Top বাংলা জিকে প্রশ্নোত্তর | Top Bengali GK for Competitive Exam
1. বেরিং প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর:- আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
2. ভারতের কোন রাজ্যের দরিদ্র জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর:- ছত্তিশগড়
3. কন্সটিটুয়েন্ট এসেম্বলির উপ-রাষ্ট্রপতি পদে কাকে নির্বাচিত করা হয়েছিল?
উত্তর:- এইচ সি এম মুখার্জি
4. কিয়োটো প্রটোকল এর উদ্দেশ্য কি ছিল?
উত্তর:- গ্রিনহাউস গ্যাস কমানো
5. রাশিয়ার রাজধানী মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- মসকভা (MOSKVA) নদী
6. কোন রাজ্যে মৈথিলি ভাষায় কথা বলা হয়?
উত্তর:- বিহার
7. রাজ্য সভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হয়?
উত্তর:- 30 বছর
8. কোনটি সেকেন্ডারি সেক্টরের অন্তর্ভুক্ত?
উত্তর:- ম্যানুফ্যাকচারিং
9. ভারতে কো-অপারেটিভ সোসাইটি কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- লর্ড কার্জন
10. ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদ।