Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions about thermodynamics. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions about thermodynamics). নিচে Solved questions about thermodynamics set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions about thermodynamics) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions about thermodynamics)
১. তাপ কী ?
উত্তর: তাপ হলো একপ্রকার শক্তি।
২. CGS পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি।
৩. SI পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: জুল।
৪. ১ ক্যালোরি = কত জুল ?
উত্তর: ১ ক্যালোরি = ৪.২ জুল।
৫. কোন পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় ?
উত্তর: ক্যালোরিমিতি।
৬. তাপের গতীয় মতবাদটির সত্যতা প্রমান করেন কে ?
উত্তর: জুল।
৭. CGS পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি/গ্রাম।
৮. SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তর: জুল/কিলোগ্রাম।
৯. CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?
উত্তর: ৮০ ক্যালোরি/গ্রাম।
১০. SI পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?
উত্তর: ৩.৩৬×১০৫ জুল/কেজি।
১১. লীন তাপের ক্ষেত্রে কি কি অবস্থা লক্ষ্য করা যায় ?
উত্তর: কঠিন, তরল ও গ্যাসীয়।
১২. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: ৫৩৭ ক্যালোরি/গ্রাম।
১৩. SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?
উত্তর: ২২.৬৮ ×১০৫ জুল/কেজি।
১৪. আপেক্ষিক তাপের মাত্রা কী ?
উত্তর: [L2T-2K-1 ]
১৫. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর: ক্যালোরি/গ্রাম- ডিগ্রি সেলসিয়াস।
১৬. SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর: জুল/কেজি-কেলভিন।
১৭. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর: ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৮. SI পদ্ধতিতে জুলের মান কত ?
উত্তর: ৪.২ জুল/ক্যালোরি।
১৯. অসম্পৃক্ত বাষ্প কার সূত্র মেনে চলে ?
উত্তর: বয়েলের ও চার্লসের।
২০. এ.পি.এস. পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর: ব্রিটিশ থার্মাল ইউনিট।
২১. ১ ব্রিটিশ থার্মাল ইউনিট = কত ক্যালোরি ?
উত্তর: ২৫২ ক্যালোরি।
২২. তাপ পরিমাপের বড়ো এককের নাম কী?
উত্তর: থার্ম।
২৩. ১ থার্ম = কত ক্যালোরি ?
উত্তর: ২৫২ ×১০৭ ক্যালোরি।
২৪. ১ থার্ম = কত ব্রিটিশ থার্মাল ইউনিট ?
উত্তর: ১ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট।
২৫. তাপমাত্রা কী ?
উত্তর: তাপমাত্রা হলো একপ্রকার তাপীয় অবস্থা।
- ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে কিছুটা লবন ফেলে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর কারন কী ?
উত্তর: জলের আপেক্ষিক তাপ কমে যাওয়ায় তাড়াতাড়ি জল ফুটতে শুরু করে।
২৭. CGS পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?
উত্তর: ডিগ্রি সেলসিয়াস।
২৮. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?
উত্তর: কেলভিন।
২৯. ১ জুল = কত ক্যালোরি ?
উত্তর: ০.২৪ ক্যালোরি।
৩০. কোন যন্ত্রের সাহায্যে সূর্যের তাপমাত্রা মাপা হয় ?
উত্তর: পাইরোমিটার।
৩১. থার্মোমিটারের সাহায্যে খুব নিম্ন তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারের মধ্যে কি ব্যবহার করা হয় ?
উত্তর: অ্যালকোহল।
৩২. কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা মান কত ?
উত্তর: ০ কেলভিন বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।
৩৩. যদি কোনো বস্তুতে তাপ দেওয়া হয় তাহলে কি ঘটবে ?
উত্তর: পদার্থের অনুগুলো দ্রুত ছোটাছুটি করবে।
৩৪. খাদ্যের তাপন মূল্য কিসের সাহায্যে মাপা হয় ?
উত্তর: ক্যালোরি।
৩৫. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
উত্তর: জল।
৩৬. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম ?
উত্তর: পারদ।
৩৭. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত ?
উত্তর: -৪৫৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
৩৮. ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ৩০০ কেলভিন এর মধ্যে বৃহত্তম কোনটি ?
উত্তর: ৩০ ডিগ্রি সেলসিয়াস।
৩৯. মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কত ?
উত্তর: -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।
৪০. ২৬. তাপমাত্রা কি ধরনের রাশি ?
উত্তর: স্কেলার রাশি।
“তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions about thermodynamics) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here