Top GK Question Answers in Bengali | বাংলা প্রতিযোগিতা মূলক পরিক্ষার প্রশ্নোত্তর | পর্ব- ৩৩
- আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কী হয়?
উঃ পর্যায়ন।
- মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলা হয়?
উঃ ওয়াদি।
- পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ প্রায় কত শতাংশ ?
উঃ ৩৪ শতাংশ।
- বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রায় কত থাকে?
উঃ ১০০ শতাংশ।
- কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়?
উঃ গৌণ জোয়ার।
- ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম লেখো ?
উঃ মিথেন।
- ভারতের উত্তরতম স্থানটির নাম লেখো ?
উঃ কন্যাকুমারিকা।
- বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী একমাত্র কোন রাজ্য?
উঃ তামিলনাড়ু।
- ভারতে কোন সময়ে পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?
উঃ শীতকালে।
- ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোন স্থানে গড়ে উঠেছে?
উঃ চিত্তরঞ্জন।
- ভারতের সবচেয়ে ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ NH-2
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।