ওরিয়েন্টাল একুপ্রেস রেলপথ কোন্ শহর থেকে কোন্ শহর পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ- ওরিয়েন্টাল এক্সপ্রেস রেলপথ ফ্রান্সের প্যারিস থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাস পর্যন্ত বিস্তৃত।
- রেলপথের দৈর্ঘ্যে এশিয়ায় ভারতের স্থান কী ?
উত্তরঃ- রেলপথের দৈর্ঘ্যে এশিয়ায় ভারতের স্থান প্রথম।
- উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর অসমের গুয়াহাটির কাছে মালিগাঁও -এ অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম রেলপথ কোন্টি ?
উত্তরঃ- রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথ হিসেবে পরিচিত।
- ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ- ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত।
- পৃথিবীর ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোন্টি ?
উত্তরঃ- উত্তর আমেরিকার সেন্ট লরেন্স পৃথিবীর ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ।
- পৃথিবীর দীর্ঘতম খালপথ কোন্টি ?
উত্তরঃ- পৃথিবীর দীর্ঘতম খালপথটি হল চিনের ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত গ্র্যান্ড খাল।
- কোন্ সমুদ্রপথ ইয়োকোহামা ও সানফ্রান্সিসকোর মধ্যে সংযোগস্থাপন করেছে ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপথ ইয়োকোহামা ও সানফ্রান্সিসকোর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- ইউরোপের বিখ্যাত অভ্যন্তরীণ জলপথটির নাম কী ?
উত্তরঃ- ইউরোপের বিখ্যাত অভ্যন্তরীণ জলপথটি হল রাইন নদীর জলপথ।
- পানামা খাল কোন্ দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?
উত্তরঃ- পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
- লাইনার কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রে নির্দিষ্ট পথে নিয়মিতভাবে চলাচলকারী জাহাজগুলিকে লাইনার বলে।
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সংযোগকারী খালপথ কোন্টি ?
উত্তরঃ- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সংযোগকারী খালপথটি হল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্তকারী সুয়েজ খালপথ।
- ট্রাম্প কাকে বলে ?
উত্তরঃ- যেসব জাহাজ নির্দিষ্ট সময় ও পথ অনুসরণ না করে বিভিন্ন অঞ্চলে প্রয়োজনমতো পণ্য পরিবহণ করে সেগুলিকে ট্রাম্প বলে।
- শিপিং লাইন কাকে বলে ?
উত্তরঃ- যেসব কোম্পানি বা সংস্থার জাহাজ আন্তর্জাতিক সমুদ্রপথে নিয়মিতভাবে চলাচল করে সেই কোম্পানি বা সংস্থাকে শিপিং লাইন বলে।
- শিপিং লেন কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রে যে নির্দিষ্ট রে বড়ো জাহাজগুলি চলাচল করে তাকে শিপিং লেন বলে।
- ভারতের অভ্যন্তরীণ নাব্য জলপথের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ভারতে অভ্যন্তরীণ নাব্য জলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১৪ হাজার ১৫০ কিমি।
- ভারতের প্রধান দুটি বিমান সংস্থার নাম কী ?
উত্তরঃ- ভারতের প্রধান দুটি বিমান সংস্থা হল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স।
- পৃথিবীর সর্বাধিক বিমানপথ কোন্ দেশে অবস্থিত ?
উত্তরঃ- পৃথিবীর সর্বাধিক বিমানপথ আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কবে গঠিত হয় ?
উত্তরঃ- ১৯৯৫ সালের ১ লা এপ্রিল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া গঠিত হয়।
- পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথটি (৩০ কিমি) ভারতের ঝরিয়া কয়লাখনি অঞ্চলে অবস্থিত।
- পরিবহণ ব্যবস্থার প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তরঃ- পরিবহণ ব্যবস্থার মূল উপাদানগুলি হল – (ক) পথ, (খ) যানবাহন এবং (গ) পরিবহণের নির্দেশিকা।
- রাজপথ কাকে বলে ?
উত্তরঃ- কোনো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত সড়কপথকে বলে রাজপথ।
- মোট সড়কপথের দৈর্ঘ্যে বিশ্বে ভারতের স্থান কত ?
উত্তরঃ- মোট সড়কপথের দৈর্ঘ্যে বিশ্বে ভারতের স্থান তৃতীয়।
- ফ্রান্সে জাতীয় রাজপথ কী নামে পরিচিত ?
উত্তরঃ- ফ্রান্সে জাতীয় রাজপথ অটোরুটস (Autoroutes) নামে পরিচিত।
- ভারতের প্রাচীন রাজপথ কোন্টি ?
উত্তরঃ- উত্তর ভারতের প্রাচীনতম রাজপথটি হল গ্র্যান্ড ট্রাংক রোড।
- ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে ?
উত্তরঃ- ১৮৫৩ সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়।
- বিশ্বে কোন্ দুটি স্টেশনের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয় ?
উত্তরঃ- ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন স্টেশনের মধ্যে প্রথম রেল চলাচল করে।
- ভারতে কোন্ দুটি স্টেশনের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয় ?
উত্তরঃ- মুম্বাই থেকে থানে স্টেশনের মধ্যে এদেশে প্রথম রেল চলাচল শুরু হয়।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম রেলপথ কোন্টি ?
উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম রেলপথটি হল ইউনিয়ন প্যাসিফিক রেলপথ।
- হোয়েইল ব্যাক কাকে বলে ?
উত্তরঃ- খাদ্যশস্যবাহী জাহাজকে হোয়েইল ব্যাক বলে।
- হোভারক্রাফট কাকে বলে ?
উত্তরঃ- যেসব জাহাজে কেবলমাত্র যাত্রী পরিবাহিত হয় সেগুলিকে হোভারক্রাফট বলে।
- কার্গো কাকে বলে ?
উত্তরঃ- যেসব জাহাজে কেবলমাত্র পণ্য পরিবহণ করা হয় সেগুলিকে কার্গো বলে।
- পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথ কোন্টি ?
উত্তরঃ- পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথটি হল উত্তর – আটলান্টিক সমুদ্রপথ।
- কোন্ পরিবহণ মাধ্যমকে উন্নয়নের জীবনরেখা বলে ?
উত্তরঃ- জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে।
- ‘এরোফ্লোট’ কোন্ দেশের বিমান সংস্থা ?
উত্তরঃ- এরোফ্লোট রাশিয়ার বিমান সংস্থা।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।