সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Top 500 GK Questions Answers all Competitive Exams
1. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন?
উত্তর:- বেলগাঁও
2. কোন দেশটি ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল (UNSC) এর স্থায়ী সদস্য নয়?
উত্তর:- ভারত
3. লোকসভা এবং রাজ্য সভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
উত্তর:- লোকসভা স্পিকার
4. বিখ্যাত পর্যটক ইবন বতুতা কোন কোন দেশ থেকে ভারতে আসেন?
উত্তর:- মরক্কো
5. ভারতের প্রথম ইনোভেটিভ আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট HysIS কত সালে লঞ্চ করা হয়েছিল?
উত্তর:- 2018
6. কোন দেশটি কমনওয়েলথ গেমস 5 বার হোস্ট করেছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
7. ভারতের কোন রাজ্যে প্রথম নিপা ভাইরাস ধরা পড়ে?
উত্তর:- কেরল
8. ব্রিটিশ এবং মহীশুরের মধ্যে কতগুলো যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর:- 4 টি
9. কোন হাইড্রোকার্বন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হয়?
উত্তর:- ইথিলিন
10. ইনভার্টিব্রেট এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর:- সরীসৃপ
11. ‘যন্তর মন্তর’ নামক UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি কোথায় অবস্থিত?
উত্তর:- নতুন দিল্লী
12. ভারতের প্রথম এটমিক পাওয়ার স্টেশন কত সালে স্থাপন করা হয়?
উত্তর:- 1969
13. GST কোন ধরনের কর ব্যবস্থা?
উত্তর:- অপ্রত্যক্ষ কর
14. জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখন্ড
15. জাদুগুডা স্থানটি থেকে কী উৎপাদন করা হয়?
উত্তর:- ইউরেনিয়াম
16. ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ (লেজিসলেটিভ কাউন্সিল) নেই?
উত্তর:- কেরল
17. ভারতের কোন স্থানে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত?
উত্তর:- লখনৌ
18. কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়?
উত্তর:- গুগল
19. কম্পিউটারে ব্যবহৃত ট্রাকার বল হলো কী ধরনের ডিভাইস?
উত্তর:- ইনপুট
20. UNESCO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- প্যারিস।